করুণ নায়ারকে নিয়ে বিশেষ বার্তা কেএল রাহুলের

Date:

Share post:

সবকিছু ঠিকঠাক চললে হেডিংলিতে ইংল্যান্ডের(England) বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতীয় দলের প্রথম একাদশে ফিরতে চলেছেন করুন নায়ার(Karun Nair)। তাঁকে নিয়ে আশাবাদী ভারতীয় দলের তারকা ক্রিকেটার কেএল রাহুল। সেইসঙ্গে করুন নায়ারের উদ্দেশ্যে বিশেষ বার্তাও দিয়েছেন রাহুল(KL Rahul)। কয়েকদিন আগে ভারতীয়-এ দলের হয়ে প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে নেমেছিলেন করুন নায়ার(Karun Nair)। সেখানে দ্বিশতরানের ইনিংসও খেলেছিলেন তিনিষ এরপর থেকেই যেন করুণ নায়ারকে নিয়ে প্রত্যাশার পারদটা চড়তে শুরু করেছে।

ভারতীয় দলে টেস্ট অভিষেকটা বেশ ভালভাবেই হয়েছিল করুন নায়ারের। কেরিয়ারের শুরুতেই পেয়েছিলেন ত্রিশতরান। এরপর অবশ্য কয়েকটা ম্যাচে খারাপ পারফরম্যান্স করার কারণে দল থেকে বাদ পড়েছিলেন। ভারতীয় দলে তাঁর প্রত্যাবর্তনের সম লাগল প্রায় ৭ বছর। আবারও করুন নায়ারের সঙ্গে একসঙ্গে মাঠে নামার সুযোগ পেয়েছেন কেএল রাহুল। সেই ম্যাচের আগে বিশেষ বার্তা ভারতীয় দলের এই তারকা ক্রিকেটারের।

কেএল রাহুল(KL Rahul) জানিয়েছেন, “আমি একটাই কথা বলব যে তাঁর এমন প্রত্যাবর্তনটা যেমন অনুপ্রেরণামূলক তেমনই তাঁকে নিয়ে আমরা অত্যন্ত আশাবাদীও। এখানে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। আর সেটাই ভারতের হয়ে যখন টেস্ট ম্যাচে নামবেন তিনি সেটা করুন নায়ারকে অত্যন্ত সাহায্য করবে”।

ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে করুন নায়ার দ্বিশতরান করার পর থেকেই তাঁকে নিয়ে ভারতীয় ক্রিকেট মহলে নানান কথাবার্তা শুরু হয়ে গিয়েছে। আগামী ২০ জুন ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে নামবে ভারতীয় দল। সেখানেই করুন নায়ারকে ভারতীয় দলের জার্সিতে দেখার অপেক্ষায় সকলে।

spot_img

Related articles

দুই ম্যাচে হার, কোন অঙ্কে সেমিফাইনালে যেতে পারবে হরমনপ্রীতরা?

একদিনের বিশ্বকাপে(ICC Women World Cup) পর পর দুই ম্যাচে হার ভারতের(India)। প্রথম দুই ম্যাচে জয় দিয়েই বিশ্বকাপের সূচনা...

ব্যাটারদের উজ্বল পারফরম্যান্সের দিনে হতশ্রী বোলাররা, অজিদের কাছে হার ভারতের

মহিলাদের একদিনের বিশ্বকাপে (ICC Women World Cup) অস্ট্রেলিয়ার(Australia) কাছে হার ভারতের(India)। দক্ষিণ আফ্রিকার পর এবার অজিদের বিরুদ্ধেও হারতে...

আরসিবির সঙ্গে চুক্তিতে অনীহা, আইপিএল থেকেও অবসর নেবেন কোহলি!

টেস্ট, টি২০ আন্তজার্তিক থেকে অবসর নিয়েছেন। ওডিআইতে অস্ট্রেলিয়াই শেষ সফর কিনা বিরাটের(Virat Kohli) তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।...

ভারতের জয় শুধু সময়ের অপেক্ষা, রাহুলের কর্মকাণ্ডে তীব্র বিভ্রান্তি

দিল্লি টেস্টে হার বাঁচানোর লড়াই ওয়েস্ট ইন্ডিজের সামনে। তৃতীয় দিনের শুরু থেকেই  ভারতীয় বোলারদের আক্রমণে নাজেহাল ক্যারিবিয়ানরা। ইনিংস...