Saturday, January 10, 2026

গণধর্ষণে বিতর্কিত মন্তব্য: মদন মিত্রকে শোকজ তৃণমূল নেতৃত্বের

Date:

Share post:

যে ঘটনার নিন্দা দলের তরফ থেকে করার পাশাপাশি প্রশাসন কড়া হাতে ঘটনার তদন্ত চালাচ্ছে। সেই পরিস্থিতিতে আইন কলেজের গণধর্ষণ (gang rape) নিয়ে যে মন্তব্য করেছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র (Madan Mitra) তা দলের বিরুদ্ধাচরণ বলে জানানো হয় তৃণমূলের পক্ষ থেকে। এই পরিস্থিতিতে এই ধরনের মন্তব্য পেশের কারণ দর্শানোর চিঠি দেওয়া হয় প্রাক্তন মন্ত্রীকে। আগামী তিনদিনের মধ্যে সেই শোকজের (show cause) জবাব তলব করা হয়েছে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির পক্ষ থেকে।

সাউথ ক্যালকাটা ল কলেজে (South Calcutta Law College) ছাত্রীর সঙ্গে যে ঘটনা ঘটেছে তাকে অত্যন্ত ঘৃণ্য ও নিদারুণ দুঃখজনক বলে দাবি করা হয়েছে তৃণমূলের (TMC) শৃঙ্খলা রক্ষা কমিটির তরফ থেকে। অত্যন্ত সংবেদনশীল এই দুঃখজনক পাশবিক অত্যাচারের ঘটনায় পার্টির সর্বোচ্চ নেতৃত্ব গভীরভাবে দুঃখপ্রকাশ করে। এবং কঠোরভাবে এই ঘটনার নিন্দা করা হয়। সেই সঙ্গে আশ্বস্ত করা হয়, প্রশাসন দ্রুত ব্যবস্থা নিচ্ছে ও দুষ্কৃতকারীদের দ্রুততার সঙ্গে চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে বলে।

তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির শো-কজের চিঠিতে জানানো হয়েছে, এই ব্যাপারে ২৮ জুন ২০২৫ তারিখে মদন মিত্রের (Madan Mitra) অযাচিত, অপ্রয়োজনীয় এবং অসংবেদনশীল মন্তব্য দলের (TMC) ভাবমূর্তি যারপরনাই আঘাত করেছে। একই সঙ্গে মদন মিত্রের মন্তব্য দলের কঠোর অবস্থানের বিরুদ্ধাচারণ করেছে।

দলীয় শৃঙ্খলা ভাঙায় তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত বক্সির (Subrata Bakshi) তরফে রবিবার এই শোকজ চিঠি পাঠানো হয় মদন মিত্রকে। তিনদিনের মধ্যে এর জবাব তলব করা হয়েছে দলের তরফে। এরপরই নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ।

spot_img

Related articles

ক্ষুদিরাম বিতর্ক ভুলে টানটান ট্রেলারে চমকে দিল ‘হোক কলরব’! উন্মাদনা সিনেপ্রেমীদের

একদিকে সরস্বতী পুজো অন্যদিকে নেতাজির জন্মদিন, ২৩ জানুয়ারির মতো গুরুত্বপূর্ণ দিনে বক্স অফিসে  ‘হোক কলরব’ (Hok Kolorob) বার্তা...

বেলুড়মঠে সাড়ম্বরে পালিত স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব, মঙ্গলারতির পরেই শুরু বেদপাঠ 

১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মদিন হলেও পৌষ মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে তার আবির্ভাব উৎসব পালিত হয়।...

হিমাচলে বাস দুর্ঘটনায় মৃত বেড়ে ১৪, রাজস্থানের জয়পুরে অডির ধাক্কায় আহত একাধিক!

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিরমৌর জেলার মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪। শুক্রবার দুপুরে সিমলা থেকে রাজগড় হয়ে...

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...