Monday, December 29, 2025

নদী পার হওয়ার সময় আচমকা হড়পা বান! কোনক্রমে বাঁচলেন বাসযাত্রীরা

Date:

Share post:

খরস্রোতা নদী পার হওয়ার সময় আচমকা হড়পা বানে (flash flood) আটকে পড়ল যাত্রীবাহী বাস। আলিপুরদুয়ারের (Alipurduar) মাদারিহাটে বাঙড়ি নদীতে (Bangri river) হড়পা বানের ঘটনায় যদিও কোনও ক্ষয়ক্ষতি হয়নি। নিরাপদে বাসের যাত্রীদের বের করে পাড়ে নিয়ে আসা সম্ভব হয়। পরে প্রশাসনের তৎপরতায় বাসটিকে পাড়ে তোলা হয়।

আলিপুরদুয়ার এলাকায় সাধারণত পাহাড়ি নদী পার হয়েই যাত্রী পরিবহন করে বেসরকারি বাসগুলি। নদীতে জল কম থাকায় যাত্রী পরিবহনে কোনও সমস্যা হয় না। তবে প্রতিবছর মাদারিহাটে বাঙড়ি নদীতে হড়পা বান আসে। তাতে দুর্ভোগের শিকার হয় স্থানীয় মানুষজন। ভুটান থেকে নেমে আসা ওই পাহাড়ি নদীকে কোনও ভাবেই বশ করা সম্ভব হয়নি। বুধবার সকালে ভুটান (Bhutan) পাহাড়ে প্রবল বর্ষণের ফলে ফের একবার হড়পা বান আসে বাঙড়ি নদীতে (Bangri river)। আর এদিন আচমকা আসা সেই হড়পা বানে নদীর প্রায় মাঝামাঝিতে আটকে পড়ে একটি যাত্রীবাহী বাস।

আরও পড়ুন: ভূতের আধার! দেশের ১০ কোটি মৃত মানুষের আধার কার্ড এখনও বাতিল হয়নি

ঘটনাটি ঘটেছে মাদারিহাটে জামতলা এলাকায়। ভাগ্যের জোরে প্রাণে বেঁচে গেছে টোটোপাড়া থেকে মাদারিহাটগামী ওই বাসের যাত্রীরা। কোনওক্রমে বাস থেকে নেমে প্রাণে বাঁচে যাত্রীরা। নদীর হাঁটু জল পেরিয়ে স্রোতের মধ্যে দিয়ে পাড়ে উঠে আসেন তাঁরা। যাত্রীরা সময়মত বিপদের আঁচ পেয়ে নিরাপদ জায়গায় চলে যাওয়ায় কারো কোনও ক্ষতি হয়নি। নদীর জল কমলে, দুপুর দেড়টা নাগাদ ক্রেন ও পে লোডার দিয়ে নদীতে আটকে পড়া বাসটি তোলা হয়। মাদারিহাট থানার ওসি অসীম মজুমদার জানান, বাস নদীতে আটকে পড়লে সময়মত যাত্রীরা বেরিয়ে আসায় কেনো দুর্ঘটনা ঘটেনি। পরে বাসটিকে নদী থেকে তোলা হয়েছে।

spot_img

Related articles

অন্ধ্রপ্রদেশে টাটানগর-এর্নাকুলাম এক্সপ্রেসে ভয়াবহ আগুন, পুড়ে ছাই একাধিক কামরা

রবিবার মধ্যরাতে অন্ধ্রপ্রদেশের ইয়ালামানচিল্লিতে টাটানগর-এর্নাকুলাম এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড। ১৫৮ জন যাত্রীবোঝাই ট্রেনে প্যান্ট্রি কারের ঠিক পাশেই দুটি কোচে...

আজ দুর্গা অঙ্গনের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী, ১৭ একরেরও বেশি জমিতে প্রকল্পের সূচনা

নিউটাউনে আজ 'দুর্গা অঙ্গন'-এর শিলান্যাস করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দিঘার জগন্নাথ মন্দির (Jagannath Temple) নির্মাণের...

ভুয়োর রাজ্য যোগীরাজ্য! বাতিল ৩ কোটির বেশি ভোটার

SIR প্রক্রিয়া শুরু হওয়ার আগেই বিজেপির তরফে দাবি করা হয়েছিল, বাংলায় নাকি ‘অনুপ্রবেশকারী’ ভোটারে ভরে গিয়েছে এবং তাই...

স্মৃতি-শেফালিদের দাপটে দুরন্ত জয়, লক্ষ্য এবার হোয়াইটওয়াশ

টি-টোয়েন্টি সিরিজের শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়ের ধারা অব্যাহত রাখল ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Women Team)। সিরিজের চতুর্থ ম্যাচে...