Tuesday, November 4, 2025

ভোটের আগে মুর্শিদাবাদে বাড়তি সুরক্ষা, সুতিতে স্থানান্তরিত রাজ্য সশস্ত্র পুলিশের ৮ নং ব্যাটেলিয়ন

Date:

Share post:

ভোটের মুখে মুর্শিদাবাদের নিরাপত্তা জোরদারে বড় পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। রাজ্য সশস্ত্র পুলিশের ৮ নম্বর ব্যাটেলিয়নকে বারাকপুর থেকে পুরোপুরি সরিয়ে নিয়ে যাওয়া হল মুর্শিদাবাদের সুতিতে। সোমবার রাজ্য পুলিশের ডিরেক্টরেট থেকে বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।

ওয়াকফ সংশোধনী আইন ঘিরে গত কয়েক মাসে মুর্শিদাবাদের একাধিক এলাকায় অশান্তির ঘটনা ঘটেছে। তার প্রেক্ষিতে, বিশেষ করে ভোটের আগে যে কোনও সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি রুখতে আগেভাগেই বাড়তি সতর্কতা নিচ্ছে প্রশাসন। সেই কৌশলের অঙ্গ হিসেবেই এই ব্যাটেলিয়ন স্থানান্তরের সিদ্ধান্ত বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।

সূত্রের খবর, আপাতত জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত আহিরণ মডেল স্কুলে ব্যাটেলিয়নের অস্থায়ী বেস তৈরি হয়েছে। সেখানেই নিয়ে যাওয়া হয়েছে বাহিনীর গাড়ি, অস্ত্র ও অন্যান্য লজিস্টিক সরঞ্জাম। তবে আধিকারিক ও তাঁদের পরিবার এখনই বারাকপুর ছাড়ছেন না। পর্যাপ্ত আবাসন এবং অন্যান্য পরিকাঠামোর ব্যবস্থা না হওয়া পর্যন্ত তাঁরা বারাকপুরেই থাকবেন বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, এতদিন ৮ নম্বর ব্যাটেলিয়নের সদর দফতর ছিল উত্তর ২৪ পরগনার বারাকপুরে। ব্যাটেলিয়নের স্থানান্তরের ফলে ওই জায়গা আপাতত খালি হয়ে গিয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নতুন করে ৮ নম্বর ব্যাটেলিয়নের জন্য কমান্ডান্ট নিয়োগ না হওয়া পর্যন্ত দায়িত্ব সামলাবেন ৯ নম্বর ব্যাটেলিয়নের কমান্ডান্ট।

প্রশাসনিক সূত্রের দাবি, শুধু নিরাপত্তাই নয়, গোটা এলাকার উপর নজরদারি বাড়াতেও এই কৌশল কাজে লাগবে। স্থানীয় স্তরে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অনেকেই। তবে এর পিছনে নির্বাচনী প্রস্তুতির কৌশলগত দিকটিই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা।

আরও পড়ুন – বিধানসভায় এসি বিভ্রাটে হাঁসফাঁস পরিস্থিতি! দরজা খুলে চলল অধিবেশন

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

SIR-র প্রতিবাদে আজ কলকাতার রাজপথে তৃণমূলের ঐতিহাসিক মিছিল, নেতৃত্বে মমতা-অভিষেক

মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া শুরু হচ্ছে একইদিনে এসআইআরের প্রতিবাদে পথে নামছে রাজ্যের...

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...