আগামী ১৯ জুলাই সিএফএল (CFL) প্রিমিয়ারে কলকাতা ডার্বি (Kolkata Derby)। কার্যত মরসুমের এটাই প্রথম ডার্বি। আর সেই ম্যাচ নিয়ে সমর্থকরা তো বটেই, ধোঁয়াশায় খোদ দুই প্রধান মোহনবাগান (Mohunbagan), ইস্টবেঙ্গলও (Eastbengal)। ম্যাচের দিন তো ঠিক হয়েছে। কিন্তু তারা খেলবেটা কোথায়। আইএফএ-র (IFA) তরফে এখনও পর্যন্ত তাদের খেলার ভেন্যুটা পর্যন্ত জানানো হয়নি। এদিকে ম্যাচ শুরু হতে বাকি রয়েছে মাত্র পাঁচ দিন। কিন্তু দুই প্রধান এখনও পর্যন্ত জানে না কোথায় তারা খেলবে। আইএফএ-র চূড়ান্ত অপেশাদারিত্বর আবারও যেন একটা নিদর্শন সকলের সামনে।

এবারের সিএফএল (CFL) শুরু হওয়ার পর থেকেই আইএফএ-র একের পর অক ব্যর্থতা সকলের সামনে এসেছে। কখনও সেটা স্টেডিয়ামের প্রেস বক্সে চূড়ান্ত বিশৃঙ্খলা তো কখনও ম্যাচ করতে না পারা। যেমন রবিবার বৃষ্টির জন্য কল্যানী স্টেডিয়ামে এসোস রেনবো এসি বনাম মহমেডান এসির ম্যাচই স্থগিত করে দিতে হয়েছে। কার্যত সিএফএল প্রিমিয়ার নিয়ে সমালোচনা এখন তুঙ্গে।

এরইমাঝে নতুন জল্পনা সিএফএল প্রিমিয়ারের ডার্বি হওয়া ঘিরে। কোথায় হবে ডার্বি ম্যাচ! হাতে রয়েছে পাঁচ দিন। কিন্তু এখনও পর্যন্ত ঠিক হয়নি যে কোন ভেন্যুতে হবে সেই ম্যাচ। সেইসঙ্গে টিকিট নিয়েও এখনও পর্যন্ত কোনওরকম নিশ্চিত ধারনা নেই দুই ক্লাবের কাছেই। গত দুই মরসুম আগেই আইএসএলে সর্বোচ্চ টিকিট বিক্রির রেকর্ড গড়েছিল মোহনবাগান সুপারজায়ান্ট (MBSG)। ১ কোটি ৬৪ লক্ষ টাকার টিকিট বিক্রি করেছিল তারা।

কিন্তু এবার সিএফএল প্রিমিয়ার লিগে ডার্বি হবে এই টুকুই সকলে জানে। কিন্তু যারা মাঠে নামবে সেই দুই দল মোহনবাগান (Mohunbagan) এবং ইস্টবেঙ্গল (Eastbengal) এখনও পর্যন্ত জানেই না তারা কোথায় খেলবে। এমনতি টিকিট কখন পাওয়া যাবে। কবে থেকে টিকিট বিক্রি করা যাবে সেই নিয়েও কোনওরকম খবর তাদের কাছে নেই। আইএফএ-র ব্যর্থতা নিয়ে প্রশ্ন কিন্তু বারবারই উঠছে।

–

–

–

–

–

–

–
–
–
–
–