মেট্রোর নিশ্চয় যাত্রা যে আর নিশ্চিত নয়, তা স্পষ্ট পরিষেবাতেই। কখনও লাইনে জমা জল, কখনও সিগনাল বিভ্রাট, কখনওবা বিদ্যুৎ বিভ্রাট। আর এবার যান্ত্রিক ত্রুটিতে (technical fault) দাঁড়িয়ে গেল মেট্রো। শনিবার নিত্যযাত্রীদের ব্যস্ত সময়ে প্রায় আধ ঘণ্টা ব্যাহত দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটের মেট্রো (Kolkata Metro) পরিষেবা।

শনিবার সকাল ৯.১৫ নাগাদ আচমকাই যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে একটি মেট্রোর রেকে যান্ত্রিক ত্রুটি (technical fault) দেখা যায়। কবি সুভাষগামী ওই মেট্রোয় সেই সময় নিত্যযাত্রীদের ভিড় ছিল। প্রাথমিক বিভ্রান্তি কাটিয়ে অনেকেই মেট্রো ছেড়ে বাসরুটের দিকে যাত্রা করেন সময়মতো যাত্রাস্থলে পৌঁছানোর জন্য। যতীন দাস পার্ক স্টেশনে ব্যাপক ভিড় জমে যায়।

আরও পড়ুন: ভোটমুখী বিহারে চলল গুলি! খুন প্রাক্তন বিজেপি নেতার ব্যবসায়ী বাবা

ডাউন লাইনে এই ঘটনার জেরে সব মেট্রো (Kolkata Metro) চলাচল বন্ধ হয়ে যায়। একের পর এক স্টেশনে দাঁড়িয়ে পড়ে মেট্রো। ফলে প্রতিটি স্টেশনেই ভিড় জমে যায়। প্রায় আধঘণ্টা পরে স্বাভাবিক হয় মেট্রো চলাচল। এই সপ্তাহেই সোমবার চূড়ান্ত ভোগান্তির শিকার হতে হয় মেট্রো যাত্রীদের। ওইদিন সকালে প্রথমে মধ্য কলকাতার একাধিক স্টেশনে জল জমে যায়। পরে একটি আত্মহত্যার চেষ্টার ঘটনায় ফের বেলায় বিঘ্নিত হয় মেট্রো চলাচল।


–


–
–

–
–
–

–

–

–

–
