Monday, August 25, 2025

শান্তির বার্তা নিয়ে সুখোই-৩০-এর চাকা ঘিরে জগন্নাথের রথ, কলকাতায় বিশ্বঐক্যের আবাহন

Date:

Share post:

বিশ্বজুড়ে যুদ্ধের আশঙ্কা যখন ঘনীভূত, তখন কলকাতা তুলে ধরল এক অনন্য বার্তা — ‘শান্তি প্রতিষ্ঠিত হোক’। ইসকন কলকাতার উদ্যোগে আগামী ২৭ জুন শুরু হতে চলেছে ৫৪তম রথযাত্রা, যেখানে ধর্মীয় অনুভূতির সঙ্গে মিশেছে আধুনিক প্রযুক্তি, ঐতিহ্যের সঙ্গে সংহতি।

এ বছরের রথে প্রথমবার ব্যবহার করা হচ্ছে ভারতীয় বায়ুসেনার সুখোই-৩০ যুদ্ধবিমানের চাকা। গত ৪৮ বছর ধরে ব্যবহৃত হয়ে আসা বোয়িং ৭৪৭ বিমানের চাকার পরিবর্তে এবার সেই শক্তিশালী সামরিক চাকা দিয়ে চলবে ভগবান জগন্নাথের রথ — যেন যুদ্ধবিমানের শক্তিরও মূলে শান্তির ডাক।

প্রসঙ্গত, বিশ্বজুড়ে ১৫০টিরও বেশি দেশে, ৪,০০০-এর বেশি স্থানে রথযাত্রা পালিত হচ্ছে, যা সম্ভব হয়েছে ইসকন-এর প্রতিষ্ঠাতা-আচার্য, কৃষ্ণকৃপাশ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের অক্লান্ত প্রচেষ্টায়। তাঁর শৈশবে কলকাতার বড়বাজারে রথযাত্রা দেখেই জন্ম নিয়েছিল এই বিশ্বভ্রমণের স্বপ্ন। ১৯৬৭ সালের ৯ই জুলাই আমেরিকার সানফ্রান্সিসকোতে প্রথম আন্তর্জাতিক রথযাত্রা অনুষ্ঠিত হয়। তাঁর ইচ্ছা ছিল, বিশ্বের প্রতিটি শহরে জগন্নাথের রথ পরিভ্রমণ করুক, আর মানুষ একত্রিত হোক ভক্তি ও শান্তির বন্ধনে। কলকাতার রথযাত্রা, যা পুরীর পরেই সবচেয়ে বড়, প্রতি বছর প্রায় ২০ লক্ষ মানুষের সমাগম হয় এবং গোটা শহর রঙ্গীন হয়ে ওঠে ভক্তি, আনন্দ আর উৎসবের রঙে।

গত বছর রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিধ্বস্ত দেশ থেকেও রথে অংশ নিতে দেখা গিয়েছিল বহু ভক্তকে। আর এবার কলকাতার রাস্তায় বিশ্বশান্তির বার্তায় শামিল হবেন লক্ষাধিক মানুষ।

এবারের রথের বিশেষত্ব হিসেবে থাকছে —

🔹 ৩৮ ফুট উচ্চতা বিশিষ্ট জগন্নাথের রথ, ভাঁজ করা যায় এমন ছাউনি।
🔹 সুভদ্রার ছোট অথচ মজবুত রথ।
🔹 বলরামের ৩৬ ফুট উচ্চ রথ, সাড়ে ছয় ফুট লোহার চাকা।

রথযাত্রা শুরু হবে ২৭ জুন, দুপুর ১টায় ইসকন মন্দির থেকে, গন্তব্য ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। উল্টোরথ ফিরবে ৫ জুলাই। ২৮ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে চলবে এক আধ্যাত্মিক মহামেলা। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন পদ্মশ্রী প্রাপ্ত শিল্পীরা, থাকছে ডোনা গাঙ্গুলীর নৃত্যদল, নাটক ও কীর্তন। প্রতিদিন প্রসাদ বিতরণ করা হবে লক্ষাধিক ভক্তের মধ্যে।উৎসবে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি ৩ জুলাই আরতি করবেন জগন্নাথদেবের। তাঁর সঙ্গে লক্ষ লক্ষ মানুষ প্রার্থনা করবেন বাংলার, ভারতের ও সমগ্র বিশ্বের শান্তি ও কল্যাণের জন্য।

ইসকনের বার্তা: “রথের চাকা চলুক, মানুষের হৃদয় ছুঁয়ে যাক শান্তির আহ্বানে। ধর্ম নয় বিভেদ, ঈশ্বরের রথ টানা হোক বিশ্বঐক্যের প্রতীক।”

আরও পড়ুন – মূল্যবৃদ্ধির বাজারে বাড়ছে রেলের ভাড়া, উন্নত পরিষেবার প্রতিশ্রুতি!

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...