Saturday, August 23, 2025

শীঘ্র জানানো হবে কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রভোটের দিনক্ষণ: শিক্ষাসচিব

Date:

Share post:

রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে বহু প্রতীক্ষিত ছাত্রভোট (student election) নিয়ে প্রস্তুতি সেরে ফেলল রাজ্য শিক্ষা দফতর। আধিকারিক পর্যায়ের বৈঠক হওয়ার বিষয়টি শিক্ষাসচিব বিনোদ কুমার (Binod Kumar) স্পষ্ট করে দিলেন। সেই সঙ্গে রাজ্যে জয়েন্টের (Joint Entrance) ফল প্রকাশ নিয়েও যে রাজ্য সরকার দ্রুত ব্যবস্থা নিচ্ছে তাও স্পষ্ট করে দেন তিনি।

শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রভোটের প্রস্তুতি ও রাজ্যের জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ দ্রুত করার জন্য শুক্রবার মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে শিক্ষাসচিব বিনোদ কুমারের অনলাইনে বৈঠক হয়। উপস্থিত ছিলেন শিক্ষা দফতরের অন্যান্য আধিকারিকরাও। নিউটাউনে বণিকসভার উদ্যোগে শিক্ষা সংক্রান্ত আলোচনার শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যের শিক্ষাসচিব স্পষ্টই বলেন, ‘ছাত্রভোট (student election) নিয়ে আমরা তার প্রস্তুতি নিচ্ছি। ছাত্রভোটের দিনক্ষণ শীঘ্রই জানাব। যথাসময়ে কোর্টকেও জানানো হবে।’

পাশাপাশি ওবিসি জটে আটকে থাকা জয়েন্ট এন্ট্রান্স (Joint Entrance exam) পরীক্ষার ফল প্রকাশ নিয়ে বিনোদ কুমার বলেন, ‘রাজ্য জয়েন্টের ফল দ্রুত প্রকাশের চেষ্টা করা হচ্ছে। এটা ঠিক, ওবিসি সংরক্ষণ নিয়ে একটা সমস্যা দেখা দিয়েছে। এদিন সুপ্রিম কোর্টে ওবিসি সংরক্ষণ (OBC reservation) মামলাটি তালিকায় ওঠার কথা ছিল। কিন্তু ওঠেনি। কেন উঠল না তার খোঁজ নেওয়ার চেষ্টা করছি।’

আরও পড়ুন: অনুপ্রবেশকারী ইস্যুতে প্রধানমন্ত্রীর ‘আত্মঘাতী গোল’! সীমান্ত পাহারায় উত্তর চাইল তৃণমূল

বণিকসভা অ্যাসোচেমের উদ্যোগে নিউটাউনে একদিনের শিক্ষা সংক্রান্ত আলোচনা সভায় শুক্রবার বক্তা ছিলেন শিক্ষাসচিব বিনোদ কুমার। ‘আধুনিক প্রযুক্তি ও এআই’ শীর্ষক আলোচনায় দেশ ও রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষাবিদ, বিশেষজ্ঞ, প্রযুক্তিবিদ এই আলোচনায় তাঁদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। আলোচনায় রাজ্যের শিক্ষা ব্যবস্থার সামগ্রীর উন্নতির কথা তুলে ধরে শিক্ষাসচিব বিনোদ কুমার বলেন, ‘২০১০-’১১ আর্থিক বছরে রাজ্যের স্কুল শিক্ষায় যেখানে বাজেট ছিল ৮২৯ কোটি টাকা, সেখানে বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ১০,২৬০ কোটি টাকায়। উচ্চশিক্ষায় ছিল ১,৭২৪ কোটি, এখন তা হয়েছে ৬, ৪০৪ কোটি টাকা।’

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...