Sunday, August 24, 2025

বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ খেলবে না ভারত!

Date:

Share post:

বাংলাদেশের (Bangladesh) বিরুদ্ধে ছয় ম্যাচের সাদা বলের ফর্ম্যাটের সিরিজ খেলার কথা রয়েছে ভারতের (India Team)। বাংলাদেশের মাটিতেই সিরিজ হওয়ার কথা ছিল। কিন্তু শেষপর্যন্ত সেই সিরিজ কার্যত বাতিল করতেই চলেছে বিসিসিআই (BCCI)। সরকারীভাবে এখনও পর্যন্ত ঘোষণা না হলেও বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ খেলতে যাবে না ভারতীয় দল। সেখানকার রাজনৈতিক পরিস্থিতি এবং বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখেই কার্যত এমন সিদ্ধান্ত।

বোর্ডকে (BCCI) নাকি ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফে না যাওয়ার কথা জানিয়েও দেওয়া হয়েছে। ইতিমধ্যেই বাংলাদেশের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে আমদানি, রফতানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ভারত সরকার। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কও খুব একটা ভাল নয় এই মুহূর্তে। সেই কারণেই রোহিত, বিরাটরাও বাংলাদেশে যাচ্ছেন না। আপাতত বাংলাদেশের বিরুদ্ধেও কোনও রকম দ্বিপাক্ষিক সিরিজে না সিদ্ধান্তই নিয়েছে বোর্ড।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে সূত্র মারফত জানানো হয়েছে, এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি একেবারেই স্থিতিশীল নয়। দুই দেশের কূটনৈতিক পরিস্থিতির কথা চিন্তা করে আপাতত বিসিসিআইকে বাংলাদেশে না যাওয়ার পরামর্শই দেওয়া হয়েছে ভারত সরকারের তরফে।

ভারত বনাম বাংলাদেশ এই সিরিজ না হলে বাংলাদেশ যে বড়সড় ক্ষতির সম্মুখীন হবে তা বলার অপেক্ষা রাখে না। ২০২৬ সালের টি টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে সেখানে বাংলাদেশের বিরুদ্ধে তিনটি ওডিআই ও তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলার সূচী তৈরি হয়েছিল। কিন্তু শেষপর্যন্ত সেই সিরিজ খেলতে বাংলাদেশে যাচ্ছে না ভারত।

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...