Monday, December 15, 2025

ফের রাজ্যপালের দায়িত্বে বিজেপি-র এক প্রাক্তন রাজ্য সভাপতি! কোন রাজ্যে অসীম

Date:

Share post:

রাজ্যপালের পদটিকে রাজনৈতিক করে ফলছে পদ্মশিবির। একের পর এক বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিদের রাজ্যপালের দায়িত্ব দেওয়া হচ্ছে। ফের বঙ্গ বিজেপিরই এক প্রাক্তন রাজ্য সভাপতিকে দেওয়া হচ্ছে রাজ্যপালের দায়িত্ব। ১৯৯৯ থেকে ২০০২ পর্যন্ত বঙ্গ বিজেপির দায়িত্বে থাকা অসীম ঘোষকে (Ashim Ghosh) হরিয়ানার (Haryana) রাজ্যপাল নিযুক্ত করা হয়েছে। সোমবার, এই ঘোষণা করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু৷ হরিয়ানার রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয়র স্থলাভিষিক্ত হবেন অসীম।

১৯৯১ সালে বিজেপিতে (BJP) যোগদান করেন অসীম ঘোষ। ১৯৬৬ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপনা করেছেন আরএসএস ঘনিষ্ঠ এই বিজেপি নেতা। ছিলেন রাজ্য বিজেপির বুদ্ধিজীবী সেলের সদস্য। ১৯৯৬-এ বিজেপির রাজ্য সম্পাদক এবং ১৯৯৮-এ হন রাজ্য সহ-সভাপতি। বিজেপির ‘এক ব্যক্তি, এক পদ’ নীতির কারণে কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পরে ১৯৯৯ সালে রাজ্য বিজেপির সভাপতি পদ ছাড়তে হয় তপন শিকদারকে। সে সময়ে প্রথমে সভাপতি হিসেবে মনোনীত করা হয় অসীমকে। কিন্তু ২০০০ সালে সাংগঠনিক নির্বাচনে প্রবীণ বিজেপি নেতা সুকুমার বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয় অসীমের। ৩৪ ভোটে হারিয়ে সভাপতি নির্বাচিত হন অসীম। সেই সময় গেরুয়া শিবিরের বর্তমান রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, রাহুল সিনহা, কর্নেল সব্যসাচী বাগচী, পরশ দত্তরা ছিলেন সুকুমার বন্দ্যোপাধ্যায়-পন্থী। আর অসীমের পক্ষে ছিলেন তপন শিকদার। শেষ পর্যন্ত আরএসএসের সমর্থন অসীমই জয়ী হন। আর জয়ী হয়েই শমীক, সুকুমার, সব্যসাচী, রাহুল, পরশদের নিজের কমিটি থেকে সরিয়ে দেন অসীম।

১৯৯৯ থেকে ২০০২ পর্যন্ত বিজেপির (BJP) রাজ্য সভাপতির দায়িত্ব পালন করে অসীম। এর ত্রিপুরার পর্যবেক্ষকের দায়িত্বভার পালন করেছিলেন। তবে, সক্রিয় রাজনীতি থেকে দূরে অসীম ঘোষকে বিজেপি চিন্তন শিবিরে ছিলেন। ২০০৪-২০০৬ পর্যন্ত বিজেপির রাষ্ট্রীয় কর্মসমিতির সদস্য ছিলেন। এবার তাঁকে রাজ্যপাল করলেন রাষ্ট্রপতি। এর আগে প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি তথাগত রায়কেও ত্রিপুরা ও মেঘালয়ের রাজ্যপালের দায়িত্ব দেওয়া হয়৷

এ দিন হরিয়ানা ছাড়াও গোয়ার রাজ্যপাল এবং কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের নতুন উপরাজ্যপালদের নিযুক্ত করেছেন দ্রৌপদী মুর্মু। গোয়ার নতুন রাজ্যপাল হলেন পুষাপতি অশোক গজপতি রাজু। লাদাখের উপরাজ্যপালের দায়িত্ব পেলেন বিজেপি নেতা কভিন্দর গুপ্তা।
আরও খবরএসএসসির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে শুনানি শেষ ডিভিশন বেঞ্চে, রায়দান স্থগিত

spot_img

Related articles

শুভশ্রীকে কুরুচিকর ট্রোল! থানায় অভিযোগ দায়ের রাজের

দোষের মধ্যে একটাই, মেসির সাথে ছবি তোলা। সেই নিয়েই সোশ্যাল মিডিয়া জুড়ে ট্রোলের বন্যা বয়ে গিয়েছে শুভশ্রীকে নিয়ে।...

কোথায় গেল ‘পুজ্য বাপু’! গান্ধীজির নাম সরিয়ে রাম-নাম প্রতিষ্ঠার চেষ্টায় তোপ তৃণমূলের

একশো দিনের কাজের নাম বদলের অপচেষ্টা বেশ কয়েকদিন ধরে করে চলেছে বিজেপি। আর এবার সমস্ত লজ্জা শরমের মাথা...

এলএমটেনের সঙ্গে সাক্ষাৎ করতে দিল্লিতে দর ১ কোটি! বিমান বিভ্রাটের কবলে মেসি

সোমবার মেসির ভারত সফরের শেষ দিন। কলকাতা, হায়দরাবাদ, মুম্বইয়ের পর মেসির শেষ গন্তব্য রাজধানী দিল্লি(Delhi)। শেষ দিনেও একগুচ্ছ...

প্রায় তিন কোটির ক্ষতি: যুবভারতীর ক্ষতির ক্ষতিপূরণ চেয়ে জনস্বার্থ মামলা

ফুটবল সমর্থকদের ভাঙচুরের সাক্ষী আগেও থেকেছে যুবভারতী ক্রীড়াঙ্গন। তবে এবার নজিরবিহীন। গ্যালারিতে সিট ভাঙচুর থেকে ফেন্সিং (fencing) ভাঙচুরেই...