বাংলাদেশের (Bangladesh) বিরুদ্ধে ছয় ম্যাচের সাদা বলের ফর্ম্যাটের সিরিজ খেলার কথা রয়েছে ভারতের (India Team)। বাংলাদেশের মাটিতেই সিরিজ হওয়ার কথা ছিল। কিন্তু শেষপর্যন্ত সেই সিরিজ কার্যত বাতিল করতেই চলেছে বিসিসিআই (BCCI)। সরকারীভাবে এখনও পর্যন্ত ঘোষণা না হলেও বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ খেলতে যাবে না ভারতীয় দল। সেখানকার রাজনৈতিক পরিস্থিতি এবং বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখেই কার্যত এমন সিদ্ধান্ত।

বোর্ডকে (BCCI) নাকি ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফে না যাওয়ার কথা জানিয়েও দেওয়া হয়েছে। ইতিমধ্যেই বাংলাদেশের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে আমদানি, রফতানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ভারত সরকার। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কও খুব একটা ভাল নয় এই মুহূর্তে। সেই কারণেই রোহিত, বিরাটরাও বাংলাদেশে যাচ্ছেন না। আপাতত বাংলাদেশের বিরুদ্ধেও কোনও রকম দ্বিপাক্ষিক সিরিজে না সিদ্ধান্তই নিয়েছে বোর্ড।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে সূত্র মারফত জানানো হয়েছে, এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি একেবারেই স্থিতিশীল নয়। দুই দেশের কূটনৈতিক পরিস্থিতির কথা চিন্তা করে আপাতত বিসিসিআইকে বাংলাদেশে না যাওয়ার পরামর্শই দেওয়া হয়েছে ভারত সরকারের তরফে।

ভারত বনাম বাংলাদেশ এই সিরিজ না হলে বাংলাদেশ যে বড়সড় ক্ষতির সম্মুখীন হবে তা বলার অপেক্ষা রাখে না। ২০২৬ সালের টি টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে সেখানে বাংলাদেশের বিরুদ্ধে তিনটি ওডিআই ও তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলার সূচী তৈরি হয়েছিল। কিন্তু শেষপর্যন্ত সেই সিরিজ খেলতে বাংলাদেশে যাচ্ছে না ভারত।


–


–
–

–
–
–

–

–

–

–

–