চরম ব্যর্থতা ফুটবল ফেডারেশনের! ISL শুরু সম্ভব নয়, জানালো আয়োজক সংস্থা

Date:

Share post:

চুক্তি সম্পন্ন করতে পারল না ভারতের ফুটবল ফেডারেশন। যার জেরে স্থগিত করে দেওয়া হল এবছরের ইন্ডিয়ান সুপার লিগ-এর (ISL) মত গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় ফুটবল প্রতিযোগিতা। বিজেপি জামানায় শিক্ষা সংস্কৃতিতে যেভাবে বারবার ধাক্কা লেগেছে, তার ঢেউ এবার এসে লাগলো ভারতীয় ঘরোয়া ফুটবলেও।

আইএসএল-এর আয়োজক সংস্থা ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড-এর (FSDL) তরফে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF) এবং আইএসএল-এ (ISL) অংশগ্রহণকারী সব ক্লাবগুলিকে চিঠি দিয়ে জানানো হলো ২০২৫-২৬ আইএসএল (ISL) স্থগিত রাখার কথা। তার কারণ হিসেবে তুলে ধরা হল, সংস্থার সঙ্গে এআইএফএফ-এর (AIFF) চুক্তি (contract) সংক্রান্ত অনিশ্চয়তাকে।

এফএসডিএল-এর (FSDL) সঙ্গে এআইএফএফ-র (AIFF) চুক্তি শেষ হচ্ছে ৮ ডিসেম্বর ২০২৫। সাধারণত আইএসএল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সেপ্টেম্বর থেকে এপ্রিল মাসের মধ্যে। ফলে এ বছরের প্রতিযোগিতা চলার মধ্যেই সেই চুক্তি (contract) শেষ হয়ে যাবে। অথচ এখনো আইএফএ-র তরফে চুক্তির পুনর্নবীকরণের কোনও উদ্যোগ নেওয়া হয়নি। এর ফলে আয়োজক সংস্থা এফএসডিএল স্পষ্ট জানিয়েছে, কোনও নিশ্চিত চুক্তির না থাকায় ডিসেম্বরের পরে তাদের পক্ষে কোনও পরিকল্পনা, আয়োজন বা ২০২৫-২৬ আইএসএল-কে বাণিজ্যিকরণের প্রক্রিয়া করা সম্ভব নয়।

আরও পড়ুন: কাজ করল না ভারতীয় পেস বোলিং অ্যাটাক, লর্ডসে সাবধানী ক্রিকেট ইংল্যান্ডের

আইএসএল-এর আয়োজক সংক্রান্ত বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। এফএসডিএল-এর ক্লাবগুলিকে পাঠানো চিঠিতে স্পষ্ট জানানো হয়েছে সেই কথা। কিন্তু এই চুক্তি পুনর্নবীকরণের বিষয়টিকে এখনও হালকা ভাবেই দেখা হয়েছে, তা উল্লেখ করা হয়েছে চিঠিতে। ফলে এআইএফএফ-র তরফ থেকে কোনও কন্ট্রাকচুয়াল স্ট্রাকচার তৈরি না হওয়ায় প্রতিযোগিতা সংঘটিত করা সম্ভব হচ্ছে না।

spot_img

Related articles

ওয়াংচুকের মুক্তির দাবিতে সুপ্রিম দ্বারস্থ স্ত্রী গীতাঞ্জলী

লাদাখে বিক্ষোভের ঘটনায় ধৃত সোনম ওয়াংচুকের (Sonam Wangchuk) বিস্তারিত পর এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত গবেষক -...

পুজোর ভিড়ে উৎশৃঙ্খলা, পাঁচ দিনে কলকাতায় গ্রেফতার ৬ হাজারের বেশি!

দুর্গাপুজোর (Durga Puja) বাঁধন ছাড়া উচ্ছ্বাস আর উন্মাদনার ভিড়ে যাতে আইনশৃঙ্খলা কোনভাবেই নিয়ন্ত্রণের বাইরে না যায় সেদিকে সজাগ...

কলকাতার সঙ্গে জুড়ে গেল চিন: ঘোষণা হল প্রথম উড়ানের দিন

ভারত সরকার চিনের সঙ্গে নতুনভাবে যোগাযোগের বার্তা দিয়েছিল। ভারত ও চিনের মধ্যে সরাসরি উড়ানের প্রস্তাবও হয়েছিল। এবার কলকাতা...

দুর্গাপুজোর বিসর্জনে বিপর্যয় মধ্যপ্রদেশে: ট্রাক্টর উল্টে মৃত ১১

দুর্গাপুজোর বিসর্জনে বড়সড় বিপর্যয় মধ্যপ্রদেশের (Madhyapradesh) খান্ডোয়া জেলায়। বিসর্জনের গ্রামবাসী বোঝাই ট্রাক্টর (tractor) উল্টে গিয়ে জলে পড়ে যান...