Tuesday, January 13, 2026

ইস্টবেঙ্গলের ডার্বি খরা কাটানোর বার্তা দিয়েই সই বিপিনের

Date:

Share post:

চুক্তিটা আগেই হয়ে গিয়েছিল। অপেক্ষাটা ছিল শুধু ঘোষণা হওয়ার। রবিবারই একেবারে জোড়া ঘোষণা ইস্টবেঙ্গলের (Eastbengal)। দুই মরসুমের জন্য ইস্টবেঙ্গলে এলেন বিপিন সিং (Bipin Singh)। আইএসএল (ISL) লিগ শিল্ড থেকে ট্রফি দুটোই জিতেছেন এই তারকা ফুটবলার। তাঁকেই এবার দেখা যাবে লাল-হলুদ জার্সিতে। ইস্টবেঙ্গলে এসেই বড় বার্তা ভারতীয় দলের এই তারকা ফুটবলারের। ইস্টবেঙ্গলের (Eastbengal) ডার্বি খরা কাটানোর পাশাপাশি, ট্রফি হাতে নিতে চান তিনি।

গত মরসুমে খারাপ পারফরম্যান্সের পর থেকেই ইস্টবেঙ্গলকে (Eastbengal) নিয়ে জোর সমালোচনা শুরু হয়েছিল। এবার থংবোই সিংটোকে নিয়েই দল গোছাতে শুরু করেছিল ইস্টবেঙ্গল। সেখানেই একের পর এক তারকাকে তুলে নিচ্ছিল লাল-হলুদ ব্রিগেড। সেখানেই বড় চমক বিপিন সিং (Bipin Singh)। মুম্বই সিটি এফসির হয়ে দুরন্ত পারফরম্যান্সের পর এবার লাল-হলুদ জার্সিতে খেলবেন এই তারকা ফুটবলার। সেই তারকা ফুটবলারের সঙ্গেই আগামী দুই বছরের জন্য চুক্তিটা সেরে ফেলল ইস্টবেঙ্গল। লাল-হলুদ জার্সিতে এসে আপ্লুত এই তারকা ফুটবলারও।

লাল-হলুদে যোগ দিয়ে উচ্ছ্বসিত বিপিন সিং। তিনি জানিয়ছেন, “ইস্টবেঙ্গলের মতো ঐতিহ্যশালী ক্লাবে যোগ দিতে পেরে আমি গর্বিত। নিজের গোল করা এবং গোল করানোর সমস্ত দক্ষতা দিয়ে এই ক্লাবকে সাফল্য এনে দেওয়ার চেষ্টা করব আমি। ইস্টবেঙ্গলের জার্সিতে ডার্বি জিততে যেমন চাই, তেমনই চাই আমি ক্লাবের হয়ে ট্রফিও জিততে। ক্লাবের অসংখ্য সমর্থকদের সাফল্য উপহার দিতে চাই”।

শুধুমাত্র বিপিন সিংই (Bipin Singh) নয়,ভারতীয় দলের আরও এক স্ট্রাইকারকে দলে নিয়েছে ইস্টবেঙ্গল। ইন্টার কাশি থেকে এডমন্ড লালরিনডিকাকে দলে তুলে নিয়েছে লাল-হলুদ ব্রিগেড। ২০২৮ সাল পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি বাড়িয়েছে লাল-হলুদ ব্রিগেড। ভারতীয় দলের হয়ে যেমব ভালো পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। তেমনই ভালো পারফরম্যান্স প্রদর্শন করেছেন ইন্টার কাশির হয়েও।

গত মরসুমে ইস্টবেঙ্গলের আক্রমণ নিয়ে সবচেয়ে বেশি চর্চা হয়েছিল। সেই দিকেই এবার বাড়তি নজর রয়েছে লাল-হলুদ ব্রিগেডকে। এমন পরিস্থিতিতে বিপিন এবং লালরিনডিকা যে ইস্টবেঙ্গলের শক্তি অনেকটাই বাড়িয়ে দিল তা বলার অপেক্ষা রাখে না।

spot_img

Related articles

যৌনতার ট্যাবু ভেঙে সোশ্যাল মিডিয়ার নির্ভীক কন্ঠস্বর, জনপ্রিয়তার শিরোনামে গল্পকার সীমা!

ভারতীয় সংস্কৃতিতে যৌনতা (Sex) নিয়ে কথা বলার ক্ষেত্রে বরাবরই একটা ট্যাবু কাজ করেছে। খুব সহজ স্বাভাবিক বায়োলজিক্যাল একটা...

এসআইআর শুনানি ঘিরে রাজ্যজুড়ে ক্ষোভ! অবরোধ-বিক্ষোভে উত্তাল একাধিক জেলা

ভোটার তালিকায় ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ বা তথ্যগত অসঙ্গতি সংশোধনের নামে বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (SIR) ঘিরে রাজ্যের বিভিন্ন জেলায়...

বিজেপি বিধায়কের মুখে অশ্লীল ভাষা: শাস্তির বদলে সাফাই দিল রাজ্য নেতৃত্ব!

বাংলায় যে ধরনের ভাষা সন্ত্রাস আগে কখনও দেখা যায়নি, বিজেপির বাড় বাড়ন্ত হওয়ার পর সেই ছবিই এই রাজ্যে...

গঙ্গাসাগরে জনসমুদ্র! মাহেন্দ্রক্ষণের আগেই সাগরে ৬০ লক্ষের পুণ্যস্নান 

গঙ্গাসাগরে পুণ্যস্নানের জন্য রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি দেশের নানা রাজ্য থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী ভিড় জমিয়েছেন। মাহেন্দ্রক্ষণের আগেই...