চতুর্থ টেস্টে খেলবেন বুমরাহ, জানিয়ে দিলেন সিরাজ

Date:

Share post:

অবশেষে সমস্ত জল্পনার অবসান। চতুর্থ টেস্টে খেলবেন জসপ্রীত বুমরাহ। ম্যাচের দুদিন আগেই সমস্ত জল্পনার অবসান ঘটালেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। ম্যাঞ্চেস্টারে প্রস্তুতি শুরুর আগে সাংবাদিক সম্মেলনে এসেছিলেন মহম্মদ সিরাজ। সেখানেই জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) খেলার কথা চূড়ান্ত করে দিয়েছেন ভারতীয় দলের এই তারকা পেসার। অর্থাৎ এই ম্যাচে বুমরাহ এবং সিরাজের জুটি দেখা যাচ্ছে। তবে তাদের সঙ্গে তৃতীয় পেসার কে হবেন তা নিয়েই এখন জল্পনা।

ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য পাঁচ ম্যাচের এই সিরিজে মাত্র তিনটি ম্যাচ খেলার কথাই বলেছিলেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। প্রথম ম্যাচ খেলার পর, দ্বিতীয় ম্যাচে বিশ্রাম নিয়েছিলেন তিনি। তৃতীয় ম্যাচে বুমরাহ খেলেছিলেন।  এরপর থেকেই শুরু হয়েছিল সেই জল্পনা। বুমরাহ কি খেলবেন চতুর্থ টেস্টে। এই নিয়ে বেশ কয়েকদিন ধরেই নানান গুঞ্জন চলছিল।

শেষপর্যন্ত সেই কথাই জানিয়ে দিলেন মহম্মদ সিরাজ। এই টেস্টে জসপ্রীত বুমরাহ খেলবেন। সাফ বার্তা মহম্মদ সিরাজের। তিনি জানিয়েছেন, “জসপ্রীত বুমরাহ খেলবেন। আকাশদীপের অবশ্য খানিকটা চোটের সমস্যা রয়েছে। তবে সেই ব্যপারটা দেখছেন দলের ফিজিওরা। আকাশদীপ নেটে বোলিংও করেছেন এদিন”।

চলচি সিরিজে বল হাতে দুরন্ত ফর্মে রয়েছেন মহম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরাহ। শেষ ম্যাচেও ভালো বোলিং করেছিলেন এই জুটি। তবে সেই ম্যাচে সিরাজের শেষ মুহূর্তে আউট হওয়াটা ভারতকে একেবারে জয়ের সামনে এনেও ব্যর্থ করেছিল। আকাশদীপ একান্তই খেলতে না পারলে সেই জায়গায় কে খেলবেন সেটা নিয়েই এখন নানান গুঞ্জন চলছে।

spot_img

Related articles

ডেম্পোকে হালকাভাবে নিতে নারাজ, গোয়ায় এসে কেন আবেগপ্রবণ অস্কার?

আইএফএ শিল্ড অতীত। এবার লড়াই সুপার কাপে। শনিবার সুপার কাপে(Super Cup) প্রথম ম্যাচে মাঠে নামছে ইস্টবেঙ্গল। বিকেল ৪.৩০...

অস্ট্রেলিয়ার ক্যাবে যশস্বীদের ভ্রমণ, অ্যাডিলেডে শেষ ম্যাচ খেলতে নেমেছিলেন রোহিত!

অস্ট্রেলিয়া সফরে প্রথম দুই ম্যাচেই হারতে হয়েছে ভারতীয় দলকে। কিন্তু মাঠের হাসি খুশি মেজাজেই রয়েছেন ভারতীয় ক্রিকেটাররা(Indian Cricketer)।...

সর্দারজির পর পুলিশ-বাইকার! বিজ্ঞাপণের চরিত্রে সুপারহিট সৌরভ

আবার দাদাগিরি মহারাজের। নিত্য নতুন লুকে চমক দিচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়( Sourav Ganguly)। কয়েকদিন আগে সর্দারজির লুকে দেখা গিয়েছিল...

বামা কালীর নাচে মুগ্ধ শাহরুখের কেকেআর, সোশ্যাল মিডিয়ায় পোস্ট নাইটদের

দীপাবলির আলো ঝলমলে উৎসবের মেজাজের শেষে প্রতিমা নিরঞ্জনেও উজ্জ্বল নদিয়ার শান্তিপুর (Shantipur, Nadia)। প্রতিবছরের মতো এবারও নৃত্যরত বামা...