দ্রুত দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা হবে: কালীগঞ্জে বোমার আঘাতে ছাত্রী-মৃত্যুতে বার্তা মুখ্যমন্ত্রীর, তৎপর প্রশাসন

Date:

Share post:

কালীগঞ্জ উপনির্বাচনের (Kaliganj Assembly by-election) গণনা সম্পূর্ণ শেষ হওয়ার আগেই এলাকায় শোকের ছায়া। বোমার আঘাতে এক বালিকার মৃত্যুর অভিযোগ। পরিবারের অভিযোগ, বিজয় মিছিল থেকে ছোড়া বোমার আঘাতেই ওই বালিকার মৃত্যু হয়েছে। ঘটনার পরেই নিজের এক্স হ্যান্ডেলে (X Handle) পোস্ট করে শোকপ্রকাশ করেন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। পুলিশের পক্ষে থেকেও দ্রুত পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়েছে। ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের (Police) তরফ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনাবশত বোমার স্প্লিন্টার ছিটকে এসে লাগতে পারে। ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে।

সোমবার, কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে (Kaliganj Assembly by-election) সকাল থেকেই এগিয়ে ছিল তৃণমূল (TMC)। দলীয় প্রার্থী আলিফা আহমেদের জয়ের ব্যবধান ৪৯ হাজার ছাড়াতেই এলাকায় বিজয়োৎসব শুরু করে তৃণমূল। ওড়ে সবুজ আবীর। অভিযোগ, সেই মিছিলে সকেট বোমা ফাটানো হয়। আর তার আঘাতেই মৃত্যু হয় ১৩ বছর বয়সী এক ছাত্রীর। ঘটনায় মুহূর্তে এলাকা শোকস্তব্ধ হয়ে পড়ে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা কর। ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্য পুলিশের তরফে জানানো হয়েছে, এই ঘটনার নেপথ্যে থাকা অপরাধীদের গ্রেফতারে কোনও রকম খামতি রাখা হবে না।

এদিন মুখ্যমন্ত্রী নিজের এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করে লেখেন, ”কৃষ্ণনগর পুলিশ জেলার বারোচাঁদগরে বিস্ফোরণে এক চতুর্থ শ্রেণীর বালিকার মৃত্যুর ঘটনায় আমি মর্মাহত এবং গভীরভাবে শোকাহত। এই শোকের মুহূর্তে আমার প্রার্থনা ওই পরিবারের সাথে রয়েছে। পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেবে।”

রাজ্য পুলিশের তরফ থেকে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, ”আজ, কৃষ্ণনগর পুলিশ জেলার কালীগঞ্জ থানা এলাকায় বিস্ফোরণে আহত ১৩ বছর বয়সী এক কিশোরী মারা গিয়েছে। এই ঘটনার পিছনে থাকা অপরাধীদের গ্রেফতারে আমরা কোনও কসুর করব না। এই অত্যন্ত দুর্ভাগ্যজনক মৃত্যুর জন্য দায়ীদের গ্রেফতারের জন্য অভিযান জোরদার করা হচ্ছে।
নিহতের পরিবারের সদস্যদের প্রতি আমাদের প্রার্থনা এবং সমবেদনা।”

পরে, পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, হয়ত দুর্ঘটনাবশত বোমার স্প্লিন্টার ছিটকে এসে লাগতে পারে। ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে। তৃণমূলের বিপুল জয়কে কালিমা লিপ্ত করতেই এই ঘটনা হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
আরও খবরনজর ঘোরাতে বিধানসভায় বাঁদরামি বিজেপির! ধুয়ে দিলেন দেবাংশু, পরিসংখ্যান দিয়ে বিরোধীদের দাবি নস্যাৎ

spot_img

Related articles

রেকর্ড তৃণমূলের! একদিনে ১০০ বিজয়া সমিলনী!

একদিকে উত্তরের বন্যা ও দুর্যোগবিধ্বস্ত এলাকায় ত্রাণ বিলি। অন্যদিকে, রাজ্যজুড়ে ব্লকে-ব্লকে বিজয়া সম্মিলনী কর্মসূচি পালন। ৫ অক্টোবর থেকে...

রবিবার সন্ধ্যায় ফের মেট্রো বিভ্রাট, চূড়ান্ত ভোগান্তিতে যাত্রীরা

রবিবার ছুটির সন্ধ্যায় ফের বিভ্রাট কলকাতা মেট্রোয়। মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) স্টেশনের কাছে একটি রেকে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।...

উত্তরে দুর্যোগ, প্রশাসনের কাজের প্রশংসায় মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গের বিপর্যয়ে সুপারহিরোর ভূমিকা নিয়েছে প্রশাসন। পুলিশ থেকে শুরু করে প্রশাসনের কর্তাব্যক্তিরা ঝাঁপিয়ে পড়েছেন উদ্ধারকার্যে। মুখ্যমন্ত্রীর পরদিনই ছুটে...

বর্ধমান স্টেশনে ফের পদপিষ্টের ঘটনা, আহত ৭ 

বর্ধমান স্টেশন ফের সাক্ষী রইল পদপিষ্টের মর্মান্তিক ঘটনার। রবিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ স্টেশনের ৪ ও ৫ নম্বর...