মহেশতলায় (Maheshtala) দোকান বসানো নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিপ পাশে দাঁড়িয়ে সব রকম সাহায্যের নির্দেশ দিলেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। এর পরেই শনিবার সকাল থেকে ক্ষতিগ্রস্ত পরিবার এবং দোকানগুলির তালিকা তৈরি শুরু করেছেন তৃণমূলের কর্মীরা।

১১ জুন ডায়মন্ড হারবার লোকসভার কেন্দ্রের মহেশতলার ৭ নম্বর ওয়ার্ডে দোকান বসানোকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষ বাধে। সেটিকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। থামাতে গিয়ে জখম হন একাধিক পুলিশ আধিকারিক ও কর্মী। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয় র্যাফ। সংঘর্ষে ক্ষতিগ্রস্ত হয় বেশি কিছু পরিবার। দোকান ভাঙচুর হয়।
আরও খবর: রাজ্য পুলিশে ফের রদবদল, বারাকপুরের পর মহেশতলা ও মালদহতেও

তৃণমূল সূত্রে খবর, এর ঘটনার পরেই স্থানীয় সাংসদ অভিষেক (Abhishek Banerjee) তৃণমূলের নেতাদের নির্দেশ দেন, সংঘর্ষে ক্ষতিগ্রস্ত দোকান ও বাড়ির মালিককে সব ধরনের সাহায্য প্রদান করতে হবে। সাংসদের নির্দেশে স্থানীয় দলীয় কর্মীরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে রয়েছেন। প্রয়োজনীয় সকল সহায়তা ও সহযোগিতাও দিচ্ছেন।

–

–

–

–

–

–

–

–