Saturday, November 29, 2025

শুরু ট্রাম্পের শুল্কের খেলা: কোপ বাংলাদেশ, ব্রিকস দেশ থাইল্যান্ডের উপর

Date:

Share post:

১৪ রাষ্ট্রর উপর শুল্ক চাপালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগেই জানিয়েছিলেন তিনি ৮ জুলাই সিদ্ধান্ত নেবেন সেই মতো ১৪ টি রাষ্ট্রকে চিঠি দিয়ে নয়া শুল্ক (tariff) নীতি ঘোষণার কথা জানিয়েছেন। বাংলাদেশ (Bangladesh) ও সার্বিয়ার উপর ৩৫ শতাংশ শুল্ক লাগু হয়েছে। ২৫ শতাংশ করে শুল্ক লাগু হয়েছে দক্ষিণ কোরিয়া, জাপান, কাজাখস্তান, মালয়েশিয়া ও টিউনিশিয়ার উপর।

সবচেয়ে বেশি শুল্ক লাগু হয়েছে লাওস ও মায়ানমারের ওপর। এই দুই দেশের উপর লাগু হয়েছে ৪০ শতাংশ শুল্ক। দক্ষিণ আফ্রিকা ও বসনিয়া হারজেগোভিনার উপর ৩০ শতাংশ এবং থাইল্যান্ড ও কম্বোডিয়ার উপর ৩৬ শতাংশ শুল্ক লাগু করেছেন ট্রাম্প। এর মধ্যে থাইল্যান্ড ব্রিকস-এর (BRICS) পার্টনার। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, ব্রিকসের মার্কিন-বিরোধী নীতির সঙ্গে যুক্ত থাকলেই চাপবে অতিরিক্ত শুল্ক। ১০ শতাংশ অতিরিক্ত আমদানি শুল্ক চাপানো হবে। ইন্দোনেশিয়ার উপর ৩২ শতাংশ শুল্ক লাগু করা হয়েছে। তবে কোনও দেশ আলোচনার মাধ্যমে এই শুল্ক কমাতে পারে সেই রাস্তা খোলা রেখেছেন ট্রাম্প (Donald Trump)। আগামী ১ অগাস্ট থেকে লাগু হবে এই নয়া শুল্ক (tariff) নীতি।

আরও পড়ুন: এক্তিয়ারের বাইরে গিয়ে হস্তক্ষেপ: জাতীয় মহিলা কমিশনের বিরুদ্ধে আদালতে পুলিশ সুপার

তবে ভারতের উপর কতটা শুল্ক লাগু করবে আমেরিকা তা এখনও পর্যন্ত জানাননি ট্রাম্প। মঙ্গলবার (ভারতীয় সময়) শুল্ক সংক্রান্ত একাধিক দেশে চিঠি পাঠানো প্রসঙ্গে ট্রাম্প (Donald Trump) বলেন, ‘চিন ও ব্রিটেনের সঙ্গে আমরা চুক্তি করেছি। ভারতের (India) সঙ্গেই পণ্য সংক্রান্ত চুক্তি খুব তাড়াতাড়ি ঠিক করা হবে। বাকি যাদের সঙ্গে বৈঠক করে চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যায়নি তাদের চিঠি পাঠাচ্ছি।’ তবে মার্কিন প্রেসিডেন্ট আগেই জানিয়েছিলেন, কোনও দেশ আমেরিকার পণ্যের উপর শুল্কের হার বাড়ালেই পাল্টা ২৫ শতাংশ শুল্ক চাপানো হবে তাদের উপর। তবে আপাতত কোনও দেশের উপর ১০০ শতাংশ শুল্ক চাপাচ্ছেন না তিনি।

spot_img

Related articles

গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: নৈহাটিতে ভষ্মীভূত অন্তত সাতটি বাড়ি

ভয়াবহ আগুনে একের পরে এক বাড়িতে আগুন উত্তর চব্বিশ পরগণার নৈহাটিতে। প্রাথমিকভাবে স্থানীয়দের দাবি, গ্যাস সিলিন্ডার (gas cylinder)...

বহরমপুরে খুন তৃণমূল কর্মী: অভিযোগের তির কংগ্রেসের দিকে

রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব মুর্শিদাবাদের বহরমপুরে। ছুরির আঘাতে প্রাণ গেল তৃণমূল কর্মীর। কংগ্রেস কর্মীদের সঙ্গে বচসার জেরে তৃণমূল...

সোমবার লোকায়ুক্ত নির্বাচনে বৈঠক নবান্নে: বিরোধী দলনেতাকে আমন্ত্রণে বিরূপ উত্তর!

রাজ্যের লোকায়ুক্ত নিয়োগের বৈঠক ডাকল রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে রাজ্যের লোকায়ুক্ত (Lokayukta) নির্ধারণ করে তাঁর নিয়োগ...

বিহুর রিসেপশনে নক্ষত্র সমাবেশ, বাইরে দাঁড়িয়ে ছেলের বিয়ের অতিথি আপ্যায়ন স্বয়ং খরাজের

জয়িতা মৌলিক পর্দায় তিনি যতই ডাকসাইটে করা ধাঁচের বাবা হোন না কেন বাস্তবে একেবারে উল্টো। নিজে গেটে দাঁড়িয়ে সারাক্ষণ...