Wednesday, December 31, 2025

পশ্চিম এশিয়ায় মার্কিন যুদ্ধবিমান, শহর ছাড়ছেন হাজার হাজার তেহরানবাসী

Date:

Share post:

মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের হুমকি যে পশ্চিম এশিয়ায় যুদ্ধের শুরু করে দেবে তা স্পষ্ট করে দিয়েছিল ইরান। তারই প্রমাণ দিতে বুধবার সকাল থেকে তেল আভিভ (Tel Aviv) লক্ষ্য করে হাইপারসোনিক মিসাইল (hypersonic missile) ছোড়া শুরু করল খামেইনির দেশ। তবে যুদ্ধের প্রস্তুতি যে আমেরিকার নেওয়াই রয়েছে তা স্পষ্ট হয় পশ্চিম এশিয়ায় মার্কিন যুদ্ধবিমান (US aircraft) ও সেনাবাহিনীর একাংশ সরিয়ে আনার মধ্যে দিয়েই। অন্যদিকে ট্রাম্পের হুমকির পরেই ইরানের রাজধানী তেহরান (Tehran) ছাড়া শুরু করলেন হাজার হাজার ইরানিয়ান।

জি-সেভেন বৈঠক দ্রুত শেষ করে আগেই দেশে ফিরে এসেছিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এরপরই তিনি দেড় ঘণ্টা ফোনে কথা বলেন ইজরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে। এরপরই ‘নিঃশর্ত আত্মসমর্পণ’-এর (Unconditional surrender) বার্তা সোশ্যাল মিডিয়ায় দেন ট্রাম্প। সেই সঙ্গেই দাবি করেন, ইরানের গোটা আকাশ আমেরিকার দখলে। সেই সঙ্গে যুদ্ধের পরিস্থিতিতে আমেরিকা যে ইরানের সাধারণ নাগরিকদের হত্যা চায় না, তাও স্পষ্ট করে দেন ট্রাম্প। কার্যত ট্রাম্পের এই বার্তাকেই হুঁশিয়ারি হিসাবে গ্রহণ করে তেহরানবাসী।

মঙ্গলবার থেকেই তেহরান ছাড়া শুরু করেছিলেন বিদেশীরা। ভারতীয় থেকে চিনের নাগরিকদেরও সরিয়ে আনার কাজ শুরু হয়েছিল। তবে বুধবার তেহরান ছাড়তে দেখা গেল ইরানিয়ানদের। অন্তত ৫০ শতাংশ বাসিন্দা শহর ছেড়েছেন বলে দাবি সূত্রের। সেই সঙ্গে খাবারের দোকান ও পেট্রোল পাম্পে লম্বা লাইন দেখা যায়, ভবিষ্যতের রসদ সংগ্রহ করার জন্য।

মঙ্গলবারই মার্কিন বায়ুসেনার (US aircraft) নিমিৎজ যুদ্ধবিমান পশ্চিম এশিয়ায় পাঠানো শুরু করে আমেরিকা। পাশাপাশি অন্যান্য যুদ্ধবিমানও রওনা দেয় ইরানের (Iran) উদ্দেশ্যে। জেরুজালেমের মার্কিন দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়। সেই সঙ্গে বুধবার সকাল থেকে তেহরান লক্ষ্য করে ইজরায়েলের হামলাও জারি রয়েছে।

পাল্টা তেল আভিভ লক্ষ্য করে হাইপার সোনিক মিসাইল ছোড়া শুরু করে ইরান। কার্যত যেন ট্রাম্পের বার্তারই অপেক্ষা করছিলেন খামেনেই। ইরানের তরফ থেকে দাবি করা হয় ফতেহ-১ (Fatah-1) মিসাইল বিপর্যস্ত করেছে তেল আভিভকে (Tel Aviv)। এক নয়, অন্তত ১১টি হাইপার সোনিক মিসাইলে কেঁপে ওঠে তেল আভিভ।

spot_img

Related articles

অঙ্কিতা ভান্ডারি হত্যা মামলায় নতুন বিতর্ক, ‘ভিভিআইপি’ প্রসঙ্গে উত্তাল উত্তরাখণ্ড রাজনীতি

উত্তরাখণ্ডের অঙ্কিতা ভান্ডারি হত্যা মামলা ফের নতুন করে বিতর্কের কেন্দ্রে। ২০২২ সালে ঋষিকেশের কাছে একটি খাল থেকে উদ্ধার...

বড়জোড়ার সভা থেকে বাঁকুড়ার শিল্প-সংস্কৃতি-ঐতিহ্যকে বিনম্র শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

বাঁকুড়া জেলার পুণ্যভূমিতে সাহিত্য, শিল্প-সংস্কৃতি ও ঐতিহ্যের গভীর ছাপের কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার...

দীপ্তির বিশ্বকাপ, বছর শেষে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ হরমনপ্রীতদের

জয় দিয়েই বছরটা শেষ করলে ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Women Team )। মঙ্গলবার টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে...

এসআইআর শুনানি ইস্যুতে কমিশনের দ্বারস্থ তৃণমূল! অসুস্থ ভোটারদের বাড়িতে শুনানির দাবি

এসআইআর শুনানি সংক্রান্ত একাধিক দাবিতে সোমবারই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে দরবার করেছিল তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। সেই...