টেলি মেডিসিনে নয়া সাফল্যে রাজ্যের: গর্বিত মুখ্যমন্ত্রী

Date:

Share post:

রাজ্য সরকারের স্বাস্থ্য ক্ষেত্রে যে কয়েকটি যুগান্তকারী সিদ্ধান্ত এখনও পর্যন্ত নেওয়া হয়েছে, তার মধ্য়ে অন্যতম টেলি মেডিসিন (telemedicine) পরিষেবা। ২০২১ সালে সেই পরিষেবা শুরু পর থেকে এখনও পর্যন্ত ৬ কোটি মানুষ সেই পরিষেবা পেয়েছেন। রাজ্য স্বাস্থ্য দফতরের এই সাফল্যের কথা গর্বের সঙ্গে নিজেই তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

টেলি মেডিসিন পরিষেবা রাজ্যে চালু হওয়ার এক বছরের মধ্যেই গোটা দেশে এই পরিষেবায় দ্বিতীয় স্থানে পৌঁছে গিয়েছিল বাংলা। এবার ৬ কোটি মানুষকে পরিষেবা দেওয়ার কাজ সম্পূর্ণ করায় মুখ্যমন্ত্রী জানান, গর্বের সঙ্গে জানাচ্ছি পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দফতরের অনন্য টেলি মেডিসিন পরিষেবা ‘স্বাস্থ্যইঙ্গিত’ (SwasthyaIgnit) নতুন মাইলফলক ছুঁয়েছে যেখানে ২০২১ সালের অগাস্ট মাসে শুরু হওয়ার পর থেকে ৬ কোটি মানুষকে টেলি কনসাল্টেশন (teleconsultation) দিয়েছে।

সেই সঙ্গে তিনি জানান, আজ এই পরিষেবা ১০ হাজারের বেশি সুস্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে রাজ্যের প্রত্যন্ত এলাকাতেও স্বাস্থ্য পরিষেবা দিতে সক্ষম। এমনকি এই উদ্যোগের মাধ্যমে প্রত্যন্ত এলাকাতে বিশেষ স্বাস্থ্য পরিষেবা যেমন নিউরোলজি, নেফ্রোলজি, কার্ডিওলজি, অনকোলজি, পেডিয়াট্রিক্সের মতো চিকিৎসাকে পৌঁছে দিতে সক্ষম হয়েছে।

আরও পড়ুন: মিলল রাজ্য়ে প্রথম AI হাবের ‘অকুপেন্সি সার্টিফিকেট’: সুখবর জানালেন মুখ্যমন্ত্রী, হবে ৫০০০ কর্ম সংস্থান

ডক্টর্স ডে-তে মুখ্যমন্ত্রী চিকিৎসক সমাজের প্রতি শ্রদ্ধা জানান ইতিপূর্বেই। টেলি মেডিসিন পরিষেবার সাফল্যেও সেই চিকিৎসকদের শ্রদ্ধা জানিয়ে মুখ্যমন্ত্রী লেখেন, এই মাইলফলক ছোয়ার দিনে এই টিমের চিকিৎসক, নার্স, প্যারামেডিক্যাল কর্মীসহ এই অনন্য উদ্যোগকে সফল করে তোলার জন্য যত কর্মী যুক্ত, তাঁদের সকলকে অভিনন্দন।

spot_img

Related articles

শক্তি বাড়ালো আন্দামান সাগরের ঘূর্ণাবর্ত, আবহাওয়ার বড় ভোলবদলের পূর্বাভাস! 

অক্টোবরের শেষ সপ্তাহে রোদ ঝলমলে দক্ষিণবঙ্গের দেখা মিললেও উইকেন্ডে পাহাড়ে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather...

মহিলা চিকিৎসককে হেনস্থার প্রতিবাদ, সকাল থেকে উলুবেড়িয়া হাসপাতালে ডাক্তারদের পেনডাউন!

উলুবেড়িয়া হাসপাতালে (uluberia hospital) মহিলা চিকিৎসককে মারধর ও ধর্ষণের হুমকি দেওয়ার প্রতিবাদে নিরাপত্তা সংক্রান্ত একগুচ্ছ দাবি নিয়ে শুক্রবার...

কুনার নদীতে বাঁধ তুলছে আফগানিস্তান! উদ্বেগে পাকিস্তান 

আফগানিস্তানের নতুন জলনীতি (Afghanistan new water policy) ঘিরে ফের আফ-পাক অশান্তির সুর। তালিবান প্রশাসন ঘোষণা করেছে কুনার ও...

ডেম্পোকে হালকাভাবে নিতে নারাজ, গোয়ায় এসে কেন আবেগপ্রবণ অস্কার?

আইএফএ শিল্ড অতীত। এবার লড়াই সুপার কাপে। শনিবার সুপার কাপে(Super Cup) প্রথম ম্যাচে মাঠে নামছে ইস্টবেঙ্গল। বিকেল ৪.৩০...