Tuesday, November 4, 2025

এবার থেকে ১২ নয়, লোকাল ট্রেনে ১৬-২০ বগি! চাপের মুখে ঘোষণা রেলমন্ত্রীর

Date:

Share post:

গত সপ্তাহেই মুম্বইয়ে (Mumbai) ভিড়ে ঠাসা লোকাল ট্রেনের পাদানি থেকে পড়ে মৃত্যু হয়েছে চারজন যাত্রীর। তারপর থেকেই দেশ জুড়ে রেলের যাত্রী সুরক্ষা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছে। তারপরেই কার্যত চাপে পড়েই লোকাল ট্রেনের বগি বাড়ানোর কথা ঘোষণা করেছেন রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)। গত বছরই ট্রেনের কামরা ৯ বগি থেকে বাড়িয়ে ১২ বগি করা হয়েছিল। এবার ১২ বগি থেকে বাড়িয়ে ১৬ বা ২০ বগি করার কথা ঘোষণা করেছেন রেলমন্ত্রী।

দীর্ঘদিন ধরেই মুম্বইয়ের (Mumbai) রেল পরিষেবা প্রশ্নের মুখে। প্রায়শই, ভিড়ে ঠাসাঠাসি করে ট্রেন থেকে ঝুলে ঝুলে যাত্রীদের যাতায়াত করতে হয়। এর ফলে মুম্বইতে (Mumbai) ক্রমাগত চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। গত বছর ট্রেন থেকে পড়ে গিয়ে ও লাইন পার হতে গিয়ে মৃত্যুর সংখ্যা ছিল থানেতে ১৫,১৬৮ জন, ডোম্বিভলিতে ৫,৪৩৯ জন ও কল্যাণে ১,০৪,১১৬ জন। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত, মৃত্যুর সংখ্যা থানেতে ৪,৪১৪ জন, ডোম্বিভলিতে ১,৪০৭ জন ও কল্যাণে ২,৪২৮ জন। পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক করার জন্য রেলের এই পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল।

আরও পড়ুনপাকিস্তানে ফের সক্রিয় বালোচ জঙ্গিরা! IED বিস্ফোরণে উড়ল রেললাইন

মুম্বই, কলকাতা, দিল্লি সহ দেশ জুড়ে ১২ বগির লোকাল ট্রেন চালানো হবে সেই পরিকল্পনা ২০২২ সাল থেকে করে এসেছে ব্যর্থ রেলমন্ত্রক। তবে কবে থেকে গোটা দেশে সেই পদক্ষেপ নেওয়া হবে, তা-ই এখনও নিশ্চিত করতে পারেননি অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)। এবার নতুন সিদ্ধান্ত। এই নতুন বগির নিয়ম কবে থেকে লাগু হবে তাও নির্দিষ্ট করে কিছু জানাননি রেলমন্ত্রী।

তবে বিশেষজ্ঞদের মতে এই ১৬-২০ বগির লোকাল ট্রেন চালানোও কার্যত অসম্ভব। কারণ ট্রেনের বগির সংখ্যা শুধু বাড়ালেই চলবে না। সেই সঙ্গে প্ল্যাটফর্মও বড় করতে হবে। বাংলা তথা দেশের অন্যান্য স্টেশনে অত বড় ট্রেন দাঁড় করানোর মতো সামগ্রিক পরিকাঠামো নেই। ফলে রেলমন্ত্রীর এই প্রতিশ্রুতি কার্যত ফাঁকা আওয়াজ।

spot_img

Related articles

ভারতে প্রতি সপ্তাহে ওষুধের ওভারডোজে ১২ জনের মৃত্যু! চাঞ্চল্য NCRB-র রিপোর্টে

ওষুধের (Drug) ওভারডোজ। এর জেরে প্রতি সপ্তাহে ভারতে মৃত্যু হচ্ছে ১২ জনের। চিকিৎসকের (Doctor) পরামর্শ ছাড়া ওষুধ সেবন...

SIR ষড়যন্ত্রের প্রতিবাদে মহামিছিলে মমতা-অভিষেক, জনজোয়ার মহানগরীর রাজপথে

বাংলার ভোটাধিকার রক্ষার্থে ও SIR-এর ষড়যন্ত্রের প্রতিবাদে তৃণমূলের মহামিছিল। মঙ্গলবার, দুপুর সোয়া দুটো নাগাদ রেড রোডে আম্বেদকরের মূর্তিতে...

ফের ডবল ইঞ্জিনের রাজ্যে রেললাইনে বাংলার পরিযায়ী শ্রমিকের ক্ষতবিক্ষত দেহ!

ফের বিজেপি শাসিত মহারষ্ট্রে বাঙালি পরিযায়ী শ্রমিকের (Migrant Labour) মৃত্যু। মুম্বইয়ে রেল লাইনের ধার থেকে উদ্ধার দেহ। মৃতের...

ফের SIR আতঙ্কে বাংলায় আত্মহত্যার অভিযোগ! উলুবেড়িয়ায় মৃত্যু ৩০বছরের যুবকের

SIR, আর তার পথ ধরে NRC- কেন্দ্রের এই নীতির আতঙ্কে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে বাংলায়। এবার...