Wednesday, August 20, 2025

বাংলাভাষীদের ধরতে ডবলইঞ্জিনের রাজ্যে কেন্দ্রের গোপন বিজ্ঞপ্তি! বিস্ফোরক অভিযোগ মমতার

Date:

Share post:

ডবলইঞ্জিনের রাজ্যে লাঞ্ছিত, নিপীড়ত বাংলাভাষী মানুষ। প্রতিবাদে রাজপথে গর্জে উঠলেন তৃণমূল (TMC) সভানেত্রী তথা বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee)। বৃষ্টিতে ভিজে কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল শেষে মঞ্চ থেকে গর্জে ওঠেন তিনি। বিস্ফোরক অভিযোগ করেন মমতা। বলেন, “ভারত সরকার একটি নোটিফিকেশন করেছে। সেটি আমরা চ্যালেঞ্জ করব। লুকিয়ে লুকিয়ে করে যেখানে বিজেপি আছে সেখানে পাঠিয়েছে। সেখানে পরিষ্কার বলা হয়েছে, যাকেই সন্দেহ হবে, বাংলায় কথা বলে, তাঁকে অ্যারেস্ট করবে, হোল্ডিং এরিয়া-ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে।“

বুধবার, মঞ্চে প্রধান বক্তা ছিলেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। ভাষণের শুরু থেকেই কেন্দ্রে বিজেপি (BJP) সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন তিনি। বিজেপিশাসিত রাজ্যে বাংলাভাষী শ্রমিকদের হেনস্থার বিষয় নিয়ে গর্জে ওঠেন তৃণমূল সুপ্রিমো। বিস্ফোরক অভিযোগ করে তিনি বলেন, “আমি অত্যন্ত লজ্জিত, ব্যথিত, দুঃখিত, মর্মাহত ভারত সরকার এবং বিজেপির এই আচরণে। ভারত সরকার একটি নোটিফিকেশন করেছে। সেটি আমরা চ্যালেঞ্জ করব। লুকিয়ে লুকিয়ে নোটিফিকেশন করে যেখানে বিজেপি আছে সেখানে পাঠিয়েছে। সেখানে পরিষ্কার বলা হয়েছে, যাকেই সন্দেহ হবে, বাংলায় কথা বলে, তাঁকে অ্যারেস্ট করবে, হোল্ডিং এরিয়া-ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে। এমনকী কেউ আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেলেও।”

মমতা অভিযোগ করেন, বিনা বিচারে একমাস জেলে রাখা হবে। এতো জরুরি অবস্থার থেকেও ভয়ঙ্কর। কয়েকদিন আগে বিজেপি ইন্দিরা গান্ধীর আমলের এমার্জেন্সির বিরোধিতায় দিন পালন করে বিজেপি- সেই বিষয়টি কটাক্ষ করে মমতা বলেন, “এটা তো More then emergency “যাকেই সন্দেহ হবে জেলে নিয়ে এক মাস রেখে দিতে পারো। বিনা বিচারে এক মাস রেখে দেবেন? এটা কী! এ তো জরুরি অবস্থার থেকেও বেশি। ইন্দিরা গান্ধীকে গালাগাল দিয়ে সুপার ইমার্জেন্সি ডে পালন করলেন। তা হলে আপনারা কী রয়েছেন! এ তো জরুরি অবস্থার থেকেও বেশি কিছু। অবৈধ ভাবে আইন করেছে, যে আইনের মানে বোঝে না”।

বাংলার মুখ্যমন্ত্রী বলেন, “আমরা সব ভাষাকে সম্মান জানাই। এর মানে এটা হয় না যে আপনারা বাঙালির উপর অত্যাচার করবেন, এটা হতে পারে না। আমরা বাঙালির উপর অত্যাচার করতে দেব না। আপনারা কী ভেবেছেন? বাংলা ভাষায় কথা বললে রোহিঙ্গা বলে দেবেন?“

মোদি সরকারকে তীব্র আক্রমণ করে তৃণমূল (TMC) সভানেত্রী বলেন, “বিজেপি কি দেশের জমিদারি পেয়ে গিয়েছে? যাকে ইচ্ছা জেলে পাঠিয়ে দিচ্ছে। বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি রোহিঙ্গা বলে দিচ্ছে। বাংলাদেশ তো আলাদা দেশ। রোহিঙ্গা তো মায়ানমারের। তাতে আমাদের এখানে কী! পশ্চিমবঙ্গের নাগরিকদের কাছে আধার কার্ড, প্যান কার্ড রয়েছে। আমাদের ২২ লক্ষ বাংলার মজদুর আছে। তাঁরা বাংলায় থাকলে অনেক ভাল থাকতে পারেন। তাঁদের দিয়ে কাজ করাবে, আর বাংলায় কথা বললেই তাঁকে জেলে নিয়ে যাবে, ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে। কেন? কোন অধিকারে? পশ্চিমবঙ্গ কি ভারতের অঙ্গ নয়?” প্রশ্ন তুলে ক্ষোভ উগরে দেন মমতা।
আরও খবরপরিযায়ী শ্রমিক মামলা! কেন্দ্রকে রিপোর্ট জমার নির্দেশ হাইকোর্টের

spot_img

Related articles

ডুরান্ড অভিষেকেই ইতিহাস তৈরি ডায়মন্ড হারবারের, সেমিফাইনালেই বিদায় লাল-হলুদ ব্রিগেড

বড় ম্যাচ জিতে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ইমামি ইস্টবেঙ্গল এফসি (EEBFC)। আর অন্যদিকে ডুরান্ড...

বাঁকুড়ার ডেকরেটার্স মালিক খুন মামলায় দোষী সাব্যস্ত! কর্মী-সহ ৩ জনের যাবজ্জীবন

ডেকরেটার্স মালিক খুনের চার বছর পর রায় দিল বাঁকুড়া জেলা আদালত। যাবজ্জীবন কারাদণ্ড হল এক কর্মী-সহ তিন অভিযুক্তের।...

অভিষেকের উদ্যোগ! এসপ্ল্যানেড রো ওয়েস্টের নতুন নাম হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’ 

মধ্য কলকাতার এসপ্ল্যানেড রো ওয়েস্টের নামকরণ করা হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’। উদ্যোগী ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

বারবার ৩ বার, ফের প্রধানমন্ত্রীর সভায় ব্রাত্য দিলীপ!

ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভায় আমন্ত্রণ জানানো হল না বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতি দিলীপ ঘোষকে...