কেন্দ্রের স্বৈরাচারী বিজেপি সরকার প্রতিটি বিরোধী দল পরিচালিত রাজ্যগুলিকে ইচ্ছামতো ব্যবহার করে, ঠিক সেই মানসিকতাই ফুটে ওঠে বিজেপি শাসিত রাজ্যগুলিতে। বিজেপির নেতা মন্ত্রীরা সাধারণ মানুষের সঙ্গে ঠিক কেমন ব্যবহার করেন, তার ছবি ফুটে উঠেছে গোয়ার (Goa) স্বাস্থ্যমন্ত্রীর (health minister) আচরণে। হাসপাতালে ঢুকে এক সিনিয়র চিকিৎসককে ভর্ৎসনা করার পাশাপাশি প্রকাশ্যে সাসপেন্ড করার নির্দেশ দেন তিনি। কোনও রকম আত্মপক্ষ সমর্থনের সুযোগও পাননি ওই সিনিয়র চিকিৎসক। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও আবার ভাইরালও (ভাইরাল ভিডিও সত্যতা বিশ্ববাংলা সংবাদ যাচাই করেনি) করা হয় বিজেপি আইটি সেলের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে। এই ঘটনায় বিজেপি মন্ত্রীর সামন্তপ্রভুর (feudal) মতো আচরণের কড়া সমালোচনা তৃণমূল কংগ্রেসের। ঘটনায় প্রতিক্রিয়া দিয়েছে আইএমএ-ও (IMA)।

গোয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এক সাংবাদিকের আত্মীয়ার অভিযোগ পেয়ে হাসপাতালে ছুটে আসেন স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রানে। সোজা ওয়ার্ডে ঢুকে গিয়ে চিৎকার করতে থাকেন। হাসপাতালের সিএমও-কে ডেকে নিয়ে সেইভাবেই সকলের সামনে ভর্ৎসনা চালিয়ে যেতে থাকেন স্বাস্থ্যমন্ত্রী (health minister) রানে (Vishwjit Rane)। পরে সেখানেই তাঁকে সাসপেন্ড করার ঘোষণা করে দেন।

গোটা ঘটনায় বিজেপির মন্ত্রীর যে আচরণ প্রকাশ্যে এসেছে তার সমালোচনায় বাংলার শাসকদল। তৃণমূলের দাবি, গোয়ার (Goa) স্বাস্থ্যমন্ত্রী যেভাবে দ্রুত হাসপাতালে ঢুকে আসেন এবং একজন চিকিৎসককে সাসপেন্ড করেন তা সামন্তপ্রভুর (feudal) মতো আচরণ। এই ঘটনায় সংবাদ মাধ্যম নীরব। আইএমএ তাকায়নি। তবে মোদি জমানায় এটাই বিজেপির সংস্কৃতি: প্রকাশ্যে হেনস্তা, শূন্য গ্রহণযোগ্যতা। সেই সঙ্গে তৃণমূলের প্রশ্ন, এই একই রকম কড়া মনোভাব তিনি দেখাতে পারবেন তো, যখন ক্ষেত্রটা দুর্নীতিগ্রস্ত আমলাদের হবে, না কী এটা শুধুই অধঃস্তন কর্মীর বিরুদ্ধে তাঁর ফাঁকা বাহাদুরি?

একাংশের দাবি, সাংবাদিকের আত্মীয়ার একটি অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ ইঞ্জেকশন দিতে দেরি হওয়ায় সাংবাদিক যোগাযোগ করেন সরাসরি মন্ত্রীর সঙ্গে। সেই ফোন পেয়েই সরকারি হাসপাতালের অধঃস্তন কর্মীর উপর বীরত্ব দেখাতে ছুটে আসেন স্বাস্থ্য মন্ত্রী রানে (Viswajit Rane)। তবে একাধিক রাজনৈতিক দলের সমালোচনার পরে নড়ে চড়ে বসে আইএমএ (IMA)। অবিলম্বে সাসপেনশন প্রত্যাহারের দাবি জানানো হয়। সেই সঙ্গে মন্ত্রীর আচরণকে ‘নিয়ম ভাঙা’ আচরণ বলেও দাবি করে আইএমএ।

On April 29, @AITC4Goa exposed the arrogance of @visrane—Goa’s Health Minister who stormed into a hospital and fired a doctor like a feudal lord.
Media stayed silent. IMA looked away. But this is BJP culture under Modi: public humiliation, ZERO accountability.
Will he dare show… https://t.co/dYsoy3PFlg
— AITC Goa (@AITC4Goa) June 8, 2025
–

–

–

–

–

–
–
–
–


