দুর্নীতি ছুঁল মধ্যপ্রদেশ মুখ্যমন্ত্রীকে! কনভয়ের ১৯ গাড়িতে তেলের বদলে জল

Date:

Share post:

দুর্নীতির পরিমাণ এতটাই যে এবার মুখ্যমন্ত্রীর সহযোগীদের গাড়িতে তেলের বদলে ভার হল জল। মধ্যপ্রদেশের এমন ঘটনায় হতবম্ব খোদ মুখ্যমন্ত্রী মোহন যাদব (Mohan Yadav)। প্রশাসনের দুর্নীতি এতটাই মাথাচাড়া দিয়ে উঠেছে যে পেট্রোল পাম্প থেকে তেল নিতে গিয়ে আশঙ্কায় রতলামের (Ratlam) বাসিন্দারা। যদিও মুখ্যমন্ত্রীর গাড়ি তেলের বদলে জল পায়, তবে সাধারণ মানুষ কী পাবেন, উঠেছে প্রশ্ন। সেই সঙ্গে বিজেপি শাসিত মধ্যপ্রদেশে তেলে (diesel) জল মিশিয়ে কীভাবে সাধারণ মানুষের সঙ্গে দুর্নীতি চলছে তাও স্পষ্ট এই ঘটনায়।

শুক্রবার মধ্যপ্রদেশে রতলামে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী মোহন যাদবের। মুখ্যমন্ত্রী মোহন যাদব বিমানে সেখানে পৌঁছান। তার আগে তাঁর কনভয়ের (convoy) গাড়িগুলি পৌঁছে যায় রতলামে (Ratlam)। সেখানে একসঙ্গে ১৯ টি গাড়িতে ডিজেল (diesel) ভরা হয়। তেল ভরে পেট্রোল পাম্প থেকে গাড়ি গুলি এগোনোর এক মিটারের মধ্যে দাঁড়িয়ে পড়ে। পরিস্থিতি বিপজ্জনক হওয়ায় দ্রুত গাড়ি পরীক্ষা করে দেখা যায় গাড়িতে যে ডিজেল ভরা হয়েছিল তাতে জল মেশানো।

কেন্দ্রের সরকার জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণে কোনও পদক্ষেপ নেয় না। ফলে দেশের বিভিন্ন এলাকায় পেট্রোল বা ডিজেলে মিশছে অশুদ্ধি। তবে বিজেপি শাসিত রাজ্যগুলিতে যে সেই দুর্নীতি সবথেকে বেশি এবার তা টের পেলেন বিজেপির মুখ্যমন্ত্রী মোহন যাদব (Mohan Yadav)। ঘটনায় তদন্তে নেমেছে মধ্যপ্রদেশ (Madhyapradesh) পুলিশ। সিল করা হয় ওই পেট্রোল পাম্প। শুরু হয় কর্মী ও মালিকদের জিজ্ঞাসাবাদ।

ঘটনার পরে দ্রুত অন্য গাড়ির ব্যবস্থা করে মুখ্যমন্ত্রীকে বিমান থেকে অনুষ্ঠানের জায়গায় নিয়ে যাওয়ার বিকল্প ব্যবস্থা করতে হয়। সেই সঙ্গে ১৯টি গাড়ির তেলের ট্যাঙ্ক বের করে পরিবর্তন করার ব্যবস্থা করতে হয়।

spot_img

Related articles

দুর্গোৎসবের দশমীতে কাঁদল প্রকৃতিও: উত্তরে ধসে বিপর্যয়

ফের অতি গভীর নিম্নচাপ। নবমীতে কিছুটা রেহাই দিলেও দশমী থেকেই উত্তর ও দক্ষিণ – দুই বঙ্গেই বৃহস্পতিবার থেকে...

বাংলায় বড় বিনিয়োগ করতে চলেছে JSW: সুরুচির পুজোয় জানালেন সজ্জন, সঙ্গীতা করতে চান আর্ট স্কুল

বাংলায় বড় বিনিয়োগ করতে চলেছে JSW গ্রুপ। বিজয়া দশমীতে সুরুচি সংঘের পুজোয় এসে এই আশার কথাই শোনালেন সংস্থার...

ইহুদিদের পবিত্র পরবের দিনে হামলা ম্যানচেস্টারে! মৃত ৩

ইহুদি সালপঞ্জী অনুযায়ী ইয়োম কিপ্পুর পরবে পবিত্র ধর্মীয় উপাসনায় জমায়েত হন ইহুদি ধর্মের মানুষ (Jewish community)। সেই রকমই...

ধুলো ঝেড়ে প্রস্তুত কাশ্মীর, শুধু যাদের অপেক্ষা তারাই নেই

শাওনী দত্ত, গুলমার্গঅফ সিজন হোক বা ফুল, সুযোগ পেলেই বাঙালি কাশ্মীর-দর্শনটা সেরে ফেলতে পছন্দ করে। তবে এপ্রিলের পরে...