Thursday, December 25, 2025

কাজ করল না ভারতীয় পেস বোলিং অ্যাটাক, লর্ডসে সাবধানী ক্রিকেট ইংল্যান্ডের

Date:

Share post:

বার্মিংহামের বোলিংয়ের ছিটেফোঁটাও দেখা গেল না লর্ডসের (Lords Cricket Ground) ম্যাচের প্রথম দিনে। পার্টটাইম বোলার নীতীশ রেড্ডি (Nitish Reddy) প্রথম সেশনে টিম ইন্ডিয়ার মুখরক্ষা করলেও, গত ম্যাচের তারকাখচিত পেস অ্যাটাকের বিন্দুমাত্র ঝলক মিলল না তৃতীয় টেস্টে। টিম ইন্ডিয়া সাপোর্টারদের আশা ছিল সিমিং পরিবেশে যশপ্রীত বুমরাহ-মহম্মদ সিরাজ-আকাশদীপের মতো পেস ত্রয়ীদের দাপট দেখা যাবে। কিন্তু বাস্তবে হলে ঠিক তার উল্টো। প্রথম দিনের শেষে মাত্র ৪ উইকেট হারিয়ে ২৫১ রান করে চালকের আসনে রুট-স্টোকসরা। ৯৯ রানে অপরাজিত জো রুট (Joe Root)।

টস হারার হ্যাটট্রিক করে ঐতিহ্যবাহী লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে প্রথমে বোলিং করেন শুভমনরা। ভারতীয় টেস্ট অধিনায়ক অবশ্য জানিয়েছিলেন টসে জিতলেও তিনি প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্তই নিতেন। এবারে পাটা ব্যাটিং উইকেট যে হবেনা তার আভাস আগেই মিলেছিল। ভারতীয় দলে প্রসিদ্ধ কৃষ্ণার পরিবর্তে এই ম্যাচে খেলেন যশপ্রীত বুমরাহ (Jashprit Bumrah)। উইকেট না পেলেও শুরুর দিকে নেট রান রেটকে যথেষ্ট বেধে রেখেছিলেন তিনি। বুম বুম ম্যাজিক কাজ করে ১৬ ওভারের মাথায়। গত ম্যাচের নায়ক আকাশদীপ কিংবা এক ইনিংসে পাঁচ উইকেট পাওয়া মহম্মদ সিরাজরা ইংরেজ ব্যাটারদের উপর এদিন কোনঅ প্রভাব ফেলতে পারেননি। মাত্র ১৩তম ওভারে নীতীশ রেড্ডির হাতে বল তুলে দিলেন অধিনায়ক শুভমান গিল। তারপরেই লর্ডসে রেড্ডি মিরাকেল। ব্যাক টু ব্যাক উইকেট নেন ভারতের তরুণ তুর্কি।খেলার শুরুতে পিচ থেকে ভালোই সুইং পাচ্ছিলেন ভারতীয় বোলাররা। কিন্তু ভাগ্য দেবতা আজ বোধহয় ইংল্যান্ডের সহায় ছিলেন। তবে বলতেই হয় ব্যাজবল ক্রিকেটকে দূরে সরিয়ে এদিন বেশ সাবধানে ব্যাটিং করেন রুট- পোপ-স্টোকসরা। হাতে চোর পাওয়ার কারণে মাঝপথে মাঠ ছাড়েন ঋষভ পন্থ। তাঁর জায়গায় কিপিং করেছেন ধ্রুব জুড়েল। উইকেটের পেছনে তাঁকে বেশ সাবলীল লেগেছে। বুমরাহ এবং জাডেজা একটি করে উইকেট পেয়েছেন। ক্রিজে স্টোকস আর রুট। শুক্রবার প্রথম সেশনে ভারত আদৌ এই জুটি ভাঙতে পারে নাকি ব্রিটিশ ব্যাটাররা রানের পাহাড় তৈরি করেন এখন সেটাই দেখার।

 

spot_img

Related articles

বাংলাদেশে ফের গণপিটুনিতে মৃত যুবক: গ্রেফতার নিহতেরই সঙ্গী!

চাঁদাবাজ তকমা দিয়ে ফের এক যুবককে পিটিয়ে খুনের ঘটনা বাংলাদেশে। নির্বাচনের (Bangladesh election) মাত্র দুমাস আগে এই ঘটনায়...

বড়দিনে কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড! ভস্মীভূত অন্তত ৫০টি ঝুপড়ি

বড়দিনের আনন্দ মুহূর্তে বিষাদে পরিণত হল খাস কলকাতায়। বৃহস্পতিবার বিকেলে গার্ডেনরিচের পাহাড়পুর এলাকায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল...

প্রেমে প্রত্যাখ্যান! তরুণীকে বিষ খাইয়ে খুন প্রেমিকের

প্রেমের প্রস্তাবে (love proposal) রাজি না হওয়ায় তরুণীকে বিষ খাইয়ে খুনের অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে। মৃত...

বিরাটের খেলা দেখতে গাছে দর্শক, রোহিতের প্রণাম ভক্তের

আন্তর্জাতিক ম্যাচ হোক ঘরোয়া ক্রিকেট, বিরাট কোহলি-রোহিত শর্মার(Virat Kohli -Rohit Sharma) যেখানেই খেলবেন জনপ্রিয়তার গ্রাফ থাকবে উপরের দিকে।...