Wednesday, January 14, 2026

কুকথা দল সমর্থন করে না, যথেষ্ট শাস্তি হয়েছে: অনুব্রত নিয়ে সাফ জানাল তৃণমূল, উঠল অনিল-বিনয় প্রসঙ্গ

Date:

Share post:

২১ জুলাইয়ের প্রস্তুতি বৈঠকের আগেই বীরভূমের দুই হেভিওয়াট নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) ও কাজল শেখকে (Kajal Sekh) নিয়ে বৈঠক করলেন তৃণমূল (TMC) নেতৃত্ব। আর সেই বৈঠকের পরেই শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিমরা জানিয়ে দিলেন কুকথা সমর্থন করে তৃণমূল। সেই কারণে ঘটনার চারঘণ্টার মধ্যেই ক্ষমা চাইতে হয়েছে অনুব্রতকে। যথেষ্ট শাস্তি হয়েছে তাঁর। এই প্রসঙ্গে বাম জমানায় অনিল বসু, বিনয় কোঙারদের প্রসঙ্গ তুলে তৃণমূলের মত, সিপিএম এই ধরনের কুকথায় কোনও পদক্ষেপ করেনি।

শনিবার, মূল বৈঠক শুরু আগে, দুপুর ১২.৫৫ নাগাদ ভবানীপুরে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির অফিসে দলের বীরভূমের দায়িত্বপ্রাপ্ত নেতা ফিরহাদ হাকিম (Firhad Hakim) অনুব্রত ও কাজলকে নিয়ে বৈঠকে বসেন। ছিলেন অরূপ বিশ্বাস ও আশিস বন্দ্যোপাধ্যায়।

সুত্রের খবর, অনুব্রত ও কাজলকে বিধানসভা নির্বাচনের আগে একসঙ্গে মিলে মিশে কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রকাশ্যে মন্তব্য করার বিষয়েও সতর্ক করা হয়েছে। এদিনের বৈঠক থেকে অনুব্রতকে মাথা ঠাণ্ডা রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ফিরহাদ (Firhad Hakim) জানান, অশালীন মন্তব্য কোনও ভাবেই সমর্থন করে না দল। এই নিয়ে আগেই কড়া পদক্ষেপ করা হয়েছে। এর পরেই তিনি বলেন, এর আগে অনিল বসু, বিনয় কোঙার বা কৈলাস বিজয়বর্গীয়রা যখন অশালীন ভাষা ব্যবহার করেন, তখন তো প্রশ্ন ওঠে না। যত প্রশ্ন সব কি তৃণমূলের জন্য!

শোভনদেব চট্টোপাধ্যায় (Shobhandev Chatterjee) বলেন, প্রভাবশালী নেতা হওয়া সত্ত্বেও অনুব্রতকে দল ৪ঘণ্টার মধ্যেই তাঁকে ক্ষমা চাইতে বাধ্য করেছে। তাঁকে নিয়ে যা সমালোচনা হয়েছে, তাতেই তাঁর যথেষ্ট শাস্তি হয়েছে। এর পরেই তিনি বলেন, অনিল বসু যে ভাষা ব্যবহার করেছিলেন, কোনও সভ্য মানুষ কী সেটা বলতে পারেন! তার দল কী পদক্ষেপ করেছিল। কিন্তু তৃণমূল সুপ্রিমো ওই ধরনের ভাষা কোনও ভাবেই সমর্থন করেন না। সেই বিষয়ে সতর্ক করা হয়েছে।

spot_img

Related articles

নন্দীগ্রামে অভিষেকের সেবাশ্রয় ক্যাম্পের প্রচার: তৃণমূল কর্মীদের মারধর বিজেপির

ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের গণ্ডি ছাড়িয়ে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় ক্যাম্প পা রাখতে চলেছে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে (Nandigram)।...

কাঁসর-ঘণ্টা বাজিয়ে কালীঘাটে বগলা মায়ের মন্দিরে পুজোয় অংশগ্রহণ মুখ্যমন্ত্রীর, সঙ্গে গায়িকা ইমন

মকর সংক্রান্তিতে কালীঘাট সেতুর কাছে বগলা মায়ের মন্দিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সঙ্গে ছিলেন সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী...

সল্টলেকে জাতীয় স্কুল জিমন্যাস্টিকসের সূচনা, বাংলা থেকে প্রতিযোগী ৫৬

বুধবার থেকে শুরু হল ৬৯ তম জাতীয় স্কুল জিমনাস্টিকসের (National School Gymnastics Championships) আসর।    সল্টলেক আইবি গ্রাউন্ডে...

অনূর্ধ্ব ১৯ দলে থাকলেও আগামীতে যুব বিশ্বকাপ খেলতে পারবেন না বৈভব

বৃহ্স্পতিবার থেকে শুরু হচ্ছে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ(U19 World cup)। আয়ূষ মাত্রের নেতৃত্বে ভারতীয় দল খেললেও আর্কষণের কেন্দ্রবিন্দুতে সেই...