আর জি কর রিপোর্টে অসন্তোষ নির্যাতিতার বাবা-মায়ের! কটাক্ষ শাসকদলের

Date:

Share post:

ফের একবার অসন্তোষ নিয়ে প্রচারে আর জি করের নির্যাতিতার বাবা-মা। এবার চার্জশিট (chargesheet) নিয়ে মুখ খুলে সিবিআই-এর বিরুদ্ধে সরব তাঁরা। মঙ্গলবার সিবিআই (CBI) চতুর্থ স্ট্যাটাস রিপোর্ট পেশ করলে সেখানে নির্দিষ্ট নাম নেই কেন, তা নিয়েও প্রশ্ন তোলেন নির্যাতিতার বাবা-মা। সেখানেই রাজ্যের শাসকদলের কটাক্ষ, এবার তাঁদের নিজেদের পছন্দমতো স্ট্যাটাস রিপোর্ট পেশ করতে হবে।

চতুর্থ স্ট্যাটাস রিপোর্টে (status report) ধর্ষণ-খুনের ঘটনায় নতুন করে কোনও তথ্য পেশ করেনি সিবিআই। একাধিক ধাপে যত সাক্ষ্য গ্রহণ হয়েছিল তার রিপোর্ট পেশ করা হয়। সেক্ষেত্রেও নতুন কোনও অপরাধীর নাম উঠে আসেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার রিপোর্টে। তাতেই অসন্তুষ্ট নির্যাতিতার বাবা-মা। তাঁদের দাবি, শুধুমাত্র সঞ্জয় রায় খুন-ধর্ষণে অপরাধী নয়। সেক্ষেত্রে কেন চার্জশিটে সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের নাম নেই।

সেখানেই নির্যাতিতার বাবা-মায়ের প্রতি সম্মান বজায় রেখে তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের সুপারিশ, আমার মনে হয় নির্যাতিতার বাবা-মা নিজেই একটা রিপোর্ট তৈরি করে বিচারপতিকে দিন যে এটা গ্রহণ করুন। নির্যাতিতারবাবা মা কলকাতা পুলিশ, সিআইডি-তে সন্তুষ্ট নন। নিজেরাই ডেকে আনলেন সিবিআই (CBI)। তাতে সন্তুষ্ট নন। আদালত গোটা বিষয়টা খতিয়ে দেখে যা যা করার করেছে। তাতে সন্তুষ্ট নন। সুপ্রিম কোর্টে সন্তুষ্ট নন।

গোটা আর জি কর মামলায় বারবার রাজনীতিকদের ইন্ধন প্রকাশ্যে এসেছে। নির্যাতিতার পরিবার এখনও সেই রাজনীতির দ্বারাই প্রভাবিত বলে অভিযোগ রাজ্যের শাসকদলের। কুণাল ঘোষ বলেন, নির্যাতিতার বাবা-মা যাদের বুদ্ধিতে চলেন, সেই দু চারটি রাম-বাম, দু চারটে নকশাল তাদের দিয়ে রিপোর্ট (report) তৈরি করুন। আমরা এই রিপোর্ট হলে খুশি। সেটা আদালতের ইচ্ছা হলে নেবেন, না হলে নেবেন না।

spot_img

Related articles

কারুরে পদপিষ্টের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ শীর্ষ আদালতের

তামিলাগা ভেত্তরি কাজ়হাগাম (TVK) চিফ বিজয়ের সভায় গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল ৪১ জনের। সেই ঘটনায় আহত হন...

বাংলা বিজেপিতে শুভেন্দুকে বাড়তি গুরুত্ব! এবার Z+ নিরাপত্তা

বাংলার বিজেপিতে (Bengal BJP) শুভেন্দু অধিকারিকে (Shuvendu Adhikari) বাড়তি গুরুত্ব। বিধানসভা নির্বাচনের আগে সেই কারনে জেড প্লাস নিরাপত্তা...

বনাঞ্চল দিয়ে হাইস্কুলে যেতে ভয়! নাগরাকাটায় বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর

বৃষ্টি আর ধসে বিধ্বস্ত উত্তর। কোজাগরী লক্ষ্মীপুজোর দিনই সেখানে দুর্গত এলাকায় যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ফের...

বাংলার অস্ত্র বোলিং, রঞ্জি অভিযান শুরুর আগে সৌরভের ভোকাল টনিক ঈশ্বরণদের

বুধবার ঘরের মাঠে রঞ্জি(Ranji Trophy) অভিযান শুরু করছে বাংলা(Bengal)। প্রতিপক্ষ উত্তরাখণ্ড। পূ্র্ণশক্তির দল নিয়েই খেলতে নামছে বঙ্গ ব্রিগেড।...