মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে বৈঠকেও মিলল না রফাসূত্র। এদিকে রাতভর অবস্থান বিক্ষোভের সিদ্ধান্ত জানিয়েও কয়েকঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত বদল করলেন চাকরিহারারা। জানা গিয়েছে, আপাতত অবস্থানের সিদ্ধান্ত প্রত্যাহার করছেন তাঁরা। যদিও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা করেছেন চাকরিহারা শিক্ষকরা। সপ্তাহান্তে ফের পথে নামার হুমকি দিয়েছেন তাঁরা।

এই প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, চাকরিহারা শিক্ষকদের সঙ্গে মুখ্যসচিবের বৈঠক হয়েছে এটা একটি ইতিবাচক বিষয়। রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী চাইছেন এই আইনি লড়াইয়ের জট কেটে শিক্ষকরা স্কুলে ফিরে যাক। রাজ্য সরকার যথাসাধ্য এই বিষয়ে চেষ্টা করছে। কিন্তু কেউ কেউ ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থে শিক্ষকদের আন্দোলনকে হাতিয়ার করছেন সেটা সত্যিই দুর্ভাগ্যজনক। চাকরিহারা শিক্ষকদের পাশে রাজ্য সরকার রয়েছেন। মুখ্যমন্ত্রী রয়েছেন। কিন্ত যারা রাজনৈতিক স্বার্থে চাকরিহারা শিক্ষকদের ব্যবহার করছেন সেটা একেবারেই অবাঞ্ছিত।

প্রসঙ্গত, এসএসসি কাণ্ডে আন্দোলনরত চাকরিহারারা শিক্ষকরা সোমবার মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন। পরে ২০ জন প্রতিনিধির একটি দল মুখ্যসচিবের সঙ্গে বৈঠকে বসেন। সেই বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনার ও অন্যান্য শীর্ষ প্রশাসনিক আধিকারিকরাও। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চাকরিহারারা জানান, “মুখ্যসচিব আমাদের কথা শুনেছেন, নোটও করেছেন। যদিও এদিন তাঁরা রাতভর অবস্থানের হুঁশিয়ারি দিলেও শেষ পর্যন্ত তা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেন। তবে সাফ জানিয়ে দেন, সপ্তাহের শেষে ফের পথে নামবেন তাঁরা।

আরও পড়ুন- সামুদ্রিক পণ্য রফতানিতে নতুন রেকর্ড রাজ্যের, আয় ছাড়ালো ৪,৩৩৩ কোটি

_

_

_

_

_

_

_
_
_
_
_