Thursday, December 18, 2025

প্রাইমারী টেট পরীক্ষায় ভুল প্রশ্নপত্র মামলা: ফের কমিটি গঠন হাই কোর্টের

Date:

Share post:

প্রাইমারী টেট পরীক্ষায় ‘ভুল প্রশ্ন’ সংক্রান্ত অভিযোগের মামলায় ফের নতুন কমিটি গঠন করল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এর আগে এই মামলাতেই একটি কমিটি গঠন করে দিয়েছিল উচ্চ আদালত। তবে, কয়েকটি প্রশ্ন নিয়ে কমিটির সদস্যদের মধ্যে মতভেদ তৈরি হওয়ায় শুক্রবার নতুন কমিটি (committee) গঠন করে দিয়েছে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চ।

মূলত: ২০১৭ এবং ২০২২ সালের প্রাথমিকের টেট (TET) পরীক্ষায় ৪৭টি প্রশ্নে ‘ভুল’ আছে, এই অভিযোগে মামলা হয়। সেই মামলার শুনানিতে গত বছরের অগস্টে বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চ কমিটি গঠন করার নির্দেশ দিয়েছিল। সেই কমিটির দায়িত্ব ছিল, ভুল প্রশ্ন সংক্রান্ত অভিযোগ যাচাই করে দেখার। তবে, কয়েকটি প্রশ্ন নিয়ে কমিটির (committee) সদস্যদের মধ্যে মতভেদ তৈরি হওয়ায় ওই কমিটি কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। তাই আবার নতুন কমিটি গঠন করে দিল হাইকোর্ট (Calcutta High Court)। বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুযায়ী, নতুন এই কমিটিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ও পর্ষদের একজন করে বিশেষজ্ঞ থাকবেন। দু সপ্তাহের মধ্যে এই কমিটি রিপোর্ট জমা করবে একক বেঞ্চে। এই কমিটি প্রশ্নপত্রে গণিত ও ইংরেজির ভুল প্রশ্নগুলি খতিয়ে দেখবে।

আরও পড়ুন: দেশে প্রচুর কমিশন আছে, সবাই পুলিশের তদন্ত প্রক্রিয়ায় হস্তক্ষেপ করতে পারে না; পর্যবেক্ষণ হাইকোর্টের

প্রসঙ্গত, ভুল প্রশ্ন মামলায় প্রথমে বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দিয়েছিলেন, ২০১৭ সালের প্রশ্ন বিশ্বভারতীর (Visva-Bharati) বিশেষজ্ঞ কমিটি খতিয়ে দেখবে। আর ২০২২ সালের প্রশ্ন খতিয়ে দেখবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) বিশেষজ্ঞ কমিটি। ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে বিষয়টি নিজেরাই খতিয়ে দেখার দাবি জানিয়ে ডিভিশন বেঞ্চে গিয়েছিল কমিশন। তবে পর্ষদের সেই দাবি খারিজ করে কমিটি গঠনের নির্দেশ দিয়েছিল বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চ। সেই কমিটিতে ছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয় এবং পর্ষদের বিশেষজ্ঞরা।

spot_img

Related articles

সেজে উঠেছে পার্ক স্ট্রিট, বিকেলেই ক্রিসমাস উৎসবে সূচনায় মুখ্যমন্ত্রী

দুপুরে শিল্প সম্মেলন, বিকেলে বড়দিনের উৎসবের সূচনা, বৃহস্পতিবার একগুচ্ছ কর্মসূচি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বিজনেস কনক্লেভের আবহে...

সংখ্যালঘু অধিকার দিবসে উন্নয়নের খতিয়ান তুলে ধরে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর 

বৃহস্পতিবার সংখ্যালঘু দিবসের শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সংখ্যালঘুদের উন্নয়নে বাংলার...

মহানগরীতে তাপমাত্রার গ্রাফ ঊর্ধ্বমুখী, উইকেন্ডে দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত নয়

বৃহস্পতির সকালে শহর কলকাতার তাপমাত্রা পারদ ১ ডিগ্রি বাড়ল। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)জানিয়েছে বড়দিনের আগে কনকনে...

হোটেল থেকে হোমস্টে, বড়দিনে জমজমাট শৈল শহরের বুকিং! 

উত্তরবঙ্গ জুড়ে ভরপুর শীতের আমেজ, সঙ্গে আবার উৎসবের মরশুম- তাই উচ্চবিত্ত থেকে মধ্যবিত্ত সকলেরই ক্রিসমাস (Christmas time) ডেস্টিনেশন...