প্রবীণ সাংসদ সৌগত রায়ের (Saugata Roy) শারীরিক অবস্থার অবনতি। মঙ্গলবার রাতের খবর অনুযায়ী, শিরদাঁড়ার নীচের ব্যাথায় কাতর তিনি। স্নায়ুর গুরুতর সমস্যার কারণে কথা জড়িয়ে যাচ্ছে বলে মনে করছেন চিকিৎসকরা। ৭৭ বছরের বর্ষীয়ান সাংসদ ভারনিক এনসেফালোপ্যাথিতে (Wernicke encephalopathy ) আক্রান্ত। এই মুহূর্তে কিছুটা ঘোরের মধ্যে রয়েছেন তিনি। চিকিৎসার পরিভাষায় একে বলে অ্যাকিউট ডিলেরিয়াম (Acute Delirium)। মাঝেমধ্যেই অজ্ঞান হয়ে যাচ্ছেন। এছাড়া টাইপ টু ডায়াবেটিস, ফুসফুসের সমস্যা তো রয়েইছে। আপাতত রাইলস টিউবে খাওয়াতে হচ্ছে প্রবীণ সাংসদকে।

তৃণমূল সাংসদের চিকিৎসায় তৈরি হয়েছে মেডিক্যাল টিম। বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়ার পরই জানা গেছিল জটিল স্নায়ুর রোগে আক্রান্ত প্রবীণ নেতা। মঙ্গলবার তাঁকে হাসপাতালে দেখতে যান বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডা. সুকুমার মুখোপাধ্যায়। তিনি নতুন করে মেডিক্যাল বোর্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছেন বলে খবর। বুধবারই নিউরোলজিস্ট, নেফ্রোলজিস্ট, এন্ডোক্রিনোলজিস্ট, কার্ডিওলজিস্টদের সঙ্গে বৈঠকে বসার কথা ডাক্তার মুখোপাধ্যায়ের।গত ২২ জুন থেকে বেসরকারি হাসপাতালে ভর্তি সাংসদ। চলতি বছরে এই নিয়ে তৃতীয়বার অসুস্থ হয়ে পড়লেন সৌগত। তাঁকে প্রতিদিন ২ লিটার অক্সিজেন দিতে হচ্ছে। মঙ্গলবার থেকে কথা জড়িয়ে যাওয়ার লক্ষণ দেখা দিতেই চিন্তা বাড়ছে চিকিৎসকদের।

–

–

–

–

–

–

–

–

–
–
–
–
–
–
–