বাণিজ্য ছাড়াও শিক্ষা, পর্যটন ও সাংস্কৃতিক বিনিময়ে পারস্পরিক সম্পর্ক আরও মজবুত করতে মঙ্গলবার নবান্নে বৈঠকে করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ভারতে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত ডঃ এনগুয়েন থান হাই। বৈঠকে দুই দেশের মধ্যে ‘কমপ্রিহেনসিভ অ্যান্ড স্ট্র্যাটেজিক পার্টনারশিপ’-এর ভিত্তি আরও দৃঢ় করার দিকেই জোর দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

বৈঠকে মুখ্যমন্ত্রী ভিয়েতনামের প্রতিনিধিদের আগামী বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে অংশগ্রহণের আহ্বান জানান। পশ্চিমবঙ্গে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে রাজ্য সরকারের ভূমিকা ও সাফল্যের কথাও তুলে ধরেন তিনি। এদিন উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ, ভিয়েতনামের কনসাল জেনারেল (মুম্বই) লে কুয়াং বিয়েন ও নয়াদিল্লির দূতাবাসের কাউন্সেলর ট্রান থান টুং। ওয়াকিবহাল মহলের মতে, এই বৈঠক শুধু রাজনৈতিক সৌজন্যের স্তরেই সীমাবদ্ধ নয়। বরং বাণিজ্যিক সম্পর্ক ছাড়াও দুই দেশের মধ্যে শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ দিশা দেখাবে বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন – অপ্রয়োজনীয় বিবাদ: পুলিশি সক্রিয়তায় সুকান্তর মামলায় আদালতের পর্যবেক্ষণ

_

_

_

_

_

_

_

_
_
_
_
_