শ্যুটিংয়ে শশব্যস্ত কুণাল, শুক্রবার ‘কর্পূর’-এর সেট থেকেই ছবি পোস্ট সোশ্যাল মিডিয়ায়

Date:

Share post:

বামনেতা অনিল বিশ্বাসের চরিত্রে বড়পর্দায় অভিনয় করছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁর লুক প্রকাশ্যে আসার পর থেকেই বেশ হইচই পড়ে গেছে। আর এবার শুক্রবারে শ্যুটিং স্পট থেকে ফ্রাইডে চমক দিয়ে বিশেষ ছবি পোস্ট করলেন তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক। বাংলা ইন্ডাস্ট্রিতে তৈরি হচ্ছে ‘কর্পূর’ (Korpur)। পরিচালক অরিন্দম শীল (Arindam Sil) যখন শিক্ষক, অভিনেতা কুণাল তখন বাধ্য ছাত্র। সোশ্যাল মিডিয়ায় তৃণমূল নেতার শেয়ার করা ছবিতেও ঠিক এই দৃশ্যই ধরা পড়ল। নয়ের দশকের শেষভাগের মনীষা মুখোপাধ্যায়ের অন্তর্ধানের ঘটনার ছায়ায় নির্মিত হচ্ছে এই ছবি। আপাতত সেই শ্যুটিং নিয়েই ব্যস্ত ঘোষবাবু।

শুক্রবারের সকালে বিশিষ্ট সাংবাদিক, তৃণমূল নেতা এবং অভিনেতা কুণালের সোশ্যাল মিডিয়া পেজে দেখা যায় পরিচালক অরিন্দম তাঁকে সব বুঝিয়ে দিচ্ছেন এবং তিনি বাধ্য ছাত্রের মতো অনিল বিশ্বাসের লুকে সবটা দেখে নিচ্ছেন এই রকম একটি ছবি পোস্ট করা হয়েছে। সম্প্রতি নতুন এই সফর নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে কুণাল জানিয়েছিলেন, “এক একটা চরিত্রের এক একরকম বৈশিষ্ট্য। আমি এই বিষয়ে একদম নতুন। নবাগত। ফলত আমাকে আমার পরিচালক গড়ে পিঠে নিচ্ছেন। আর আমার বন্ধু ব্রাত্য, সেও খুব গুরুত্বপূর্ণ পরামর্শ দিচ্ছেন আমাকে।” তৃণমূল নেতা এই মুহূর্তে ক্যামেরার লুক দেওয়া থেকে লম্বা সংলাপ বলার টেকনিক সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি জেনে নিচ্ছেন পরিচালকের থেকে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সহকারী পরীক্ষা নিয়ামক ১৯৯৭ সালে হঠাৎই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেলেন কোথায়? কেন আজও হদিশ মিলল না? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে রাজনৈতিক মহলে বারবার উঠে এসেছে একাধিক প্রসঙ্গ। আর অরিন্দম (Arindam Sil) যতই সব চরিত্র কাল্পনিক বলুন না কেন, এই সিনেমায় তৎকালীন বামনেতা অনিল বিশ্বাসের ভূমিকায় কুণালের উপস্থিতি কিন্তু বেশ চমকে দিয়েছে সকলকে।

যাঁকে প্রতিদিন মিডিয়ার ক্যামেরার সামনে বিরোধীদের তীব্র আক্রমণ করতে দেখা যায়, তিনি রিল লাইফে সিনেপর্দায় ঠিক কী কী কাণ্ড ঘটাতে চলেছেন তা জানার জন্য আগ্রহ বাড়ছে। অভিনেতা হিসেবে নিজের সম্পূর্ণটা উজাড় করে দিতে চান ঘোষ মহাশয়। বলছেন, “আমার কাছে এ এক নতুন অভিজ্ঞতার পর্ব।আমি কখনও ফাঁকিবাজি করে কোনও কাজ করি না। পরিচালক যেন বলেন আমার কাজে তিনি সন্তুষ্ট। ” রাজনৈতিক নেতা থেকে অভিনেতার সফরে কুণাল আগামীতে আর কী কী চমক দেন সেদিকে নজর থাকবে সব মহলের।

spot_img

Related articles

‘অসমের কণ্ঠস্বর’-এর প্রয়াণ হৃদয়বিদারক! শোকাহত প্রধানমন্ত্রী থেকে সঙ্গীতশিল্পীরা

সিঙ্গাপুরে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয়েছে জনপ্রিয় সঙ্গীতশিল্পী জুবিন গর্গের (Zubeen Garg) (৫২)। সিঙ্গাপুরে নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল নামের...

সুরের সফর স্তব্ধ অ্যাডভেঞ্চারের নেশায়, জুবিনের মৃত্যু মানতে পারছে না সঙ্গীত জগত

বলিউডের সুরেলা জগতে তাঁর অন্যতম পরিচিতি ছিল 'গ্যাংস্টার' গায়ক হিসেবে। সেই হাসিখুশি চিরউদ্দ্যমতায় ভরা শিল্পীর মর্মান্তিক পরিণতি মানতে...

দূরের আকাশে পাখি মন: মর্মান্তিক দুর্ঘটনায় অকাল প্রয়াণ বিখ্যাত গায়ক জুবিন গর্গের

সিঙ্গাপুরে (Singapore) স্কুবা ডাইভিং করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন বলিউডের বিখ্যাত গায়ক অসমিয়া সাংস্কৃতিক আইকন জুবিন গর্গ...

জেলে থাকলে জনপ্রিয়তা বাড়ে… ‘ব্যাডস অফ বলিউড’-এ গ্রেফতারির স্মৃতি ফেরালেন আরিয়ান

একেই বলে 'বাপ কা বেটা', আরিয়ান খান (Aryaan Khan) পরিচালিত 'দ্য ব্যাডস অফ বলিউড’-এর স্ট্রিমিং শুরু হতেই দর্শকের...