Monday, August 25, 2025

লুধিয়ানায় বন্দি চাঁচলের ৬ শ্রমিক! পরিবারের পাশে প্রশাসন

Date:

Share post:

ভিনরাজ্যে কাজ করতে গিয়ে চরম বিপাকে পড়েছেন মালদহের চাঁচলের ৬ জন বাংলাভাষী শ্রমিক। পাঞ্জাবের লুধিয়ানায় পশুহত্যার অভিযোগে গ্রেফতার করে তাঁদের রাখা হয়েছে লুধিয়ানা সেন্ট্রাল জেলে। পরিবারের দাবি, কোনও নির্দিষ্ট প্রমাণ ছাড়াই পুলিশ তাঁদের জেলে পাঠিয়েছে এবং সেখানে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন তাঁরা।

জেলে থাকা শ্রমিকরা হলেন—জাকির হোসেন, রাইহান আলম, কুরবান আলি, আজম আলি, মিনজার আলি ও মুক্তার আলম। পরিবার ও স্থানীয়দের দাবি, তাঁরা তিন সপ্তাহ আগে লুধিয়ানার একটি হোটেলে মাংস কাটার কাজে গিয়েছিলেন। সেই কাজের মধ্যেই স্থানীয় জনতার হাতে গণপ্রহারের শিকার হন। পরে পুলিশ এসে তাঁদের গ্রেফতার করে বলে অভিযোগ। এখন তাঁদের বিরুদ্ধে পশুহত্যার মামলা রুজু করা হয়েছে।

শ্রমিকদের পরিবারের অভিযোগ, লুধিয়ানার পুলিশ তাঁদের আটক রেখে শারীরিকভাবে নির্যাতন করছে। আইনি সহায়তা পেতে আইনজীবী নিয়োগ করা হলেও তাতে তেমন লাভ হয়নি। মাথাপিছু ১০ হাজার টাকা নিয়েও আইনজীবী তাঁদের পক্ষে যথাযথ লড়াই করেননি বলে অভিযোগ।

বুধবার মালদহ জেলা পরিষদের সহকারী সভাধিপতি রফিকুল হোসেন পৌঁছন বেলপুকুরে শ্রমিকদের পরিবারগুলির সঙ্গে দেখা করতে। তিনি জানান, বিষয়টি রাজ্যের পরিযায়ী শ্রমিক কল্যাণ কমিটির চেয়ারম্যান সামিরুল ইসলামকে জানানো হয়েছে। রাজ্য সরকার ও জেলা প্রশাসন ইতিমধ্যেই উদ্যোগ নিয়েছে শ্রমিকদের মুক্ত করে রাজ্যে ফিরিয়ে আনার জন্য।

পরিবারের সদস্যদের বক্তব্য, বাড়ির একমাত্র উপার্জনকারীরা জেলে থাকায় তাঁরা চরম আর্থিক সংকটে ভুগছেন। দিন চলে না, অভাব-অনটনে কষ্টের মধ্যে দিন কাটছে। তাঁদের একটাই আবেদন, রাজ্য সরকার যেন দ্রুত হস্তক্ষেপ করে তাঁদের স্বজনদের মুক্ত করে ফিরিয়ে আনে।

স্থানীয়দের একাংশের অভিযোগ, শুধুমাত্র বাংলাভাষী হওয়ার কারণেই শ্রমিকদের বিরুদ্ধে বিদ্বেষমূলক আচরণ করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে প্রশ্ন উঠছে—ভিনরাজ্যে কাজ করতে যাওয়া বাংলার শ্রমিকরা কতটা নিরাপদ?

আরও পড়ুন- হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত নেপালের প্রাক্তন নির্বাচন কমিশনার – সাংবাদিক ইলা শর্মা! শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...