নবান্নে সোমবার চলছিল রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠক চলাকালীন হঠাৎই অসুস্থ হয়ে পড়েন রাজ্যের মৎস্য মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী। সূত্রের খবর, আচমকাই তাঁর রক্তচাপ বেড়ে যায় এবং তিনি অস্বস্তি অনুভব করতে থাকেন।

ঘটনার গুরুত্ব বুঝে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে সঙ্গে নবান্নের চিকিৎসকদের ডেকে পাঠানোর নির্দেশ দেন। দ্রুত চিকিৎসকরা এসে মন্ত্রীর প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করেন এবং উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ দেন। এই ঘটনায় বৈঠকস্থলে উপস্থিত অন্যান্য মন্ত্রীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মুখ্যমন্ত্রী বারবার সহকর্মীদের প্রতি ‘শরীরের যত্ন নেওয়ার’ পরামর্শ দিলেও, এমন হঠাৎ পরিস্থিতি অনেককেই উদ্বিগ্ন করে তোলে।

পরবর্তী চিকিৎসার স্বার্থে মন্ত্রী বিপ্লব রায়চৌধুরীকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, সেখানে তাঁর বিশদ স্বাস্থ্য পরীক্ষা করা হবে। বর্তমানে মন্ত্রীর শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল, তবে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। রাজ্য প্রশাসনের উচ্চ পর্যায় থেকে মন্ত্রীর সুস্থতা কামনা করে দ্রুত আরোগ্যের বার্তা জানানো হয়েছে।

আরও পড়ুন – অনন্ত মহারাজকে বিজেপি থেকে সরানোর প্রক্রিয়া শুরু! শমিকের উত্তরবঙ্গ সফরে ইঙ্গিত

_

_

_

_

_

_

_
_
_
_
_