Tuesday, December 16, 2025

বুধেই ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির নাম! উঠে আসছে একটি নাম

Date:

Share post:

এক বছরের বেশি সময় ধরে নিয়ম ভেঙেই রাজ্য সভাপতির পদে সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। এক বছর ধরে বঙ্গ বিজেপির দায়িত্ব কার হাতে তুলে দিলে ফের একবার চাঙ্গা করা সম্ভব হবে কর্মীদের, তা নিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যেই দ্বন্দ্ব অব্যাহত। বঙ্গ বিজেপির তিন লবি থেকে তিন নাম নিয়ে দ্বন্দ্বের অবসান হতে পারে বুধবারই। সোমবারই রাজ্য সভাপতি (BJP state president) পদে নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হল বিজেপির সদর দফতরে। সেই অনুযায়ী বুধবার বা বৃহস্পতিবার সামনে আসতে পারেন বঙ্গ বিজেপির নতুন সারথির নাম। তবে প্রাথমিক সূত্রে, জানা যাচ্ছে আরএসএস (RSS) লবি থেকে প্রস্তাবিত নামই গ্রহণ করা হবে কেন্দ্রীয় নেতৃত্বের তরফে।

রাজ্য সভাপতি নির্বাচনের জন্য বিজেপির বিধি মেনে মঙ্গলবার নির্বাচনের বিজ্ঞপ্তি (notification) জারি করা হয়। বিভিন্ন জেলার কোন নির্বাচন ক্ষেত্রে সেই নির্বাচন করবেন দলের কর্মীরা সেই তালিকাও প্রকাশ করা হয়। বুধবার মনোনয়ন জমা (nomination) দেওয়ার দিন। সেদিনই মনোনয়ন পত্র পরীক্ষা ও বাতিলের কাজ হবে। সেই সঙ্গে মনোনয়ন প্রত্যাহারও হবে বুধবার। সেক্ষেত্রে যদি একটিই মনোনয়ন (nomination) জমা পড়ে তবে বুধবারই সেই প্রার্থী নিয়ম অনুযায়ী বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্য সভাপতি (state president) পদে নির্বাচিত হবেন।

তবে একাধিক মনোনয়ন জমা পড়লে বৃহস্পতিবার নির্বাচন হবে। বৃহস্পতিবারই ভোট গণনা হয়ে ঘোষণা হবে রাজ্য সভাপতির নাম। সেক্ষেত্রে ফের একবার মুখ পুড়বে বঙ্গ বিজেপির। কারণ অন্যান্য রাজ্য সভাপতি নির্বাচনের ক্ষেত্রে ভোটাভুটির প্রয়োজন হয় না। কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ মেনে রাজ্য সভাপতি পদপ্রার্থী (candidate) মনোনয়ন জমা দিলেই প্রথামাফিক নির্বাচন হলেও নির্বাচিত হন সেই সদস্যই। ফলে মনোনয়ন জমা হলেই ঘোষণা হয়ে যায় সভাপতির নাম।

বাংলার ক্ষেত্রে নির্বাচন হলে মুখ পুড়বে ফের বঙ্গ বিজেপি নেতাদের। ইতিমধ্যেই বঙ্গ বিজেপির দুই নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary) ও সুকান্ত মজুমদারের (Sukanta Majumder) দুই লবি কেন্দ্রীয় নেতৃত্বের দ্বারস্থ হয়েছেন নিজেদের প্রার্থী নিয়ে। শুভেন্দু বা সুকান্তকে রাজ্য সভাপতি করা হবে না বুঝেই তাঁরা নিজেদের বিশ্বস্ত অনুগামীদের এই পদের জন্য সুপারিশ করেন। দিল্লিতে দরবারও করেন। তবে এই দুই নেতার পাশাপাশি আরএসএস-এর তরফেও নিজেদের প্রার্থীর নাম সুপারিশ করা হয়। আরএসএস (RSS) শমিক ভট্টাচার্যের (Shamik Bhattacharya) নাম সুপারিশ করে সঙ্ঘ ঘনিষ্ঠ হিসাবে। দুই বঙ্গ নেতার বিরোধ থামাতে ও রাজ্যে বিজেপির প্রভাব সঠিকভাবে প্রয়োগ করতে আরএসএস প্রার্থী শমিককেই পরবর্তী রাজ্য সভাপতি হিসাবে চায় কেন্দ্রীয় নেতৃত্ব, এমনটাই বিজেপির অন্দর মহলের খবর।

আরও পড়ুন: কলেজ থেকে বহিষ্কৃত মনোজিৎ ও দুই পড়ুয়া, দ্রুত পঠন-পাঠন শুরুর আশ্বাস

কেন্দ্রীয় নেতৃত্ব শমিক ভট্টাচার্যকে (Shanik Bhattacharya) নিয়ে সিদ্ধান্ত নেওয়ার পরই নির্বাচনের বিজ্ঞপ্তি (notification) জারি নিয়ে সিদ্ধান্ত হয়, এমনটাই বিজেপির সূত্রে খবর। সেক্ষেত্রে বঙ্গের অন্য কোনও লবির তরফে প্রার্থীর (candidate) নাম ঘোষণা না হওয়ারই সম্ভাবনা। তেমনটা হলে বুধবার একা শমিক ভট্টাচার্যের মনোনয়ন জমা পড়লে তাঁর নাম রাজ্য সভাপতি হিসাবে বুধেই ঘোষণা হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল।

spot_img

Related articles

মোটা অঙ্কের বাজেট নিয়ে মিনি নিলামে নামছে কেকেআর, দল পেতে পারেন ঈশ্বরণ

মঙ্গলবার আবুধাবিতে ২০২৬ সালের আইপিএলের মিনি নিলাম(IPL Mini Auction)। ৭৭টি জায়গার জন্য নিলামে উঠবেন ৩৫০ ক্রিকেটার। এই ৩৫০...

বাংলা না কি জ্বলছে! গদি মিডিয়ার অপপ্রচারকে ধুয়ে দিলেন সাধু থেকে আমজনতা

বাংলা না কি জ্বলছে! এখানে খুন-জখমের রাজনীতি চলছে! আক্রান্ত হিন্দু! গদি মিডিয়া এই খবর করতে এসেছিল কলকাতায় আর...

রাজ্যের শিক্ষাক্ষেত্রকে কুক্ষিগত করার চেষ্টা! কেন্দ্রের অপচেষ্টার বিরুদ্ধে লোকসভায় সোচ্চার তৃণমূল

পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্তের বিরোধী শাসিত রাজ্যগুলিকে বাগে আনতে না পেরে এবার দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো লঙ্ঘন করে...

মতুয়াদের সঙ্গে প্রতারণা! রাজ্যসভায় বিজেপির পর্দাফাঁস সাংসদ মমতাবালা ঠাকুরের

পশ্চিমবঙ্গে বসবাসকারী লক্ষ লক্ষ মতুয়াকে ভুল বুঝিয়ে তাঁদের সঙ্গে প্রতারণা করছে মোদি সরকার ও বিজেপি—এমনই অভিযোগ তুলে সোমবার...