Thursday, December 4, 2025

বাংলাদেশে ভাঙা শুরু সত্যজিৎ-উপেন্দ্রকিশোরের পৈতৃক বাড়ি! সরব মমতা

Date:

Share post:

শিক্ষা থেকে শিল্প-সাহিত্য, বাংলাদেশে বিপর্যস্ত শিল্পী ও তাঁদের সৃষ্টি। মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার যে সুশাসনের দাবি জানাচ্ছে তার আরেক নজির উঠে এলো জমিদারদের শহর ময়মনসিংহ (Mymensingh) থেকে। এবার সেখানে উন্নয়নের নামে ভাঙা শুরু হল শিশু সাহিত্যিক উপেন্দ্রকিশোর রায় চৌধুরি (Upendrakishore Ray Chowdhury) তথা সত্যজিৎ রায়ের (Satyajit Ray) পৈতৃক ভিটে (ancestor house)। ঘটনায় ইতিমধ্যেই সরব হয়েছেন বাংলাদেশের বিশিষ্ট নাগরিকরা। এই ঘটনায় সরব বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার সংস্কৃতির অন্যতম নিদর্শনের রক্ষায় একদিকে বাংলাদেশ (Bangaldesh) সরকার অন্যদিকে ভারত সরকারের হস্তক্ষেপ দাবি করলেন তিনি।

বাংলাদেশ শিশু একাডেমির উদ্যোগে শুরু হয়েছে ময়মনসিংহে সত্যজিৎ রায়ের পিতৃপুরুষের বাসস্থান ভাঙার কাজ। ইতিমধ্যেই বাড়ির সামনের অংশ ভেঙে বদলে ফেলা হয়েছে বাড়ির চেহারা। শিশু একাডেমির দাবি, তাঁরা নতুন করে শিশু একাডেমির বাড়ি তৈরি করবেন সেখানে। একটি ঐতিহ্যশালী বাড়ি সম্পূর্ণ ভেঙে এই নতুন নির্মাণ কাজে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, খবরে প্রকাশ যে, বাংলাদেশের ময়মনসিংহ শহরে সত্যজিৎ রায়ের (Satyajit Ray) ঠাকুরদা, স্বয়ং স্বনামধন্য সাহিত্যিক-সম্পাদক উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর স্মৃতিজড়িত তাঁদের পৈতৃক বাড়িটি নাকি ভেঙে ফেলা হচ্ছে। ভাঙার কাজ শুরু হয়ে গিয়েছিল বলে খবর প্রকাশিত।

সেখানেই উদ্বেগের সঙ্গে তিনি জানান, এই সংবাদ অত্যন্ত দুঃখের। রায় পরিবার বাংলার সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক। উপেন্দ্রকিশোর (Upendrakishore Ray Chowdhury) বাংলার নবজাগরণের একজন স্তম্ভ। তাই আমি মনে করি, এই বাড়ি বাংলার সাংস্কৃতিক ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত।

আরও পড়ুন: বিহারে SIR-এর বাস্তব সত্য তুলে ধরে রাজরোশে! সাংবাদিকের বিরুদ্ধে মামলা

এই প্রসঙ্গে তিনি দাবি করেন, আমি বাংলাদেশ (Bangladesh) সরকার ও ওই দেশের সমস্ত শুভবুদ্ধিসম্পন্ন মানুষের কাছে আবেদন করব, এই ঐতিহ্যশালী বাড়িটিকে রক্ষা করার জন্য। ভারত সরকার বিষয়টিতে নজর দিন।

spot_img

Related articles

“এখনও নিজের নাম তালিকায় তুলিনি”! এনুমারেশন ফর্ম ফিল আপ নিয়ে কী জানালেন মুখ্যমন্ত্রী

বাংলাজুড়ে SIR-এর কাজ চলছে। এনুমারেশন ফর্ম বিতরণ শেষ। এবার শুরু হয়েছে সার্ভারে আপলোডের কাজ। একদিকে প্রথম থেকেই কাজের...

সহ্য় হয় না নিজের থেকে সুন্দরদের! হরিয়ানার তরুণীর রোষের শিকার সন্তান-সহ ৪ শিশু

বিয়ে বাড়ির ভিতরেই ৬ বছরের ভাইঝিকে জলে ডুবিয়ে খুনের অভিযোগ তরুণীর বিরুদ্ধে৷ হরিয়ানার (Haryana) পানিপথের ঘটনার তদন্তে নেমে...

বিজয় হাজারের সঙ্গে খেলতে চান মুস্তাক আলিও! রোহিতের লক্ষ্য কি টি২০-তে প্রত্যাবর্তন?

টি২০ আন্তজার্তিক থেকে অবসর নেওয়ার পরও সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে(Syed Mushtaq Ali Trophy) খেলতে চলেছেন রোহিত শর্মা(Rohit Sharma)।...

ওয়াকফের নামে গুজব ছড়ানো হচ্ছে, কান দেবেন না: সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

"সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। ওয়াকফ নিয়ে আমরা কিছু করিনি, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমরা বিধানসভায়...