Thursday, August 21, 2025

আমার সাফল্যের মূল শক্তি: মা আরতি রায়কে হারিয়ে লিখলেন শোকবিহ্বল পুত্র রাইস-অ্যাডামাস গ্রুপের কর্ণধার সমিত

Date:

Share post:

প্রয়াত রাইস-অ্যাডামাস গ্রুপের কর্ণধার সমিত রায়ের (Samit Ray) মা আরতি রায় (Arati Ray)। সোমবার সন্ধে ৬টা ৩৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গত ২০ দিন ধরে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন ছিলেন তিনি। ১৯৮৫ সাল থেকে আমৃত্যু ‘রাইস এডুকেশন’-এর অন্যতম ডিরেক্টর ছিলেন আরতিদেবী। মঙ্গলবার সকালে বাসভবনে শায়িত ছিল তাঁর দেহ। অসংখ্য মানুষ, আত্মীয়-পরিজন শেষ শ্রদ্ধা জানান।

সমিত রায়ের (Samit Ray) তরফে শোক সংবাদ জানিয়ে বলা হয়, “রাইস-অ্যাডামাস গ্রুপ গড়ে ওঠার পেছনে আমার মা-এর ভূমিকা অপরিসীম।“ তিনি লেখেন, “১৯৮৫ সাল থেকে আমৃত্যু তিনি ‘রাইস এডুকেশন’- এর অন্যতম ডিরেক্টর ছিলেন। চল্লিশ বছরের এই গ্রুপের সমৃদ্ধির মূলে আমার পরিবারের সাথে সাথে প্রায় কয়েক হাজার কর্মীর অবদান রয়েছে। চেয়ারম্যান হিসেবে, প্রথম প্রজন্মের উদ্যোগপতি হিসেবে আমার সাফল্যের পেছনে মূল শক্তিই ছিলেন আমার মা। যখন আমি প্রথম ইনস্টিটিউট শুরু করি, অর্থাভাবে যখন ক্লাসরুম গড়ে তুলতে পারছি না, মা তাঁর শেষ সম্বল গলার সোনার হারটি আমার হাতে তুলে দিয়ে বলেছিলেন, সেটা বন্ধক রেখে কিছু অর্থ জোগাড় করে কাজ সম্পন্ন করতে। রাইস-অ্যাডামাস গ্রুপের এই বিপুল কর্মকান্ডের পেছনে তাঁর অনুপ্রেরণা অবিস্মরণীয়। তিনিই ছিলেন মূল চালিকা শক্তি। এই শক্তির মূল্যায়ন জাগতিকভাবে সম্ভব নয়। এই শক্তির ভূমিকা শুধু আমিই জানি। মা’র এই অবদান ইতিহাসে লেখা থাকবে না, গ্রুপের অনেকেই জানবে না কিন্তু আমার পক্ষে তা ভুলে যাওয়া সম্ভব নয়। তাই তাঁর মৃত্যু আজ এক অসীম শূন্যতার সৃষ্টি করেছে।“

আরতিদেবীর মৃত্যুতে রাইস অ্যাডামাস গ্রুপের সব শীর্ষস্থানীয় প্রশাসক, শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী, ছাত্র-ছাত্রীরা শোকস্তব্ধ। গভীর শোকের সঙ্গে সমিত রায় জানান, “আপনাদের সবার শুভ কামনা ও শক্তি এই গভীর শোকের মুহূর্তে আমার ও আমার পরিবারকে এগিয়ে যাওয়ার শক্তি যোগাবে বলেই আমার দৃঢ় বিশ্বাস।“
আরও খবরমঙ্গলে নক্ষত্রপতন ভারতীয় বিনোদন জগতে, প্রয়াত প্রযোজক-অভিনেতা ধীরজ কুমার

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...