পুলিশ প্রশাসনের যোগ্য সহযোগিতায় একবার মহারাষ্ট্র (Maharashtra) থেকে বাংলার শ্রমিকদের বাংলাদেশ সীমান্ত পার করে প্রতিবেশী দেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু বাংলার প্রশাসন সেই চক্রান্ত ফাঁস করে দিতেই এবার বাংলার শ্রমিকদের অন্যভাবে নির্যাতন আরেক বিজেপি রাজ্যে। ওড়িশায় (Odisha) প্রশাসনিক হস্তক্ষেপের পরেও বাংলার শ্রমিকদের (migrant labour) ফিরিয়ে দিতে অস্বীকার মোহন মাঝি (Mohan Charan Majhi) প্রশাসনের। ফলে এবার ওড়িশা প্রশাসনের বিরুদ্ধে বাংলার শাসকদল তৃণমূলের সহযোগিতায় আদালতের দ্বারস্থ পরিযায়ী শ্রমিকদের পরিবার।

প্রতিবেশী রাজ্যে গিয়ে রোজগার করা যেন শুধুমাত্র বাংলার শ্রমিকদের জন্য অভিশাপ হয়ে দাঁড়াচ্ছে। যার বিরুদ্ধে সরব খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিন্তু তাতেও বিজেপি রাজ্যগুলির প্রশাসন নিরুত্তাপ। বাংলার শ্রমিকদের বিনা কারণে পুলিশের লকআপে রাখা ও অত্যাচার করাকে তারা অধিকারের মধ্যেই যেন ধরে নিয়েছে।

এর আগে ওড়িশায় স্থানীয় বিজেপি নেতা ও স্বঘোষিত ধর্মরক্ষকদের হাতে নানা ভাবে হেনস্থার শিকার হতে দেখা গিয়েছিল বাংলার পরিযায়ী শ্রমিকদের। মারধর থেকে বেআইনিভাবে তাড়িয়ে দেওয়া বা আটকে রাখার ঘটনা ঘটেছিল। তবে এবার সবথেকে মারাত্মক, প্রশাসন নির্দিষ্ট পরিচয়পত্র ও ভারতীয় নাগরিকত্বের প্রমাণ দেখানোর পরেও পুলিশ আটক করছে বাংলার শ্রমিকদের। তাদের লকআপে মারধর করার পরে আদালতেও তোলা হচ্ছে না (Habeas Corpus)। অর্থাৎ সম্পূর্ণ বেআইনি আটকে (illegal detention) অভিযুক্ত এবার ওড়িশা (Odisha) প্রশাসন।

বাংলার প্রশাসন, বিভিন্ন জেলার জেলাশাসকদের প্রচেষ্টার পরেও ওড়িশা প্রশাসন এই পরিযায়ী শ্রমিকদের ছাড়ছে না বলে অভিযোগ। পুলিশি লকআপে ধরে রেখে (illegal detention) মারধরও করা হচ্ছে এই পরিযায়ী শ্রমিকদের, অভিযোগ পরিবারের। এবার তারই বিরুদ্ধে আদালতের দ্বারস্থ পরিযায়ী শ্রমিক পরিবারগুলি।

আরও পড়ুন: সপ্তাহ শুরুর ভোগান্তি জারি শেষেও! ফের ব্যাহত মেট্রো পরিষেবা

বাংলার শাসকদল তৃণমূলের তরফে প্রতিটি ক্ষেত্রে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ানো হয়েছে। এবার কলকাতা হাই কোর্টে ওড়িশা প্রশাসনের বিরুদ্ধে মামলা দায়ের দুই পরিযায়ী শ্রমিক পরিবারের। তৃণমূল রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম জানান, ওড়িশার মতো বিজেপি শাসিত রাজ্যের বিরুদ্ধে আমরা আদালতের দ্বারস্থ হয়েছি যেখানে বাংলার শ্রমিকদের উপর অমানবিক অত্যাচার ও নৃশংসতার ঘটনা ঘটেছে। বাংলাভাসী মানুষদের দেশে থাকার অধিকারের দাবি নিয়ে বারবার এভাবেই আমরা আইনের দ্বারস্থ হতে থাকব।

We have moved the court against the barbaric torture and atrocity on the migrant workers in BJP ruled states like Odisha. We will knock the door of the judiciary again and again as the atrocity on the Bengali speaking people is sheer violation of constitution and law of the land. pic.twitter.com/WwbhwgRU8w
— Samirul Islam (@SamirulAITC) July 4, 2025
–

–

–

–

–
–
–