হানিমুন কাণ্ডের (Meghalaya Honeymoon murder mystery) পর্দা ফাঁস, স্বামীকে সুপারি কিলার দিয়ে খুনের অভিযোগে গ্রেফতার নববধূ। গাজীপুর থেকে ধৃত সোনম রঘুবংশী (Sonam Raghuwanshi)। সঙ্গে আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে মেঘালয় পুলিশ (Meghalaya Police)। বিয়ের পর মধুচন্দ্রিমায় গিয়ে আর ফেরা হল না রাজা রঘুবংশী (Raja Raghuwanshi) নামে এক যুবকের। এগারো দিন পর উদ্ধার হয় তাঁর দেহ। সন্দেহ যায় স্ত্রীর দিকে। ১৭ দিন নিখোঁজ থাকার পর অবশেষে পুলিশের জালে সোনম।

ধৃত নববধূ জানিয়েছেন, সুপারি কিলার দিয়ে স্বামীকে খুন করিয়েছিলেন তিনি। গত ২৩ মে মেঘালয়ে হানিমুনে যায় দম্পতি। এরপর যুগলের নিখোঁজ হয়ে যাওয়ার খবর মিলতেই প্রাথমিকভাবে ডাকাতির উদ্দেশ্যে পর্যটকদের খুন করা হয়ে থাকতে পারে বলে অনুমান করে পুলিশ। কিন্তু তদন্তের মোড় পাল্টে দেয় স্থানীয় একটি ট্যুর গাইডের বয়ান। নিখোঁজ হওয়ার দিন ওই দম্পতিকে আরও তিনজনের সঙ্গে দেখেছিলেন তিনি। পাঁচজনে মিলে তিন হাজার সিঁড়ি বেয়ে নোঙ্গরিআট থেকে মাওলাখিহাট যাচ্ছিলেন। কিছুটা দূর যাওয়ার পর দম্পতি আর গাইড দিতে চাননি বলেও জানিয়েছিলেন ওই ব্যক্তি। এরপর গত ২ জুন হোমস্টে থেকে কুড়ি কিলোমিটার দূরে একট গভীর খাদে রাজার দেহ উদ্ধার হয়। দম্পতির ভাড়া করা স্কুটারও মেলে ঘটনাস্থল থেকে। এরপর তদন্তে নামে পুলিশ। নিখোঁজ ছিলেন অভিযুক্ত স্ত্রী সোনম। অবশেষে উত্তরপ্রদেশের (Uttarpradesh) গাজিয়াবাদে নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করে স্বামীকে খুনের কথা স্বীকার করেছেন অভিযুক্ত মহিলা।

–

–

–

–

–

–

–

–
–
–
–
–
–
–
–

