Friday, January 30, 2026

বাঙালিদের বাংলাদেশি তকমা: প্রতিবাদে পথে নামছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Date:

Share post:

পরিকল্পিতভাবে বাঙালিদের উপরই আক্রোশ বিজেপির প্রতিটি প্রশাসনের। বিজেপি শাসিত রাজ্য মানেই বেছে বেছে বাংলাভাষীদের উপর একেক রকম অত্যাচার। বাংলার শাসকদলের পক্ষ থেকে বিভিন্ন ভাবে প্রতিবাদে সরব হয়েছেন নেতানেত্রীরা। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজেও সরব হয়েছেন। এরপরেও বিজেপির নির্লজ্জ প্রশাসন ও তার শীর্ষ নেতারা সদর্পে বলছেন বাঙালিদের (Bengali) তাঁরা থাকতে দেবেন না। তাই পথে নেমে প্রতিবাদই একমাত্র পথ। সেই প্রতিবাদ জোরালো করতেই প্রতিবাদ মিছিলে হাঁটবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। ১৬ জুলাই কলকাতাসহ (Kolkata) রাজ্যের সব জেলায় মিছিল করবেন তৃণমূল নেতা কর্মীরা।

প্রতিবেশী ওড়িশা, সুদূর মহারাষ্ট্র, রাজস্থান থেকে রাজধানী দিল্লিতে অত্যাচারিত বাংলাভাষী মানুষ। আদালতে মুখ পুড়েছে বিজেপি শাসিত রাজ্যগুলির। তারপরেও বাংলার প্রতি বিজেপি রাজ্যগুলির বিদ্বেষ মিটছে না। এবার অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma) নেমেছেন মাঠে। অসম থেকে বাংলাভাষী মানুষদের তাড়িয়ে দেওয়ার প্রস্তুতি হিসাবে মাতৃভাষার জায়গায় বাংলা লেখা প্রতিটি নাগরিককে বিদেশী ঘোষণা করার কথা প্রকাশ্যে বলেছেন। সবথেকে আশ্চর্যের বিষয়, বাঙালিদের অপমান, অসম্মান ও অত্যাচারের নিন্দা, প্রতিবাদ হলেও কোথাও বিজেপি পক্ষ থেকে তার জন্য এতটুকু অনুশোচনা প্রকাশ করা হয়নি। এমনকি রাজ্যের বিজেপি নেতা থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা পর্যন্ত বাঙালিদের এই অপমান, অত্যাচারের প্রতিবাদে একটি বাক্য প্রয়োগ করেননি।

আরও পড়ুন: দিল্লিতে অনিশ্চিত বাঙালিদের জীবন: কথা বললেন তৃণমূল সাংসদরা

এহেন বাঙালি বিরোধী বিজেপির বিরুদ্ধে সরব হওয়ার প্রয়োজনীয়তা কতটা, তা বুঝিয়ে দিতে ১৬ জুলাই মিছিল করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। কলেজ স্ট্রিট থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করবেন তিনি কলকাতায়। আবার ওই দিন গোটা রাজ্যে মিছিলে অংশ নেবেন তৃণমূল নেতা কর্মীরা। রাজ্যে তৃণমূলের প্রতিটি সাংগঠনিক জেলায় মিছিল করা হবে, জানালেন মহিলা তৃণমূল কংগ্রেস নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

spot_img

Related articles

রাজ্য পুলিশের নতুন ডিজি পীযূষ পাণ্ডে, রাজ্যজুড়ে পুলিশ আধিকারিকদের ব্যাপক রদবদল

নির্বাচনের আগে রাজ্য পুলিশের গুরুত্বপূর্ণ সব পদে রদবদলের ঘোষণা হল শুক্রবার। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের অবসরগ্রহণের আগেই...

মাধ্যমিকের আগে অ্যাডমিট বিভ্রাট: কড়া পদক্ষেপ হাইকোর্টের

মাধ্যমিক পরীক্ষার আগে অ্যাডমিট কার্ড নিয়ে বিভ্রাট নতুন নয়। এবছরও তার ব্যতিক্রম হল না। ফের একবার কলকাতা হাই...

রাজ্যের ঘরোয়া উৎপাদন বাড়ল: সংসদে তথ্য পেশ কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের

২০২৪-২৫ অর্থবর্ষে বর্তমান মূল্যে পশ্চিমবঙ্গের নেট রাজ্য ঘরোয়া উৎপাদন - এনএসডিপি ৯.৮৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৬.৩২ লক্ষ কোটি...

আনন্দপুর-অগ্নিকাণ্ডে BJP-র দ্বিচারিতা: মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য মোদির, শুভেন্দু রাজ্যের কাছে চান ৫০ লাখ!

বিধানসভা নির্বাচনের আগে হওয়া গরম করতে বিজেপি নেতা ঘটনাস্থলে দাঁড়িয়ে মৃতদের পরিবার পিছু ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ...