Thursday, December 25, 2025

সাহায্য পাচ্ছেন না বুমরাহ, চিন্তিত শাস্ত্রী

Date:

Share post:

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় ব্যাটাররা দুরন্ত পারফরম্যান্স দেখালেও, বোলিংয়ে কিন্তু এখনও পর্যন্ত সেই ছাপ দেখা যায়নি। জসপ্রীত বুমরাহকে(Jasprit Bumrah) ছাড়া কোনও ভারতীয় পেসারই সেভাবে নিজেদের মেলে ধরতে পারেননি দ্বিতীয় দিন। আর এই জায়গাটা নিয়েই এবার প্রশ্ন তুলছে সকলে। বিশেষ প্রাক্তন ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী(Ravi Shastri)। তাঁর সাফ কথা জসপ্রীত বুমরাহ(Jasprit Bumrah) নাকি সঠিক সাহায্যটাই মাঠে পাচ্ছেন না।

দ্বিতীয় দিনের একেবারে শেষের দিকে জসপ্রীত বুমরাহকেও হতাশ হতে দেখা গিয়েছিল। গৌতম গম্ভীরের সঙ্গে তাঁকে বেশ গভীর আলোচনা করতেও দেখা গিয়েছিল। তিনি যে যথাযথ সাপোর্টটা অন্যান্য বোলারদের থেকে পাচ্ছেন না তা কার্যত দ্বিতীয় দিন থেকেই স্পষ্ট। আর বুমরাহও যে সেই কারনটাই গম্ভীরকে হতাশ হয়ে বোঝাচ্ছিলেন এমনটাই অনুমান করছেন সকলে।

সেই পরিস্থিতিতেই এবার মুখ খুললেন আরেক প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। তাঁর মতে জসপ্রীত বুমরার ওয়ার্কলোড নিয়ে কথা হলেও, সেটা সঠিকভাবে এই মুহূর্তে বুমরার পক্ষে করাটাও নাকি বেশ চিন্তার হয়ে যাবে। কারণ তিনি উইকেট নেওয়ার চেষ্টা করে গেলেও বাকিদের থেকে যে সাহায্য পাওয়াটা প্রয়োজন সেটা নাকি পাচ্ছেন না।

একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে রবি শাস্ত্রী জানিয়েছেন, “এই সিরিজ এগনোর সঙ্গে সঙ্গে জসপ্রীত বুমরার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়েই আমি সবচেয়ে বেশি চিন্তিত হয়ে পড়ছি। কারণ এখন পর্যন্ত জসপ্রীত বুমরাই এমন একজন যাঁকে দেখে মনে হচ্ছে প্রতি বলেই উইকেট আসতে পারে। আমি আশা করছি অন্যদের তরফ থেকেও এবার সাহায্যের হাতটা বাড়িয়ে দেওয়া হবে”।

দ্বিতীয় দিন ইংল্যান্ডের তিনটি উইকেট তুলতে পেরেছে ভারতীয় দল। আর সেই তিন উইকেটই তুলে নিয়েছেন জসপ্রীত বুমরাহ। প্রসিধ কৃষ্ণা থেকে সিরাজ, শার্দূল ঠাকুররা সকলেই ব্যর্থ হয়েছেন। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

spot_img

Related articles

নতুন তিন বিমান সংস্থা: ইন্ডিগোর একচেটিয়া দখল ভাঙছে দেশের আকাশে 

দেশের আকাশপথে একচেটিয়া দখল ভাঙতে যাচ্ছে। ইন্ডিগোর বিমান বাতিল ও যাত্রী অসুবিধার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার নতুন তিনটি সংস্থাকে...

ক্রিসমাস ইভে পর্তুগিজ চার্চে সকলের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা মুখ্যমন্ত্রীর

ধর্ম যার যার, উৎসব সবার- এই মতাদর্শে বিশ্বাসী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যতটা শ্রদ্ধা ও গুরুত্বের...

শালবনিতে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, হুগলিতে ওয়্যারহাউস! সিদ্ধান্ত মন্ত্রিসভার 

কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি শিল্প পরিকাঠামো বৃদ্ধি করতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকে দুইটি গুরুত্বপূর্ণ প্রকল্পে...

ডিরেক্টরেট স্তরের কর্মীদের জন্য কমন ক্যাডার গঠন, সিদ্ধান্ত মন্ত্রিসভায়

রাজ্য সরকার এবার সচিবালয়ের কর্মীদের মতোই ডিরেক্টরেট স্তরের কর্মীদের জন্য কমন ক্যাডার গঠনের সিদ্ধান্ত নিয়েছে। নবান্ন সূত্রে জানা...