আবারও জমবে ‘হেরাফেরি ৩’! ফিরছেন পরেশ রাওয়াল

Date:

Share post:

বলিউডের কালজয়ী কমেডি সিরিজ ‘হেরা ফেরি’-র তৃতীয় কিস্তি নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনার শেষ নেই। বহুদিন ধরে গুঞ্জন চলছিল, পুরনো তারকারা কি আদৌ ফিরবেন? এবার সেই জল্পনায় ইতিবাচক ইতি টানলেন বর্ষীয়ান অভিনেতা পরেশ রাওয়াল (Paresh Rawal)। তিনি নিজেই জানালেন, পুরনো সেই ত্রয়ী আবারও পর্দায় ফিরছেন ‘হেরা ফেরি ৩’-এ। সম্প্রতি এক সাক্ষাৎকারে পরেশ রাওয়াল (Paresh Rawal) জানান, কোন বিতর্কই নেই তিনি ফিরছেন। যখন তা তাঁকে ১১ লক্ষ টাকা অ্যাডভান্স হিসেবে দেওয়া হয়, তখন অক্ষয় কাজ করবেন কি না তা ঠিক হয়নি। পরে পুরাতন টিম কাজ করছে জেনে তিনি রাজি হয়ে যান।

অক্ষয় কুমার, সুনীল শেঠি ও পরেশ রাওয়াল—এই ত্রয়ীকে ছাড়া ‘হেরা ফেরি’ কল্পনাও করা যায় না। দর্শকদের চোখে এই তিনজনের কেমিস্ট্রি সিনেমাটির আসল সম্পদ। তাই ‘হেরা ফেরি ৩’-তে তাদের পুনরাবির্ভাবের খবর মুহূর্তেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। চলতি বছরে ছবির প্রি-প্রোডাকশন শুরু হয়েছে এবং নির্মাতাদের আশা, খুব শীঘ্রই শুরু হবে শুটিং। তবে কবে ছবিটি মুক্তি পাবে, সে বিষয়ে এখনই কিছু জানানো হয়নি। যদিও দর্শক ইতিমধ্যেই নস্টালজিয়ায় ভেসে যাচ্ছেন, ‘হেরা ফেরি’ ও ‘ফির হেরা ফেরি’-র হাস্যরস মনে করে।

২০০০ সালে মুক্তি পায় ‘হেরা ফেরি’ ও ২০০৬-এর সিক্যুয়েল ‘ফির হেরা ফেরি’ দু’টিই বলিউডের অন্যতম জনপ্রিয় কমেডি ফিল্ম। চরিত্র, সংলাপ ও দৃশ্য—সবই হয়ে উঠেছিল কালজয়ী। বাবুরাওয়ের “উঠালে রে দেড় ফুটিয়া” থেকে শুরু করে রাজুর টাকাপয়সার গণ্ডগোল—সবই আজও দর্শকদের মুখে মুখে ফেরে। পরেশ রাওয়ালের এই ফেরার সিদ্ধান্ত যেমন ‘হেরা ফেরি’ অনুরাগীদের জন্য দারুণ খবর, তেমনই প্রমাণ করে দেয়, সিনেমার চরিত্র যখন দর্শকের মনে গাঁথা থাকে, তখন অভিনেতার কাছেও তা হয়ে ওঠে এক বিশেষ দায়িত্ব। ‘হেরা ফেরি ৩’ ঠিক কতটা পুরনো মাদকতা ফিরিয়ে আনতে পারবে, তা সময়ই বলবে। তবে আপাতত এটুকুই স্পষ্ট—পুনরায় জমে উঠতে চলেছে রাজু-শ্যাম-বাবুরাওয়ের সেই বিখ্যাত ‘হেরা ফেরি’। আরও পড়ুন : 

spot_img

Related articles

ঘোষিত বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫: তালিকায় সেরার সেরা থেকে সাবেকি, ভাবনা-সহ ৮ বিভাগ

পঞ্চমীর বিকেলেই ঘোষিত এবছরের বিশ্ব বাংলা শারদ সম্মান (Biswa Bangla Sharod Samman) প্রাপকদের নাম। প্রতিবছর ষষ্ঠীর বোধন বেলায়...

চিত্রার কী পরিণতি, জানা যাবে খুব শিগ্গির: পুজোর পরেই শেষ ‘কথা’ ধারাবাহিক

দুই নব সদস্যের পরিচয় নিয়ে অনেক টালবাহানার পরে অবশেষে কিছুটা শান্তি ফিরেছে গুহ পরিবারে। কিন্তু শান্তি এই পরিবারে...

সোনম ওয়াংচুকে পাক-চর প্রমাণের মরিয়া চেষ্টা! গুলি চালানো নিয়ে প্রশ্ন তুলল বিজেপিই

বিজেপির বিরোধিতা করলেই তারা দেশদ্রোহী। বারবার দেশের একাধিক রাজনীতিককে জেলে ভরে তারপরে তাঁদের বিরুদ্ধে অভিযোগ সাজিয়ে তা প্রমাণ...

ফের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু! এবার বেহালায়

পঞ্চমীর সকালে ফের বিদ্যুৎস্পৃষ্ট (Electrocution) হয়ে মৃত্যু! শনিবার সকালে কলকাতার বেহালা-সরশুনা (Behala Shorsuna) এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন...