মাত্র দুমাসের ব্যবধানে ফের একবার নিপা ভাইরাসের (Nipah virus) থাবা কেরালায় (Kerala)। এবার দুই জেলায় দুজনের নিপা ভাইরাস আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছে স্বাস্থ্য দফতর। ইতিমধ্যেই তার মধ্যে একজন ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত বলে জানানো হয়েছে। যে হাসপাতালে দুজনের চিকিৎসা হচ্ছিল সেখানে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কোয়ারান্টাইনের (quarantine) নির্দেশ দেওয়া হয়েছে।

এবার নিপা ভাইরাস আক্রান্ত হওয়ার খবর কেরালার উত্তরের মালাপ্পুরম ও পালাক্কাড়ে। ১৮ বছরের এক যুবতী ইতিমধ্যেই এই ভাইরাস আক্রান্ত হয়ে মারা গিয়েছে। এরপর একই রোগের লক্ষ্ণণ নিয়ে ভর্তি হওয়া ৩৮ বছরের এক মহিলার পরীক্ষার রিপোর্টেও নিপা ভাইরাস (Nipah virus) পজিটিভ এসেছে। শুক্রবারই সেই রিপোর্ট এসেছে।

আরও পড়ুন: রক্ষকই যোগীরাজ্যের ভক্ষক! দলিত নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ পুলিশের

এরপরই সতর্ক কেরালার (Kerala) স্বাস্থ্য দফতর। হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্য কর্মীদের কোয়ারান্টাইনে পাঠানো হয়েছে। সেই সঙ্গে শুরু হয়েছে এই দুই রোগীর কন্ট্যাক্ট ট্রেসিং (contact tracing)। কাদের সঙ্গে এতদিন ছিলেন এই দুজন তার খোঁজ চালিয়ে তাদের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। মালাপ্পুরম, পালাক্কড় ও কোঝিকোড়ে জেলায় পাঠানো হয়েছে স্বাস্থ্য দফতরের বিশেষ নির্দেশিকা।


–


–
–

–
–
–

–

–

–

–
