Monday, November 17, 2025

ভরসা দিচ্ছে কাঁধের তেরঙ্গা, মহাকাশ থেকে বার্তা শুভাংশুর! শুভেচ্ছা রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর 

Date:

Share post:

চার দশকের ব্যবধান কাটিয়ে ফের মহাকাশে ভারতীয়। বহু প্রতীক্ষার অবসানে বুধবার দুপুর বারোটায় বেজে এক মিনিটে কেনেডি স্পেস সেন্টার থেকে ড্রাগন ক্যাপসুলে চড়ে আইএসএসের (ISS) দিকে পাড়ি দিলেন ভারতীয় বায়ুসেনার ক্যাপ্টেন শুভাংশু শুক্লা (Subhangshu Shukla)। ঐতিহাসিক মুহূর্তকে চাক্ষুষ করতে মোবাইল, টেলিভিশন স্ক্রিন, ল্যাপটপে চোখ রেখেছিল ১৪০ কোটি ভারতবাসী। মহাকাশে পৌঁছেই নিজের দেশের মানুষের উদ্দেশ্যে বার্তা দিলেন লখনৌয়ের ছেলে। জানালেন, পৃথিবীর বাইরে পৌঁছলেও কাঁধের তেরঙ্গা তাঁকে ভরসা দিচ্ছে। তিনি অনুভব করছেন দেশবাসীর সঙ্গেই আছেন।

সাতবার পিছিয়ে যাওয়ার পর অবশেষে অষ্টমবার সফল হল উৎক্ষেপণ।’ক্রিউ ড্রাগন’ (Crew Dragon) ক্যাপসুলে চড়ে মহাকাশের পাড়ি দিলেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা (Subhangshu Shukla)। এই মিশনের নেতৃত্বে রয়েছেন নাসার অভিজ্ঞ মহাকাশচারী পেগি হুইটসন। শুভাংশু (Subhangshu Shukla) ছাড়াও এই অভিযানে রয়েছেন পোল্যান্ডের স্লাভোস উজনানস্কি-ভিসনিয়েভস্কি এবং হাঙ্গেরির তিবোর কাপু (দু’জনেই মিশন স্পেশালিস্ট হিসেবে অংশ নিচ্ছেন)। সব ঠিক থাকলে বৃহস্পতিবার বিকেলের দিকে ISS পৌঁছে যাবে ড্রাগন ক্যাপসুল। ১৯৮৪ সালে রাকেশ শর্মার পর দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশে পাড়ি দিয়ে ইতিহাস গড়লেন শুভাংশু। এদিন ফ্যালকন ৯ রকেটের স্টেজ টু ক্লিয়ারেন্স হওয়ার পর মহাকাশ থেকেই ভারতবাসীর জন্য বার্তা দেন শুক্লা।তিনি বলেন, “আমার প্রিয় ভারতবাসী, কী অসাধারণ যাত্রা! ৪০ বছর পর ফের মহাকাশে আমরা। এই মুহূর্তে প্রতি সেকেন্ডে ৭.৫ কিলোমিটার গতিতে পৃথিবীর চারিদিকে ঘুরছি আমরা। আমার কাঁধের তেরঙ্গা জানান দিচ্ছে, আমি পৃথিবীর বাইরে হলেও, আপনাদের মধ্যেই আছি। এটা স্পেস স্টেশনে ভারতের প্রবেশের সূচনা নয়, মহাকাশে ভারতের মানুষ পাঠানোর সূচনা। আপনারা সকলে এই যাত্রায় শামিল হোন। গর্ব বোধ করুন, উৎসাহিত বোধ করুন। মহাকাশে ভারতের মানব অভিযানের নতুন সূচনা হল। জয় হিন্দ, জয় ভারত।”

শুভাংশুর মহাকাশযাত্রার শুভেচ্ছা জানিয়ে অভিযানের সাফল্য কামনা করেছেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা যখন ভারতের জন্য মহাকাশে এক নতুন মাইলফলক তৈরি করছেন, তখন একজন ভারতীয়ের নক্ষত্রে যাত্রায় সমগ্র জাতি উচ্ছ্বসিত এবং গর্বিত। তিনি এবং মার্কিন যুক্তরাষ্ট্র, পোল্যান্ড এবং হাঙ্গেরির অ্যাক্সিওম মিশন ৪-এর তার সহকর্মী মহাকাশচারীরা প্রমাণ করেছেন যে বিশ্ব আসলেই একটি পরিবার – ‘বসুধৈব কুটুম্বকম’। এই মিশনের সাফল্যের জন্য আমার শুভেচ্ছা, যা নাসা এবং ইসরোর মধ্যে স্থায়ী অংশীদারিত্বের প্রতিফলন ঘটায়। ক্রু-দের পরীক্ষা-নিরীক্ষা বৈজ্ঞানিক গবেষণা এবং মহাকাশ অনুসন্ধানের নতুন সীমানা তৈরি করবে।’ ভারতীয় মহাকাশচারীকে শুভকামনা জানিয়ে মিশনের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এক হ্যান্ডেলে তাঁর বার্তা, মোদী লেখেন, ‘ভারত, হাঙ্গেরি, পোল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নভোচারীদের নিয়ে মহাকাশ মিশনের সফল উৎক্ষেপণকে স্বাগত জানাই আমরা। শুভাংশু শুক্লা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্রথম ভারতীয় নভোচারী হিসেবে পৌঁছে যাবেন। তাঁর সঙ্গে ১.৪ বিলিয়ন ভারতীয়ের ইচ্ছা, আশা এবং আকাঙ্ক্ষা রয়েছে।’ পাশাপাশি মিশনের সব সদস্যদের সাফল্যও কামনা করেছেন মোদি।

spot_img

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...