নীরবতাই যেন সম্মতির লক্ষ্ণণ। তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের (Abhishek Banerjee) তোলা পাঁচ প্রশ্ন নিয়ে বিজেপি ও কেন্দ্রের সরকারের নীরবতা যেন তাদের ভুল স্বীকার করে নেওয়ারই সমার্থক হয়ে দাঁড়িয়েছে। তা সত্ত্বেও দেশের সাধারণ নাগরিকদের স্বার্থে, তাঁদের সামনে পহেলগাম হামলার (Pahalgam attack) বাস্তব ছবি তুলে ধরার দাবি থেকে সরে আসছে না বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস।

পহেলগাম-কাণ্ডের পর সংসদে যখন সর্বদলীয় বৈঠক হয়েছিল তখন কিরেণ রিজিজু (Kiren Rijiju) স্বীকার করেছিলেন এটা ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের ভুল ছিল। কিন্তু তা সত্ত্বেও দেখা গেল ইন্টেলিজেন্স ব্যুরোর মুখ্য আধিকারিকের মেয়াদ আরও এক বছরের জন্য বৃদ্ধি করা হল! এখন প্রশ্ন উঠছে এই ব্যর্থতার দায় কার। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাঁচ প্রশ্নবাণ এই মুহূর্তে যথেষ্ট যুক্তিযুক্ত।

সেই সমস্ত প্রশ্নের একটারও উত্তর দিতে পারেনি কেন্দ্র। পহেলগামের সীমান্ত অতিক্রম করে যে ৪/৫ জন ভারতে চলে এসেছিল তারা জীবিত না মৃত সেই তথ্য এখনও কেন্দ্র দিতে পারছে না। পহেলগাম কাণ্ড (Pahalgam attack) নিয়ে বিশেষ অধিবেশন না ডেকে বাদলকালীন অধিবেশনের (monsoon session) জন্যই অপেক্ষা করেছে কেন্দ্র। কিন্তু কেন্দ্রের এত ভয় কীসের? কাকে আড়াল করছে তারা?

–

–

–

–

–

–

–

–
–
–
–