বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃহস্পতিবার হুগলি জেলার প্রধান অনুষ্ঠান অনুষ্ঠিত হল কোন্নগর পুরসভার উদ্যোগে। এদিন সকালে কোন্নগরের বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা “পরিবেশ বাঁচাও, পরিবেশ রক্ষা করো” বার্তা সম্বলিত পোস্টার ও ব্যানার হাতে নিয়ে শহরের রাস্তায় পথপরিক্রমা করে পরিবেশ সচেতনতার আহ্বান জানায়।

কোন্নগর পুরসভার পুরপ্রধান স্বপন দাস জানান, “আজকের কর্মসূচির মূল উদ্দেশ্য হল আগামী প্রজন্মকে একটি বাসযোগ্য, পরিচ্ছন্ন পরিবেশ উপহার দেওয়া। তাই আমরা নাচ, গান, কবিতা, নাটক ও সেমিনারের মাধ্যমে মানুষকে পরিবেশ রক্ষার গুরুত্ব বুঝিয়েছি।”

এই অনুষ্ঠানের মূল কেন্দ্র ছিল অবনীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহাসিক বাগানবাড়ি। সেখানে দিনভর সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি পরিবেশ বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়। শিশুদের অংশগ্রহণে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

এছাড়াও কোন্নগরের বিভিন্ন গঙ্গার ঘাটে গিয়ে পরিবেশ সচেতনতা কর্মসূচি পালিত হয়। পুরপ্রধান বলেন, “মা গঙ্গা আমাদের দেশের প্রধান নদী। বিভিন্ন রাজ্য ও শহর পেরিয়ে সে লক্ষ লক্ষ মানুষের জীবনের অংশ। অথচ প্রতিদিনই গঙ্গাকে নোংরা করা হচ্ছে। আমরা আজ সেই সচেতনতার বার্তাও পৌঁছে দিয়েছি ঘাটে ঘাটে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরপাড়ার প্রাক্তন বিধায়ক প্রবীর ঘোষাল, হুগলি জেলা প্রশাসনের কর্তা ব্যক্তিরা, কোন্নগর পুরসভার সব কাউন্সিলর, চেয়ারম্যান ইন কাউন্সিল সদস্যবৃন্দ, পুরকর্মী ও বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার প্রতিনিধিরা। শহরের বহু বিশিষ্ট নাগরিকও অনুষ্ঠানে অংশ নেন। পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও এ ধরনের পরিবেশ সচেতনতামূলক উদ্যোগ নিয়মিতভাবে চালিয়ে যাওয়া হবে।

আরও পড়ুন – গাঁটছড়া বাঁধলেন মহুয়া-পিনাকী: চেনেন দুজনের প্রাক্তনদের!

_

_

_

_

_
_
_
_
_