Wednesday, January 14, 2026

অস্কারের কোচিংয়েই ডুরান্ডে নামবে ইস্টবেঙ্গল

Date:

Share post:

অস্কার ব্রুজোঁর (Oscar Bruzon) কোচিংয়েই ডুরান্ড কাপের (Durand Cup) মঞ্চে নামবে ইস্টবেঙ্গল (Eastbengal)। বিদেশি ফুটবলারদের নামার খুব একটা সম্ভাবনা নেই বললেই চলে। তবে লাল-হলুদের প্রধান কোচের তত্ত্বাবধানেই শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে নামতে চলেছে তারা। বিদেশি না থাকলেও, সিনিয়র ফুটবলারদের নি.য়েই মাঠে নামবে লাল-হলুদ ব্রিগেড। বেশ কয়েকদিন ধরেই নানান কথাবার্তা শোনা যাচ্ছিল। কিন্তু শেষপর্যন্ত অস্কার ব্রুজোঁর (Oscar Bruzon) তত্ত্বাবধানেই নামবে ইস্টবেঙ্গল (Eastbengal)।

এবারের দল গঠনে বিশেষ জোর দিয়েছে ইস্টবেঙ্গল। গত কয়েকবারের খারাপ পারফরম্যান্স নিয়ে শেষবার জোর সমালোচনার মুখে পড়েছিল ইস্টবেঙ্গল (Eastbengal)। সেই থেকেই নিজেদের আরও ভালোভাবে প্রস্তুতি শুরু করেন তারা। দল গঠনে বিশেষ জোর দেয় লাল-হলুদ ব্রিগেড। থংবই সিংটোকে এবার হেড অব ফুটবল হিসাবে দলে নিয়েছে ইস্টবেঙ্গল। এরপর থেকেই জোর কদমে শুরু হয়ে গিয়েছিল ইস্টবেঙ্গলের দল গঠন।

বিদেশিদের পাশাপাশি ভালো দেশীয় ফুটবলারদেরও দলে তুলে নিয়েছিল ইস্টবেঙ্গল। আবার ডুরান্ড কাপ দিয়ে শুরু হচ্ছে মরসুম। সেখানে এবার পূর্ণশক্তি নিয়েই মাঠে নামবে লাল-হলুদ ব্রিগেড। তবে বিদেশি ফুটবলাররা আসছেন না সম্ভবত। দেশিয় ব্রিগেড নিয়েই মাঠে নামবেন অস্কার ব্রুজোঁ (Oscar Bruzon)। কয়েকদিনের মধ্যেই নাকি শহরে চলে আসছেন অস্কার ব্রুজোঁও। আগামী ১০ থেকে ১৫ জুলাইয়ের মধ্যে ডুরান্ড কাপের প্রস্তুতি শুরু হয়ে যাবে ইস্টবেঙ্গলের।

ডুরান্ড কাপকেই আইএসএলের আগে নিজেদের পাখির চোখ করছে লাল-হলুদ ব্রিগেড। এই প্রতিযোগিতায় লাল-হলুদের ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটাই দেখার।

spot_img

Related articles

যে কোনও উপায়ে দেশে ফিরে যান: ইরানে ভারতীয়দের জন্য নির্দেশ জারি

ক্রমশ পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে ইরানে। একদিকে খামেনেই প্রশাসনের দমননীতিতে প্রাণ হারাচ্ছেন দেশের বিদ্রোহীরা। অন্যদিকে বিদ্রোহীদের দমনের বিরুদ্ধে...

রাজকোটে শতরান করে নয়া নজির, সেলিব্রেশন বদলে ফেললেন রাহুল

বিরাট রোহিতদের ব্যর্থতার দিনে উজ্জ্বল কেএল রাহুল(KL Rahul )। ফের একবার ভারতীয় ব্যাটিংয়কে ভরসা দিলেন কঠিন সময়ে। শতরান...

বিধানসভা ভোটের আগেই রাজ্যসভা নির্বাচন, প্রস্তুতি শুরু কমিশনের

বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে রাজ্যসভার নির্বাচন করানোর প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, আগামী ২ এপ্রিল...

প্রকল্প দ্রুত সম্পাদনে সক্রিয় ও কার্যকর নজরদারি

অলকেশ কুমার শর্মা ভারতীয় অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হল পরিকাঠামো ক্ষেত্র। উন্নতমানের পরিকাঠামো কেবল উন্নত পরিষেবার স্থায়ী চাহিদাই সৃষ্টি...