ভেঙে পড়ার আগে ATC-কে ‘MAYDAY call’ পাঠিয়েছিল অভিশপ্ত AI-171 বিমান

Date:

Share post:

ভেঙে পড়ার আগে এয়ার ট্র্যাফিক কন্ট্রোল (ATC)-কে মে ডে কল (MAYDAY call) পাঠিয়েছিল অভিশপ্ত AI-171 বিমান। ফ্লাইটরাডা ২৪-এর তথ্য অনুযায়ী, পাইলটের কাছ থেকে বিপদবার্তা পেয়ে এটিসি যোগাযোগের চেষ্টা করে। কিন্তু যোগাযোগ করা যায়নি। তার পরই বিমান (Flight) ভেঙে পড়ার খবর মেলে।

বৃহস্পতিবার সর্দার বল্লভভাই পটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুপুর ১টা ৩৯ মিনিটে ওড়ে AI-171 বিমানটি। রানওয়ে ২৩ থেকে ওড়ার এক মিনিটের মধ্যে ATC-র সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সেই সময়ই মে ডে কল দেন পাইলট। ভেঙে পড়ার আগে মাটি থেকে ৬২৫ ফুট উচ্চতায় ছিল বিমানটি। হঠাৎই দ্রুতগতিতে নীচের দিকে নামতে শুরু করে। তার পরই সেটি মেঘানিনগরের কাছে বসতি এলাকায় ভেঙে পড়ে।

কী এই মে ডে কল?
MAYDAY call-কে বিমান পরিষেবার পরিভাষায় বলা হয় ‘বিপদসঙ্কেত’। হঠাৎ ভয়ঙ্কর পরিস্থিতির আঁচ পেলে এই শব্দবন্ধটি ব্যবহার করেন পাইলট। ফরাসি শব্দ ‘মেইডার’ অর্থাৎ ‘‘আমাকে সাহায্য করুন‘’ থেকে এসেছে ‘মে ডে’ শব্দটি। সাধারণত এটিসি এবং তার আওতায় আকাশপথের কোনও বিমানের মধ্যে রেডিও যোগাযোগকে ‘মে ডে কল’ বলে। এই শব্দবন্ধের মাধ্যমে দ্রুত সাহায্যের বার্তা পাঠানো হয়।

কখন ‘মে ডে কল’ পাঠানো হয়?
খুব সংকটজনক পরিস্থিতিতেই এই বার্তা পাঠানো হয়। বিমানের ইঞ্জিনে গোলযোগ দেখা দিলে, বিমান অতি দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পড়লে, বিমানের যান্ত্রিক গোলযোগ হলে বা উড়ন্ত বিমানে কেউ গুরুতর অসুস্থ হয়ে পড়লে ‘মে ডে কল’ করা হয়ে থাকে।

অন্তত তিন বার বলতে হয় ‘মে ডে, মে ডে, মে ডে’। তিন বার এই শব্দ বন্ধ বললেই এটিসি বুঝতে পারে সত্যিই বিমান বড় বিপদে পড়েছে। তবে, পরিস্থিতি যদি খুব গুরুতর না হয়ে শুধু উদ্বেগজনক হয়, তাহলে ‘প্যান প্যান কল’ করেন পাইলট

spot_img

Related articles

রবিবার সন্ধ্যায় ফের মেট্রো বিভ্রাট, চূড়ান্ত ভোগান্তিতে যাত্রীরা

রবিবার ছুটির সন্ধ্যায় ফের বিভ্রাট কলকাতা মেট্রোয়। মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) স্টেশনের কাছে একটি রেকে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।...

সাংবাদিক বৈঠকে মহিলা প্রবেশ নিষেধাজ্ঞা: চাপে পড়ে সাফাই আফগান মন্ত্রীর

ভারতের (India) মাটিতে আয়োজিত সাংবাদিক বৈঠকে একজনও মহিলা সাংবাদিককে আমন্ত্রণ জানানো হয়নি। এই নিয়ে বিতর্ক তুঙ্গে। এর জেরে...

অপারেশন ব্লু-স্টারের ভুলে শুধু ইন্দিরা গান্ধী দায়ী নন: চিদাম্বরমের বক্তব্যে বিতর্ক

খালিস্তানি জঙ্গিদের দমন করতে ১৯৮৪ সালে যে অপারেশন ব্লুস্টার সংঘটিত করেছিল তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন ভারত সরকার,...

আলিপুরদুয়ারে নিজে হাতে ত্রাণ দিলেন মুখ্যমন্ত্রী: সংবর্ধিত সাহসীরা

প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত উত্তরবঙ্গে রবিবার ফের পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একদিকে পরিস্থিতি সম্পর্কে প্রশাসনিক আধিকারিকদের...