কার্তিকের অভিযোগকারিনীর উত্তর দিন: ধর্ষণে ‘সরব’ কেন্দ্রীয় মন্ত্রীকে পাল্টা তৃণমূল

Date:

Share post:

হঠাৎই বাংলার ধর্ষণের ঘটনাল বিচলিত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। পাল্টা একের পর এক বিজেপি রাজ্যের ধর্ষণের অভিযোগ প্রকাশ্যে এনে প্রশ্ন বাংলার শাসকদল তৃণমূলের। যে বাংলায় এসে আইন কলেজে গণধর্ষণের ঘটনায় সরব, সেই বাংলাতেই বিজেপির পৃষ্ঠপোষকতা প্রাপ্ত কার্তিক মহারাজের (Kartik Maharaj) বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে নীরব কেন্দ্রের মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan)। কার্তিক মহারাজের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ তোলা মহিলার সামনা সামনি বসার চ্যালেঞ্জ কেন্দ্রের মন্ত্রীকে জানানো হল তৃণমূলের তরফে।

কসবার আইন কলেজের ঘটনায় রাজনীতির নতুন অঙ্ক কষার চেষ্টায় শনিবার পর্যন্ত দেখা গিয়েছে বিজেপির রাজ্য নেতৃত্বকে। রবিবার সেই আন্দোলনে ঘি ঢালতে এসে পৌঁছলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি আচমকাই জানান, কসবার আইন কলেজের ঘটনায় তিনি প্রভাবিত। সেই সঙ্গে প্রশ্ন তোলেন কবে দোষীরা শাস্তি পাবে তা তিনি বুঝতে পারছেন না। যেখানে মূল অভিযুক্তদের পাশাপাশি মোট চারজনকে গ্রেফতারির প্রক্রিয়া সম্পন্ন করেছে কলকাতা পুলিশ, তদন্তে আস্থা প্রকাশ করেছে নির্যাতিতার পরিবার। সেখানে পুলিশের দক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন সেই কেন্দ্রীয় মন্ত্রী, যারা বাংলা থেকে পাঠানো অপরাজিতা বিল আইনে পরিণত হওয়া আটকে রেখেছেন।

তবে কেন্দ্রের মন্ত্রীর অযথা উদ্বেগকে কটাক্ষ করতে ছাড়েনি বাংলার শাসকদল। তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ প্রশ্ন তোলেন, ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan) আগে উত্তর দিন উন্নাও, হাথরস, প্রয়াগরাজ, বিলকিস মনিপুর, দিল্লি, মধ্যপ্রদেশ, ত্রিপুরা এগুলোয় কেন হচ্ছে। বিজেপি শাসিত রাজ্যে কেন নারী নির্যাতন। ওড়িশায় দশদিনে পাঁচটি নারী নির্যাতনের কেস। ডবল ইঞ্জিন সরকারের ভর ধর্মেন্দ্র প্রধান সামলান। বাংলা ভালো আছে। তৃণমূলের সরকার নিজেরাই কড়া নিন্দা করে ও কড়া ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা করে।

আরও পড়ুন: আইন কলেজ গণধর্ষণ: মিলে যাচ্ছে নির্যাতিতার বয়ান, বাড়ল সিটের সদস্য সংখ্যা

সেখানেই কেন্দ্রের মন্ত্রীকে কুণাল মনে করিয়ে দেন সম্প্রতি বিজেপির জমানায় পদ্মশ্রী পাওয়া কার্তিক মহারাজের (Kartik Maharaj) কুকীর্তির কথা। বাংলাতেই যেভাবে নির্যাতিতা আরেক মহিলা, তাঁর হয়ে সওয়াল করে চ্যালেঞ্জ করেন, যদি মাথা ঘামাতে হয়, যে মহিলা কার্তিক মহারাজের বিরুদ্ধে এত অভিযোগ এনেছেন সাহস থাকলে মিডিয়ার সামনে সেই মহিলার সামনে বসুন। তিনি যা যা বলবেন শুনুন।

spot_img

Related articles

ব্যাটারদের উজ্বল পারফরম্যান্সের দিনে হতশ্রী বোলাররা, অজিদের কাছে হার ভারতের

মহিলাদের একদিনের বিশ্বকাপে (ICC Women World Cup) অস্ট্রেলিয়ার(Australia) কাছে হার ভারতের(India)। দক্ষিণ আফ্রিকার পর এবার অজিদের বিরুদ্ধেও হারতে...

রেকর্ড তৃণমূলের! একদিনে ১০০ বিজয়া সমিলনী!

একদিকে উত্তরের বন্যা ও দুর্যোগবিধ্বস্ত এলাকায় ত্রাণ বিলি। অন্যদিকে, রাজ্যজুড়ে ব্লকে-ব্লকে বিজয়া সম্মিলনী কর্মসূচি পালন। ৫ অক্টোবর থেকে...

রবিবার সন্ধ্যায় ফের মেট্রো বিভ্রাট, চূড়ান্ত ভোগান্তিতে যাত্রীরা

রবিবার ছুটির সন্ধ্যায় ফের বিভ্রাট কলকাতা মেট্রোয়। মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) স্টেশনের কাছে একটি রেকে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।...

উত্তরে দুর্যোগ, প্রশাসনের কাজের প্রশংসায় মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গের বিপর্যয়ে সুপারহিরোর ভূমিকা নিয়েছে প্রশাসন। পুলিশ থেকে শুরু করে প্রশাসনের কর্তাব্যক্তিরা ঝাঁপিয়ে পড়েছেন উদ্ধারকার্যে। মুখ্যমন্ত্রীর পরদিনই ছুটে...