Tuesday, August 26, 2025

বিশ্বমঞ্চে পদার্থবিদ্যায় চমক ৩ বঙ্গ তনয়ের, মুখ উজ্জ্বল IISC-র

Date:

Share post:

মেধা থেকে কলা – বাংলার কৃতিত্ব বিশ্বমঞ্চে তুলে ধরতে প্রস্তুত সব বয়সি বাঙালি। তিন তরুণের সেরকমই কৃতিত্বে ফের দেশের মঞ্চ ছাড়িয়ে বিদেশের মাটিতে সেরার সারিতে বাঙালি। এবার কৃতিত্ব পদার্থ বিদ্যার (Physics) মঞ্চে।

পদার্থবিজ্ঞানের আন্তর্জাতিক প্রতিযোগিতায় ষষ্ঠ স্থান অধিকার করে বিজ্ঞান-দুনিয়ায় দেশের মান নতুন পর্যায়ে উত্তরণ করলেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের (আইআইএসসি) (IISc) চার পড়ুয়া। তার মধ্যে তাৎপর্যপূর্ণ ও গর্বের বিষয়, এই চারজনের মধ্যে তিনজনই বাঙালি। এই প্রথম ফিজিক্স লিগ অ্যাক্রস নিউমেরাস কান্ট্রিস ফর কিক অ্যাস স্টুডেন্টস (প্ল্যাগঙ্কস) (PLANCKS-IAPS) প্রতিযোগিতায় এত ভাল ফলাফল দেখাল ভারত। ‘বিগ ব্যাং ব্রেন’-এর অধিকারী কৃতী বিজয়ীরা হলেন সুস্মিত রায়, সিমর নারুলা, অভিক দাস ও ঋতব্রত ঘোষ।

সেরার বীজ লুকিয়ে ছিল শুরুতেই। ২০২২ সালে মাধ্যমিকে (Madhyamik) চতুর্থ ও ২০২৪-এ উচ্চমাধ্যমিক (HS) পরীক্ষায় পশ্চিমবঙ্গে প্রথম হয়েছিলেন এই তিন রথীর অন্যতম অভিক দাস। রাজ্য জয়েন্টে র‍্যাঙ্ক ছিল সপ্তম। জয়েন্ট অ্যাডভান্সে সর্বভারতীয় র‍্যাঙ্ক ছিল ৬৯। দুর্ধর্ষ মেধাবী এই ছাত্র বর্তমানে আইআইএসসি (IISc) বেঙ্গালুরুতে পদার্থবিদ্যায় (Physics) ব্যাচেলর অফ সায়েন্স পড়ছেন।

একই শাখার পড়ুয়া ঋতব্রত ঘোষ। চাকদহের সতীশচন্দ্র মেমোরিয়াল স্কুলের প্রাক্তনী অতীতে একাধিক জাতীয় স্তরের পদার্থবিজ্ঞানের প্রতিযোগিতায় টপার হয়েছেন। সুস্মিত রায়ের পড়াশোনা কেন্দ্রীয় বিদ্যালয়ে। তিনজন পদার্থবিজ্ঞানে উচ্চশিক্ষা করে গবেষণায় যেতে চান। গত মাসে স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত হয়েছিল চার ঘণ্টার কঠিনতম প্রতিযোগিতা। এবছর ২৯টি দেশের প্রায় ২০০ ছাত্রছাত্রী অংশ নিয়েছিলেন এই প্রতিযোগিতায়। প্রথম হয়েছে ব্রিটেন। স্নাতক স্তরের পড়ুয়াদের কাছে থিওরিটিক্যাল ফিজিক্সের উপর এই প্রতিযোগিতা সবচেয়ে কঠিন ও গুরুত্বপূর্ণ। এই রকম একটি কঠিন প্রতিযোগিতায় বাংলার ৩ মেধার স্বীকৃতি বাস্তবেই অত্যন্ত গর্বের বিষয়।

spot_img

Related articles

পুত্র ‘জাতিস্মর’! বেসবল খেলোয়াড়ের মায়ের অবাক করা দাবি ঘিরে চাঞ্চল্য

খেলার মাঠে বিস্ময় বালকদের কথা প্রায়ই শোনা যায়। তারা খবরের শিরোনামে উঠে আসে তাদের ক্রীড়া প্রতিভার জোরে। কিন্তু...

বিধানসভা ভোটই লক্ষ্য! ভিনজাতের বিয়ে দেওয়া নিয়ে হাত মেলাল রাম-বাম

ভিনজাতে বিবাহে বাধা এলে এবার সিপিএম-বিজেপি দুইয়েরই পার্টি অফিস খোলা তামিলনাড়ুতে। শুধুমাত্র জাতপাতের বিভাজনকে কেন্দ্র করে তামিলনাড়ুর তিরুনেলভেলি...

বাকস্বাধীনতাকে রক্ষাকবচ করে কনটেন্টের নামে ‘স্বেচ্ছাচারিতা’ নয়, রায় শীর্ষ আদালতের

ভিউ বাড়াতে ইউটিউবে (You Tube) অশালীন, নিষিদ্ধ কনটেন্টে না সুপ্রিম কোর্টের (Supreme Court)। শীর্ষ আদালত জানিয়েছে, এবার থেকে...

যেমন ইচ্ছে জল ছাড়ছে ডিভিসি, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

লাগাতার বৃষ্টিতে নদীগুলি বিপদসীমায় বইছে। নিচু জায়গাগুলি ভেসে গিয়েছে জলে। এর মধ্যে ডিভিসি(DVC) জল ছেড়ে আরও বিপদে ফেলার...