বিধানসভার প্রবেশপথে নজিরবিহীন কড়াকড়ি-তল্লাশি, কারণ কী!

Date:

Share post:

শেষ কবে এমন নিরাপত্তা কড়াকড়ি হয়েছে, তা মনে করতে পারছেন না বিধানসভার (Assembly) প্রবীণতম সদস্যরাও। শুক্রবার সকাল থেকেই পশ্চিমবঙ্গ বিধানসভার প্রতিটি প্রবেশপথে তল্লাশি শুরু হয়েছে নজিরবিহীন কড়াকড়ির মধ্যে। শাসক, বিরোধী নির্বিশেষে সব বিধায়কের গাড়ি গেটে দাঁড় করিয়ে বনেট থেকে ডিকি পর্যন্ত তন্নতন্ন করে চেক করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, হুমকি ফোন পেলে যেভাবে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়, তেমনই কড়া তল্লাশি চালাচ্ছে বিধানসভা নিরাপত্তা রক্ষীরা। সূত্রের খবর, এই নিরাপত্তা কড়াকড়ির নির্দেশ এসেছে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের (Biman Banerjee) কাছ থেকেই। যদিও তিনি এখনও কোনও মন্তব্য করেননি।

জল্পনার কেন্দ্রে চাকরিহারা শিক্ষকদের আন্দোলন। বৃহস্পতিবার থেকে ফের আমরণ অনশনে বসেছেন তাঁরা। শুক্রবার বিকেলে তাঁদের এক প্রতিনিধি দল স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন। সেই সম্ভাব্য সাক্ষাতের আগে কোনও অনভিপ্রেত ঘটনা ঠেকাতেই কি এই ‘চূড়ান্ত সতর্কতা’?

তবে, এই বিষয় নিয়ে রাজনীতি করতে ছাড়েননি বিজেপি বিধায়করা। তাঁদের কথায়, “আমরা যেন তুলসী গাছ নিয়ে ভিতরে না ঢুকে পড়ি, সেই ব্যবস্থাই হচ্ছে বুঝি।”

নবান্নেও কয়েকদিন আগে একই কড়াকড়ি দেখা গিয়েছিল, যখন আন্দোলনকারী শিক্ষকদের ঢোকার আশঙ্কায় প্রতিটি গাড়ি ও আইডি কার্ড পরীক্ষা করা হয়েছিল। সব মিলিয়ে বিধানসভায় এদিনে নিরাপত্তা ব্যবস্থায় স্পষ্ট, সরকার এবং প্রশাসন কোনও ঝুঁকি নিতে চাইছে না।

spot_img

Related articles

বড় পদক্ষেপ সরকারের! এবার পর্যটকদের জন্য খুলে গেল রাজ্যের ১১টি পরিদর্শন বাংলো 

পর্যটনের পরিকাঠামো উন্নয়নে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। সেচ ও জলপথ দফতরের অধীনে রাজ্যের বিভিন্ন জেলায়...

হস্টেল থেকে মদ বিক্রি? উত্তপ্ত বর্ধমান মেডিক্যাল কলেজ, অভিযোগ গেল স্বাস্থ্যভবনে

সোশ্যালের অনুষ্ঠানে কলেজের হস্টেল থেকে মদ বিক্রির অভিযোগ ঘিরে সোমবার দুপুরে ব্যাপক উত্তেজনা বর্ধমান মেডিক্যাল কলেজে। ঘটনায় দুই...

‘‘তুমি একা নও’’, সন্তানহারা মায়ের কাঁধে হাত রেখে সান্ত্বনা মুখ্যমন্ত্রীর

আর্থিকা দত্ত, জলপাইগুড়িউত্তরের বন্যায় যখন ঘরবাড়ির সঙ্গে ভেসে গিয়েছিল অসংখ্য মানুষের হাসি, তখনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন তাঁদের...

বিজয়া সম্মিলনীতে অভিষেককে ঘিরে নেতা-কর্মীদের আবেগ-উচ্ছ্বাস, ফের ‘সেবাশ্রয়ে’র সিদ্ধান্ত ডায়মন্ড হারবারের সাংসদের

ছিল ডায়মন্ড হারবারের বিজয়া সম্মিলনী। কিন্তু দিনের শেষে সেটি হয়ে গেল কার্যত সারা জেলার বিজয়া সম্মিলনী। প্রিয়নেতা ডায়মন্ড...