ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে নামার আগে স্বস্তিতে ভারতীয়(Team India) শিবির। ইনট্রা স্কোয়াড প্রস্তুতি(Intra Squad Practice Match) ম্যাচের প্রথম দিনই জোড়া অর্ধশতরান ভারতীয় দলের দুই তারকার। কেএল রাহুল(KL Rahul) এবং শুভমন গিল(Shubman Gill) দুজনেই প্রথম দিন শুরুটা বেশ ভালভাবেই করেছেন। সেইসঙ্গে শার্দূল ঠাকুরেরও অর্ধশতরানের ইনিংস। এই পারফরম্যান্সটা যে ভারতীয় শিবিরের আত্মবিশ্বাস অনেকটাই বাড়াচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। আপাতত দ্বিতীয় দিনের দিকেই তাকিয়ে রয়েছেন সকলে।

এবার ইংল্যান্ডের বিরুদ্ধে সম্পূর্ণ তরুণ ক্রিকেট স্কোয়াড বেছেছে বিসিসিআই(BCCI)। তরুণ অধিনায়ক শুভমন গিল(Shubman Gill)। সেই দলে অভিজ্ঞ বলতে রয়েছেন কেএল রাহুল(KL Rahul), ঋষভ পন্থদের মতো ব্যাটাররা। বিরাট, রোহিতহীন এই সিরিজে যে কেএল রাহুলের ওপর দায়িত্ব অনেকটা বেশি থাকবে তা বলার অপেক্ষা রাখে না। সেইসঙ্গে ইংল্যান্ডের আবহাওয়া। সেইভাবেই নিজেদের প্রস্তুতি সারছে ভারতীয় শিবির।

📍 Beckenham
A solid Opening Day in the Intra-Squad game!
Half-centuries for KL Rahul & Captain Shubman Gill 👌 👌
Shardul Thakur amongst the wickets 👍 👍 pic.twitter.com/7lfEFoL4KE
— BCCI (@BCCI) June 13, 2025
সেই লক্ষ্যে প্রথম দিনই কেএল রাহুল এবং শুভমন গিলের ব্যাট থেকে অর্ধশতরানের ঝলক। সেটা ভারতীয় শিবিরে স্বস্তি বাড়ানোর জন্য যথেষ্ট। সেইসঙ্গে শার্দূল ঠাকুরকে খেলানো নিয়ে এই সিরিজে নানান কথাবার্তা শুরু হয়েছিল। সেখানেই শার্দূলও এবার অর্ধশতরান পেয়েছেন। সব মিলিয়ে ভারতীয় দল প্রস্তুতি ম্যাচের প্রথম দিন বেশ খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলতেই পারে ভারত।

এই মুহর্তে দলের সঙ্গে নেই গৌতম গম্ভীর। মায়ের অসুস্থতার জন্য দেশে ফিরে এসেছেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। আগামী ২০ জুন এই সিরিজের প্রথম ম্যাচে নামবে টিম ইন্ডিয়া।

–

–

–

–

–

–
–
–
–
–
–